ETV Bharat / entertainment

OTT Releases This Week: বিনোদন উপভোগ করুন বাড়ি বসে, জেনে নিন চলতি উইকেন্ডে ওটিটিতে আসছে কোন কোন ছবি - ott releases

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে বিগ বাজেটের বিগ ছবি ৷ বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুরের 'বাওয়াল' থেকে জেনেলিয়া দেশমুখ এবং মানব কৌলের 'ট্রায়াল পিরিয়ড' থেকে বিজয় ভার্মার 'কালকুট' কিংবা 'দে ক্লোনড টিয়োরন'র মতো বিগ বাজেটের বিগ ছবি উপভোগ করতে পারেন বাড়ি বসেই ৷

Etv Bharat
চলতি সপ্তাহে ওটিটি-তে মুক্তি পাচ্ছে এই ছবি
author img

By

Published : Jul 21, 2023, 10:51 PM IST

হায়দরাবাদ, 21 জুলাই: চলতি উইকএন্ডে বিনোদনের ডালি নিয়ে হাজির একাধিক ছবি ৷ প্রেক্ষাগৃহে বলিউড ছবির মুক্তি না-থাকলেও রয়েছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি মার্গট রবি অভিনীত গ্রেটা গারউইগের 'বার্বি' বা সিলিয়ান মারফি অভিনীত ক্রিস্টোফার নোলানের 'ওপেনহেইমার' ৷ কিন্তু, আপনি যদি বাড়িতে বসেই বিনোদনের আনন্দ নিতে চান তাহলে সেখানেও তালিকাটা নেহাত ছোট নয় ৷ চলতি সপ্তাহে কোন কোন ছবি রয়েছে ওটিটি-তে মুক্তির তালিকায় জেনে নিন এক নজরে ৷

Ott Release This Week
বাওয়াল

বাওয়াল: বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত বাওয়াল মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে ৷ নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 21 জুলাই ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এক অন্যরকম ভালোবাসার গল্প বলবে এই ছবি ৷ এই ছবির হাত ধরেই প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ও জাহ্নবী ৷ কেমন হয় এই জুটির কেমিষ্ট্রি, তা জানতে হলে অ্যামাজন প্রাইমে দেখতে হবে বাওয়াল ৷

Ott Release This Week
ট্রায়াল পিরিয়ড

ট্রায়াল পিরিয়ড: 'বাধাই হো' প্রযোজক আলেয়া সেন হাজির হয়েছেন আরও এক ফ্যামিলি কমেডি ড্রামা নিয়ে ৷ জিও সিনেমায় 21 জুলাই প্রিমিয়ার হয়েছে ট্রায়াল পিরিয়ড-এর ৷ জেনেলিয়া দেশমুখ ও মানব কৌল অভিনীত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ একজন সিঙ্গল মা তাঁর ছেলের জন্য বাবা ভাড়া করেন, তাও মাত্র 30 দিনের জন্য ৷ এই 30টা দিনের জার্নি কীরকম হতে পারে, তারই উত্তর দেবে ট্রায়াল পিরিয়ড ৷

আরও পড়ুন: বিবেকের পর এবার বিগ বি, আবারও বড়পর্দায় প্রধানমন্ত্রী মোদির গল্প?

সুইট ম্যাগনোলিয়াস (সিজন-3): জোআনা গার্সিয়া সুইশার, হেদার হেডলি এবং ব্রুক ইলিয়ট অভিনীত, 'সুইট ম্যাগনোলিয়াস'-আগের সিজন যাঁরা দেখেছেন তাঁরা জানেন, এই গল্প কতটা জীবনকেন্দ্রিক ৷ তিন বন্ধু ম্যাডি, হেলেন এবং ডানা স্যু, দক্ষিণ ক্যারোলিনা একটি ছোট শহরে বাস করেন ৷ এই তিন বন্ধুর জীবনের নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত কখনও ধরা পড়েছে মজার ছলে আবার কখনও তা চোখে জল এনেছে ৷ যাঁদের বন্ধু ছাড়া প্রাণ বাঁচে না, এই সিরিজ অবশ্যই তাঁদের জন্য ৷ যা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

Ott Release This Week
দে ক্লোনড টিয়োরন

দে ক্লোনড টিয়োরন : আপনি যদি রোমাঞ্চকর ছবি ভালোবাসেন, তাহলে এই ছবি আপনার অবশ্যই দেখা উচিত ৷ জুয়েল টেলর পরিচালিত ডেভিড অ্যালান গ্রিয়ার এবং কিফার সাদারল্যান্ড অভিনীত এই ছবি 21 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ৷

Ott Release This Week
কালকূট

কালকূট : বিনোদন দুনিয়ার অভিনেতাদের মধ্যে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন বিজয় বর্মা ৷ সুমিত সাক্সেনা পরিচালিত বিজয় বর্মা অভিনীত কালকূট এই উইকএন্ডে রয়েছে হট লিস্টে ৷ ক্রাইম সিরিজে পুলিশের ভূমিকায় দেখা যাবে বিজয়কে ৷ তাঁকে সঙ্গ দেবেন শ্বেতা ত্রিপাঠী ৷

আরও পড়ুন: কোটি টাকা প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয়, পুলিশে দায়ের অভিযোগ

