ETV Bharat / entertainment

Sandip New Feluda Film: 'নয়ন রহস্য' ছবিতে ফেলুদার সঙ্গে টক্কর 'বাহুবলী' খ্যাত অভিনেতার! - ফেলুদা হিসাবে ইন্দ্রনীল সেনগুপ্ত

সন্দীপ রায়ের ছবিতে এবার অভিনয় করতে চলেছেন 'বাহুবলী' ছবি খ্যাত এক অভিনেতা ৷ সূত্র মারফত জানা গেল তেমনটাই ৷

Pic Indraneil Prabhas Instagram
ইন্দ্রনীলের নতুন ফেলুদা আসছে খুব তাড়াতাড়ি
author img

By

Published : Aug 21, 2023, 3:50 PM IST

কলকাতা, 21 অগস্ট: আরও একবার ফেলুদা হিসাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে বেছে নিয়েছেন পরিচালক সন্দীপ রায় ৷ এবার বড় পর্দায় আসছে 'নয়ন রহস্য' ৷ শুধু তাই নয়, এবারও ইন্দ্রনীলের সঙ্গে থাকছেন অভিনেতা আয়ুষ দাস এবং অভিজিৎ গুহও ৷ অর্থাৎ ত্রিমূর্তিকে নিয়ে আবার কাজ শুরু করছেন সন্দীপ ৷ কয়েকদিন আগেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে 'নয়ন রহস্য়' ছবির ক্ল্যাপস্টিকের ঝলক শেয়ার করেছিলেন অভিনেতা ৷ আর এবার এই ছবি নিয়ে সামনে এল আরেকটি বড় খবর ৷ জানা গিয়েছে, ছবিতে খলনায়কদের মধ্যে দেখা যাবে 'বাহুবলী' ছবি খ্যাত এক অভিনেতাকে ৷

কে তিনি? এই অভিনেতার নাম চরণদীপ সুরেননি ৷ রাজামৌলির ছবিতে অবশ্য খুব বেশি সময় দেখা যায়নি তাঁকে ৷ তিনি অভিনয় করেছিলেন কালকেয়ার ভাইয়ের চরিত্রে ৷ এবার তাঁকেই ছবিতে ব্যবহার করতে চলেছেন সন্দীপ ৷ তাঁর জন্য় ছবির কোন চরিত্রটি অপেক্ষা করছে তা অবশ্য জানা যায়নি ৷ তবে সূত্রের খবর অনুযায়ী অভিনেতার সঙ্গে কথা একেবারে পাকা ৷

'নয়ন রহস্য়' গল্পটি পাঠকের তেমন অচেনা নয় ৷ নয়ন নামের এক তরুণকে নিয়ে গড়ে ওঠে এই কাহিনি ৷ ফেলুদা তাকে প্রথমবার দেখে একটি ম্যাজিক শোয়ে ৷ এই নয়ন সেখানে জ্যোতিষ্ক নামেই খ্যাত ৷ সে সমস্ত জটিল প্রশ্নের জবাব দিতে পারে ৷ সুনীল তরফদার নামের এক ম্যাজিশিয়ান তাকে প্রথমবার জনতার সামনে নিয়ে আসে ৷ সে চায় তাকে নিয়ে মাদ্রাজে শো করতে ৷

আরও পড়ুন: 400 কোটির ক্লাবের কাছে সানি, নয়া মাইলফলকের সামনে 'ও মাই গড 2'

এদিকে প্রথম শো হিট হওয়ার পর রীতিমতো নাম ছড়িয়ে পড়ে জ্যোতিস্কর ৷ অনেকেই তাকে দিয়ে নানা কাজ করিয়ে নিতে চায় ৷ সেই প্রস্তাব আসে সুনীলের কাছেও ৷ কিন্তু সুনীল নারাজ ৷ চার জন ব্যক্তির কাছ থেকে আসা নানা ধরনের প্রস্তাব সে ফিরিয়ে দেয় ৷ তারা হুমকি দেয় জ্যোতিস্কর ক্ষতি তারা করবেই ৷ অবশেষে ফেলুদার দ্বারস্থ হয় সুনীল ৷ এবার কোনদিকে এগোবে কাহিনি ৷ জানা যাবে ছবিটি দেখলেই ৷ ছবিতে ত্রিমূর্তি ছাড়াও দেখা যাবে 'হত্যাপুরী' ছবির আরেক অভিনেতাকে ৷ তিনি দেবনাথ চট্টোপাধ্যায় ৷

