মুম্বই, 20 সেপ্টেম্বর: আয়ুষ্মান খুরানা-রাকুলপ্রীত সিংহ জুটির প্রথম কমেডি ড্রামা 'ডক্টর জি' আগামী 14 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে(Ayushmann Khurrana and Rakul Preet Singh ) ৷ সম্প্রতি এমনই খবর সামনে এনেছিলেন নির্মাতারা ৷ মঙ্গলবার সামনে এল ছবির ট্রেলার (Ayushmann Khurrana Doctor g trailer)৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুভূতি কাশ্য়প ৷ আয়ুষ্মান নিজেই তাঁর ভক্তদের সঙ্গে এই ছবির ট্রেলারটি ভাগ করে নিয়েছেন(Doctor G release date locked) ৷
অর্থপেডিক হতে চাওয়া এক মেডিক্য়াল ছাত্র পাকে চক্রে হয়ে পড়ে গাইনোকোলজিস্ট ৷ তারই গল্প সামনে তুলে আনে এই ট্রেলার(Doctor G trailer released) ৷ আর একই সঙ্গে একজন পুরুষ গাইনোকোলজিস্টের প্রতি সমাজের ধারনা কেমন তাও উঠে আসবে তাও দেখাবে এই ছবি ৷ সঙ্গে রয়েছে ভরপুর কমেডি এবং প্রেমের মশালাও ৷ সংলাপও যে যথেষ্ট রসগ্রাহী তারও আভাস মিলেছে ট্রেলারেই ৷
ছবিতে ডক্টর ফাতিমা দুগ্গালের চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিংহ এবং ডক্টর নন্দিনী ভাটিয়ার ভূমিকায় দেখা যাবে শেফালি শাহকে(Ayushmann Rakul film release date) । শেফালি এর আগে তাঁর শেষ কাজ 'ডার্লিংস'-এও সকলের মন জয় করে নিয়েছিলেন ৷ আর ট্রেলারেও যথেষ্ট প্রভাবিত করেছেন তিনি ৷ আয়ুষ্মানও নিজেকে দারুণভাবে গ্রুম করেছেন এই চরিত্রের জন্য় ৷
আরও পড়ুন: পহেলগাঁয়ে ইমরান হাশমিকে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার এক
গতবছর জুলাই মাসে এই ছবির শুটিং শুরু করেছিলেন নির্মাতারা ৷ এর আগে যখন ছবির প্রথম লুক প্রকাশিত হয়, জানানো হয়েছিল 'ডক্টর জি' পর্দায় আসবে এ বছর জুন মাসে ৷ কিন্তু পরে এই দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয় (Doctor G release date )৷ আপাতত পরের মাসে আসতে চলেছে এই ছবি ৷ এছাড়াও দু'টো বড় ছবি রয়েছে আয়ুষ্মান খুরানার হাতে ৷ একদিকে যেমন আগামীতে তাঁকে দেখা যাবে 'অ্যাকশন হিরো' ছবিতে তেমনই আবার অনন্যার সঙ্গে তিনি জুটি বাঁধছেন 'ড্রিম গার্ল 2' ছবির জন্য় ৷