ETV Bharat / entertainment

Actor Attempts Suicide: মাথা-পায়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি টেলি অভিনেতা শৈবাল - মাথাপায়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা হাসপাতালে ভর্তি টেলি অভিনেতা শৈবাল

আত্মহননের চেষ্টা করে শেষমেষ হাসপাতালে ভর্তি টলি অভিনেতা শৈবাল ভট্টাচার্য । খবর অনুযায়ী, শরীরের বেশ কিছু জায়গায় নিজেই আঘাত করেছেন তিনি (Actor Saibal Bhattacharya Attempts Suicide) ৷

Actor Saibal Bhattacharya Attempts Suicide
মাথা-পায়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি টেলি অভিনেতা শৈবাল
author img

By

Published : Aug 9, 2022, 11:16 AM IST

কলকাতা, 9 অগস্ট: আত্মহননের চেষ্টা করতে গিয়ে শেষমেষ হাসপাতালে ভর্তি টলি অভিনেতা শৈবাল ভট্টাচার্য । খবর অনুযায়ী, শরীরের বেশ কিছু জায়গায় নিজেই আঘাত করেছেন এই অভিনেতা (Actor Saibal Bhattacharya Attempts Suicide)৷ শৈবালের বাড়ি বোসপুকুর কসবা এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, তিনি নিজের মাথা ও ডান পায়ে আঘাত করেছেন । তারপর পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাতে অভিনেতাকে ভর্তি করা হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে । তাঁর বাড়ির লোকজনই পুলিশকে খবর দেয় । পুলিশের অনুমান, ধারালো কোনও অস্ত্র দিয়ে অভিনেতা নিজের মাথা ও ডান পায়ে আঘাত করেন ৷ খবর অনুযায়ী, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, হৃদযন্ত্রে স্টেইন বসল কমলেশ্বর মুখোপাধ্যায়ের

ফের একবার অভিনেত্রী পল্লবীর স্মৃতি ফিরিয়ে আনলেন এই অভিনেতা ৷ পর্দার সিরাজের বেগম যদিও খুব অল্প বয়সেই জীবনের ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন ৷ শৈবালের এমন সিদ্ধান্তের পিছনেও কি রয়েছে হতাশা ? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

শৈবাল ভট্টাচার্য ছোটপর্দার চেনা মুখ । অভিনয় করেছেন একাধিক খল চরিত্রে ৷ সম্প্রতি একটি জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে ৷ কখনও ভণ্ড গনৎকার, কখনও কুটিল খলনায়কের চরিত্র । বিভিন্ন শেড সহজেই ফুটিয়ে তুলতেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য ৷ বাংলা ধারাবাহিকে বেশ কিছু পজিটিভ চরিত্রেও তাঁর দেখা মিলেছে ৷ অভিনয় করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'তেও ৷

কলকাতা, 9 অগস্ট: আত্মহননের চেষ্টা করতে গিয়ে শেষমেষ হাসপাতালে ভর্তি টলি অভিনেতা শৈবাল ভট্টাচার্য । খবর অনুযায়ী, শরীরের বেশ কিছু জায়গায় নিজেই আঘাত করেছেন এই অভিনেতা (Actor Saibal Bhattacharya Attempts Suicide)৷ শৈবালের বাড়ি বোসপুকুর কসবা এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, তিনি নিজের মাথা ও ডান পায়ে আঘাত করেছেন । তারপর পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাতে অভিনেতাকে ভর্তি করা হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে । তাঁর বাড়ির লোকজনই পুলিশকে খবর দেয় । পুলিশের অনুমান, ধারালো কোনও অস্ত্র দিয়ে অভিনেতা নিজের মাথা ও ডান পায়ে আঘাত করেন ৷ খবর অনুযায়ী, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: আচমকা বুকে ব্যথা, হৃদযন্ত্রে স্টেইন বসল কমলেশ্বর মুখোপাধ্যায়ের

ফের একবার অভিনেত্রী পল্লবীর স্মৃতি ফিরিয়ে আনলেন এই অভিনেতা ৷ পর্দার সিরাজের বেগম যদিও খুব অল্প বয়সেই জীবনের ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন ৷ শৈবালের এমন সিদ্ধান্তের পিছনেও কি রয়েছে হতাশা ? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

শৈবাল ভট্টাচার্য ছোটপর্দার চেনা মুখ । অভিনয় করেছেন একাধিক খল চরিত্রে ৷ সম্প্রতি একটি জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে ৷ কখনও ভণ্ড গনৎকার, কখনও কুটিল খলনায়কের চরিত্র । বিভিন্ন শেড সহজেই ফুটিয়ে তুলতেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য ৷ বাংলা ধারাবাহিকে বেশ কিছু পজিটিভ চরিত্রেও তাঁর দেখা মিলেছে ৷ অভিনয় করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'তেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.