কলকাতা, 21 অগস্ট: আরও একবার ফেলুদা হিসাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে বেছে নিয়েছেন পরিচালক সন্দীপ রায় ৷ এবার বড় পর্দায় আসছে 'নয়ন রহস্য' ৷ শুধু তাই নয়, এবারও ইন্দ্রনীলের সঙ্গে থাকছেন অভিনেতা আয়ুষ দাস এবং অভিজিৎ গুহও ৷ অর্থাৎ ত্রিমূর্তিকে নিয়ে আবার কাজ শুরু করছেন সন্দীপ ৷ কয়েকদিন আগেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে 'নয়ন রহস্য়' ছবির ক্ল্যাপস্টিকের ঝলক শেয়ার করেছিলেন অভিনেতা ৷ আর এবার এই ছবি নিয়ে সামনে এল আরেকটি বড় খবর ৷ জানা গিয়েছে, ছবিতে খলনায়কদের মধ্যে দেখা যাবে 'বাহুবলী' ছবি খ্যাত এক অভিনেতাকে ৷

কে তিনি? এই অভিনেতার নাম চরণদীপ সুরেননি ৷ রাজামৌলির ছবিতে অবশ্য খুব বেশি সময় দেখা যায়নি তাঁকে ৷ তিনি অভিনয় করেছিলেন কালকেয়ার ভাইয়ের চরিত্রে ৷ এবার তাঁকেই ছবিতে ব্যবহার করতে চলেছেন সন্দীপ ৷ তাঁর জন্য় ছবির কোন চরিত্রটি অপেক্ষা করছে তা অবশ্য জানা যায়নি ৷ তবে সূত্রের খবর অনুযায়ী অভিনেতার সঙ্গে কথা একেবারে পাকা ৷

'নয়ন রহস্য়' গল্পটি পাঠকের তেমন অচেনা নয় ৷ নয়ন নামের এক তরুণকে নিয়ে গড়ে ওঠে এই কাহিনি ৷ ফেলুদা তাকে প্রথমবার দেখে একটি ম্যাজিক শোয়ে ৷ এই নয়ন সেখানে জ্যোতিষ্ক নামেই খ্যাত ৷ সে সমস্ত জটিল প্রশ্নের জবাব দিতে পারে ৷ সুনীল তরফদার নামের এক ম্যাজিশিয়ান তাকে প্রথমবার জনতার সামনে নিয়ে আসে ৷ সে চায় তাকে নিয়ে মাদ্রাজে শো করতে ৷

আরও পড়ুন: 400 কোটির ক্লাবের কাছে সানি, নয়া মাইলফলকের সামনে 'ও মাই গড 2'

এদিকে প্রথম শো হিট হওয়ার পর রীতিমতো নাম ছড়িয়ে পড়ে জ্যোতিস্কর ৷ অনেকেই তাকে দিয়ে নানা কাজ করিয়ে নিতে চায় ৷ সেই প্রস্তাব আসে সুনীলের কাছেও ৷ কিন্তু সুনীল নারাজ ৷ চার জন ব্যক্তির কাছ থেকে আসা নানা ধরনের প্রস্তাব সে ফিরিয়ে দেয় ৷ তারা হুমকি দেয় জ্যোতিস্কর ক্ষতি তারা করবেই ৷ অবশেষে ফেলুদার দ্বারস্থ হয় সুনীল ৷ এবার কোনদিকে এগোবে কাহিনি ৷ জানা যাবে ছবিটি দেখলেই ৷ ছবিতে ত্রিমূর্তি ছাড়াও দেখা যাবে 'হত্যাপুরী' ছবির আরেক অভিনেতাকে ৷ তিনি দেবনাথ চট্টোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.