গুড ওম্যানস (সিজন 2): টেরি প্র্যাচেট এবং নিল গাইমানের সর্বাধিক বিক্রিত উপন্যাস গুড ওম্যানস 2- অবলম্বনে তৈরি এই সিরিজ ৷ মজাদার মিস্ট্রিতে ভরপুর এই সিজন 28 জুলাই থেকে দেখা যাবে প্রাইম ভিডিওতে।

হায়দরাবাদ, 21 জুলাই: চলতি উইকএন্ডে বিনোদনের ডালি নিয়ে হাজির একাধিক ছবি ৷ প্রেক্ষাগৃহে বলিউড ছবির মুক্তি না-থাকলেও রয়েছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি মার্গট রবি অভিনীত গ্রেটা গারউইগের 'বার্বি' বা সিলিয়ান মারফি অভিনীত ক্রিস্টোফার নোলানের 'ওপেনহেইমার' ৷ কিন্তু, আপনি যদি বাড়িতে বসেই বিনোদনের আনন্দ নিতে চান তাহলে সেখানেও তালিকাটা নেহাত ছোট নয় ৷ চলতি সপ্তাহে কোন কোন ছবি রয়েছে ওটিটি-তে মুক্তির তালিকায় জেনে নিন এক নজরে ৷

Ott Release This Week
বাওয়াল

বাওয়াল: বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত বাওয়াল মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে ৷ নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 21 জুলাই ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এক অন্যরকম ভালোবাসার গল্প বলবে এই ছবি ৷ এই ছবির হাত ধরেই প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন বরুণ ও জাহ্নবী ৷ কেমন হয় এই জুটির কেমিষ্ট্রি, তা জানতে হলে অ্যামাজন প্রাইমে দেখতে হবে বাওয়াল ৷

Ott Release This Week
ট্রায়াল পিরিয়ড

ট্রায়াল পিরিয়ড: 'বাধাই হো' প্রযোজক আলেয়া সেন হাজির হয়েছেন আরও এক ফ্যামিলি কমেডি ড্রামা নিয়ে ৷ জিও সিনেমায় 21 জুলাই প্রিমিয়ার হয়েছে ট্রায়াল পিরিয়ড-এর ৷ জেনেলিয়া দেশমুখ ও মানব কৌল অভিনীত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ একজন সিঙ্গল মা তাঁর ছেলের জন্য বাবা ভাড়া করেন, তাও মাত্র 30 দিনের জন্য ৷ এই 30টা দিনের জার্নি কীরকম হতে পারে, তারই উত্তর দেবে ট্রায়াল পিরিয়ড ৷

আরও পড়ুন: বিবেকের পর এবার বিগ বি, আবারও বড়পর্দায় প্রধানমন্ত্রী মোদির গল্প?

সুইট ম্যাগনোলিয়াস (সিজন-3): জোআনা গার্সিয়া সুইশার, হেদার হেডলি এবং ব্রুক ইলিয়ট অভিনীত, 'সুইট ম্যাগনোলিয়াস'-আগের সিজন যাঁরা দেখেছেন তাঁরা জানেন, এই গল্প কতটা জীবনকেন্দ্রিক ৷ তিন বন্ধু ম্যাডি, হেলেন এবং ডানা স্যু, দক্ষিণ ক্যারোলিনা একটি ছোট শহরে বাস করেন ৷ এই তিন বন্ধুর জীবনের নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত কখনও ধরা পড়েছে মজার ছলে আবার কখনও তা চোখে জল এনেছে ৷ যাঁদের বন্ধু ছাড়া প্রাণ বাঁচে না, এই সিরিজ অবশ্যই তাঁদের জন্য ৷ যা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

Ott Release This Week
দে ক্লোনড টিয়োরন

দে ক্লোনড টিয়োরন : আপনি যদি রোমাঞ্চকর ছবি ভালোবাসেন, তাহলে এই ছবি আপনার অবশ্যই দেখা উচিত ৷ জুয়েল টেলর পরিচালিত ডেভিড অ্যালান গ্রিয়ার এবং কিফার সাদারল্যান্ড অভিনীত এই ছবি 21 জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ৷

Ott Release This Week
কালকূট

কালকূট : বিনোদন দুনিয়ার অভিনেতাদের মধ্যে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন বিজয় বর্মা ৷ সুমিত সাক্সেনা পরিচালিত বিজয় বর্মা অভিনীত কালকূট এই উইকএন্ডে রয়েছে হট লিস্টে ৷ ক্রাইম সিরিজে পুলিশের ভূমিকায় দেখা যাবে বিজয়কে ৷ তাঁকে সঙ্গ দেবেন শ্বেতা ত্রিপাঠী ৷

আরও পড়ুন: কোটি টাকা প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয়, পুলিশে দায়ের অভিযোগ

গুড ওম্যানস (সিজন 2): টেরি প্র্যাচেট এবং নিল গাইমানের সর্বাধিক বিক্রিত উপন্যাস গুড ওম্যানস 2- অবলম্বনে তৈরি এই সিরিজ ৷ মজাদার মিস্ট্রিতে ভরপুর এই সিজন 28 জুলাই থেকে দেখা যাবে প্রাইম ভিডিওতে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.