হায়দরাবাদ, 26 অগস্ট: বক্স অফিসে এই মুহূর্তে তারকাদের লড়াই বেশ উপভোগ্য হয়ে উঠেছে ৷ সানি দেওল-আমিশা প্যাটেল 'গদর 2', অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠির 'ওএমজি 2' তো ছিলই ৷ পাশাপাশি 25 অগস্ট অর্থাৎ, গতকাল মুক্তি পেল আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডের নতুন ছবি 'ড্রিম গার্ল 2' ৷ বক্স অফিসে সানি-অক্ষয় যে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন তার সামনে দাঁড়ানো বেশ কঠিন হচ্ছিল অনেক ছবির পক্ষেই ৷ ঠিক যেমন 'গদর 2' ছবির তুফানের সামনে টিকতে পারেনি অভিষেক বচ্চনের 'ঘুমর' ৷ তাই প্রথম দিনে আয়ুষ্মানের ছবি কেমন শুরু করবে তা নিয়ে চিন্তা তো ছিলই ৷
তবে তরণ আদর্শের বক্স অফিস রিপোর্ট বলছে, প্রথম দিনে খুব খারাপ আয় করেনি রাজ শাণ্ডিল্যর এই রম-কম ছবিটি ৷ প্রথম দিনে এই ছবির আয় 10.69 কোটি ৷ অন্য়দিকে বা 'গদর 2' এবং 'ওএমজি 2' এখনও রাজ করছে নিজস্ব ছন্দে ৷ 15তম দিনেও বক্স অফিসে 6.70 কোটি টাকা আয় করেছে সানির ছবি ৷ অক্ষয়-পঙ্কজরাও শুক্রবার আয় করলেন প্রায় 1.80 কোটি ৷ ফলত অক্ষয়ের 'ওএমজি 2' ছবির মোট আয় দাঁড়িয়েছে 128.22 কোটিতে ৷ সেখানে অনিল শর্মার ছবি তো ইতিমধ্যেই ভারতে 400 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ৷ এই ছবির ভারতীয় বক্স অফিসের আয় এখন 425.80 কোটি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এমতাবস্থায় বলাই বাহুল্য আয়ুষ্মানের ছবির আয় বেশ আশাপ্রদ ৷ ছবিতে দেখা যায়, পরিস্থিতির শিকার এক তরুণকে বাধ্য় হয়ে মেয়ে সাজতে হয় ৷ তার নাচ, গলার স্বর বেশ পছন্দ হয়ে যায় সকলের ৷ এমনকী একজন তো তাকে বিয়ে করতেও প্রস্তুত ৷ এবার কী হবে সেই তরুণের? জানাবে 'ড্রিম গার্ল 2' ৷ ছবিতে অনন্যা-আয়ুষ্মান ছাড়াও রয়েছেন রাজপাল যাদবের মতো অভিনেতা ৷ বোঝাই যায়, হাসির হাঙ্গামা হতে চলেছে ছবি জুড়ে ৷
-
⭐️ #TheKeralaStory
— taran adarsh (@taran_adarsh) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
⭐️ #ZaraHatkeZaraBachke
⭐️ #SatyaPremKiKatha
⭐️ #RockyAurRaniKiiPremKahaani
⭐️ #Gadar2
⭐️ #OMG2
⭐️ Now the enthusiastic start of #DreamGirl2 has helped in the REVIVAL of #Bollywood.#DreamGirl2 starts VERYYY WELL on Day 1… The growth in biz [post 4 pm… pic.twitter.com/WXpydaarVz
">⭐️ #TheKeralaStory
— taran adarsh (@taran_adarsh) August 26, 2023
⭐️ #ZaraHatkeZaraBachke
⭐️ #SatyaPremKiKatha
⭐️ #RockyAurRaniKiiPremKahaani
⭐️ #Gadar2
⭐️ #OMG2
⭐️ Now the enthusiastic start of #DreamGirl2 has helped in the REVIVAL of #Bollywood.#DreamGirl2 starts VERYYY WELL on Day 1… The growth in biz [post 4 pm… pic.twitter.com/WXpydaarVz⭐️ #TheKeralaStory
— taran adarsh (@taran_adarsh) August 26, 2023
⭐️ #ZaraHatkeZaraBachke
⭐️ #SatyaPremKiKatha
⭐️ #RockyAurRaniKiiPremKahaani
⭐️ #Gadar2
⭐️ #OMG2
⭐️ Now the enthusiastic start of #DreamGirl2 has helped in the REVIVAL of #Bollywood.#DreamGirl2 starts VERYYY WELL on Day 1… The growth in biz [post 4 pm… pic.twitter.com/WXpydaarVz
আরও পড়ুন: মদন মিত্রর 'ওহ লাভলি' ছবির প্রিমিয়ারে চাঁদের হাট, হাজির গোটা ইন্ডাস্ট্রি
প্রথম দিনের আয়ের নিরিখে অক্ষয়ের নতুন ছবিকেও পিছনে ফেলে দিলেন আয়ুষ্মান ৷ প্রথম দিনে অক্ষয়ের ছবি ঘরে তুলেছিল 10.26 কোটি টাকা ৷ সেখানে 10.69 কোটিতে থামল 'ড্রিম গার্ল 2' ৷ এমনকি ছবির প্রথম পর্বটিও এর থেকে কম আয় করেছিল প্রথম দিনে ৷ 'ড্রিম গার্ল' ওপেনিং করেছিল 10.50 কোটি টাকা দিয়ে ৷