মুম্বই, 3 এপ্রিল: অবশেষে রবিবার রাতে ইন্ডিয়ান আইডলের মুকুট উঠল ঋষি সিংয়ের মাথায় ৷ ঋষি ফ্য়ানেদের কাছে পরিচিত তাঁর অরিজিৎ সিংয়ের মতো গায়কি এবং বিশেষ স্টাইলের জন্য় ৷ এমনকী ক্রিকেটার বিরাট কোহলিকেও মুগ্ধ করেছে তাঁর কণ্ঠ ৷ ঋষি উত্তর প্রদেশের অযোধ্য়া এলাাকার বাসিন্দা ৷ প্রথম থেকেই অবশ্য় ঋষিকে মুকুট জয়ের অন্যতম দাবিদার বলে মনে করেছিলেন অনেকেই ৷ আর শেষমেষ 25 লক্ষ টাকার চেক এবং গাড়ি সবটাই জিতে নিলেন তিনি ৷ এই গানের মহাযুদ্ধে দ্বিতীয় স্থান দখল করেছেন কলকাতার দেবস্মিতা রায় এবং তৃতীয় স্থান পেয়েছেন জম্মু কাশ্মীরের চিরাগ কোতওয়াল ৷
চিরাগ এবং দেবস্মিতা দু'জনেই এদিন পেলেন 5 লক্ষ টাকা ৷ ফাইনালের লড়াইয়ে যাঁরা কাছে এসেও শেষ পর্যন্ত খেতাব জয় করতে পারলেন না তাঁদের তালিকায় রয়েছেন সোনাক্ষী কর, শিবম সিং এবং বিদিপ্তা চক্রবর্তী ৷ যদিও হিমেশ রেশামিয়া, বিশাল দাদলানি এবং নেহা কক্কর অর্থাৎ এই শোয়ের বিচারকদের মন বারবার জয় করে নিয়েছেন এই প্রতিযোগীরা ৷
ঋষি তাঁর জীবনের ঘটনা যেভাবে তুলে ধরেছেন এই শোয়ে তা সকলের চোখে জল এনে নিয়েছে ৷ ঋষির বাবা মা তাঁকে দত্তক নেন ছোটবেলায় ৷ সেই ঘটনা বলতে গিয়ে ঋষি জানান, তাঁর এই নতুন বাবা মা তাঁকে দত্তক না নিলে আজও হয়ত তিনি অন্ধকারে হারিয়ে যেতেন ৷ হয়ত মারাই যেতেন লড়াই করতে না পেরে ৷ এই রিয়েলিটি শোয়ের থিয়েটার রাউন্ডে এসেই তিনি নিজের জীবনের এই কঠিন সত্যিটি জানতে পারেন ৷ তাঁর বাবা মা তাঁকে লড়াইয়ের মঞ্চেই এই সত্যিটা জানান ৷ বাবা-মাকে নিয়ে বলতে গিয়ে ঋষি বলেন, "ওঁদের ছাড়া আমি এই মঞ্চে পৌঁছাতেই পারতাম না ৷ ওঁরা আমার ভগবান ৷" ঋষি সেই ভাগ্যবানদের অন্য়তমও বটে যাঁদের বিরাট কোহিলি সোশাল মিডিয়ায় ফলো করেন ৷ বিরাট মাত্র 255 জনকে সোশালে ফলো করেন আর ঋষি তাঁদেরই অন্যতম ৷