ETV Bharat / entertainment

Bapi Das Baul: ওয়ান ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড জয় পূর্ণ দাস বাউলের পুত্র বাপির

author img

By

Published : Jun 26, 2022, 1:25 PM IST

'ওয়ান ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডস 2021'-এ সেরা মিউজিক অ্যালবামের শিরোপা পেয়েছেন পূর্ণ দাস বাউলের (Purna Das Baul) সুযোগ্য পুত্র বাপি দাস বাউল (Bapi Das Baul)৷ নিজের অ্যালবামের কথা জানাতে প্যারিস থেকে কলকাতায় এসেছেন তিনি (One World Music Awards)৷

Bapi Das Baul
ওয়ান ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডস জয় পূর্ণ দাস বাউলের পুত্র বাপির

কলকাতা, 26 জুন: পূর্ণ দাস বাউলের (Purna Das Baul ) সুযোগ্য পুত্র বাপি দাস বাউল (Bapi Das Baul)। বাউল গানে বিদেশেও তিনি সমাদৃত ৷ শ্বেতবর্ণের মানুষেরা ভালোবাসেন তাঁর লোকগান ৷ প্যারিসের বাসিন্দা বাপি দাস বাউল বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বাংলার লোকগান তথা বাউল গানকে । তাঁর এই কর্মকাণ্ডের যথাযোগ্য খ্যাতি মিলেছে গত বছর । এই প্রথম কোনও ভারতীয় সম্মানিত হল ওয়ান 'ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডস'-এ (One World Music Awards)।

2021-এ মুক্তি পায় তাঁর মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'রিভার অফ হ্যাপি সোলস'(River of Happy souls)। এখানে রয়েছে মোট দশটি গান । প্রত্যেকটিরই সুর, প্রোডাকশন, প্রোগ্রামিং এবং পরিচালনা সবই বাপি দাস বাউলের । অন্যান্য সব কাজেও রয়েছে তাঁর ছোঁয়া । গানগুলির রেকর্ড হয়েছে ফ্রান্সে । এই অ্যালবামের জন্যই 'ওয়ান ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডস 2021'-এ সম্মানিত হন তিনি ।

Bapi Das Baul
বাপি দাস বাউলের অ্যালবাম

কী রয়েছে এই অ্যালবামে ? জীবন বয়ে চলে নদীর স্রোতের মতো । কত ঘাত-প্রতিঘাত, লড়াই, হার-জিত সব নিয়ে এগিয়ে চলে জীবন । এই অ্যালবামে প্রকৃতি আর মানবজীবন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: Bengali Serial Pilu : 'পিলু'তে আসছে বিধবা বিবাহ পর্ব

সম্প্রতি কলকাতায় নিজের এই অ্যালবামের কথা জানাতে আসেন শিল্পী । তিনি বলেন, "বাউলদের জন্য এখানে কাজ হয় না। বাউলদের এখানে কোনও উন্নতি নেই । আমি আগামী দিনে আমার দেশের বাউলদের উন্নতির জন্য কিছু করতে চাই ।"

কলকাতা, 26 জুন: পূর্ণ দাস বাউলের (Purna Das Baul ) সুযোগ্য পুত্র বাপি দাস বাউল (Bapi Das Baul)। বাউল গানে বিদেশেও তিনি সমাদৃত ৷ শ্বেতবর্ণের মানুষেরা ভালোবাসেন তাঁর লোকগান ৷ প্যারিসের বাসিন্দা বাপি দাস বাউল বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বাংলার লোকগান তথা বাউল গানকে । তাঁর এই কর্মকাণ্ডের যথাযোগ্য খ্যাতি মিলেছে গত বছর । এই প্রথম কোনও ভারতীয় সম্মানিত হল ওয়ান 'ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডস'-এ (One World Music Awards)।

2021-এ মুক্তি পায় তাঁর মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'রিভার অফ হ্যাপি সোলস'(River of Happy souls)। এখানে রয়েছে মোট দশটি গান । প্রত্যেকটিরই সুর, প্রোডাকশন, প্রোগ্রামিং এবং পরিচালনা সবই বাপি দাস বাউলের । অন্যান্য সব কাজেও রয়েছে তাঁর ছোঁয়া । গানগুলির রেকর্ড হয়েছে ফ্রান্সে । এই অ্যালবামের জন্যই 'ওয়ান ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডস 2021'-এ সম্মানিত হন তিনি ।

Bapi Das Baul
বাপি দাস বাউলের অ্যালবাম

কী রয়েছে এই অ্যালবামে ? জীবন বয়ে চলে নদীর স্রোতের মতো । কত ঘাত-প্রতিঘাত, লড়াই, হার-জিত সব নিয়ে এগিয়ে চলে জীবন । এই অ্যালবামে প্রকৃতি আর মানবজীবন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: Bengali Serial Pilu : 'পিলু'তে আসছে বিধবা বিবাহ পর্ব

সম্প্রতি কলকাতায় নিজের এই অ্যালবামের কথা জানাতে আসেন শিল্পী । তিনি বলেন, "বাউলদের জন্য এখানে কাজ হয় না। বাউলদের এখানে কোনও উন্নতি নেই । আমি আগামী দিনে আমার দেশের বাউলদের উন্নতির জন্য কিছু করতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.