ETV Bharat / entertainment

রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও - Amitabh Bachchan

Ayodhya Ram Mandir: আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে ৷ অযোধ্যায় রাম মন্দিরের এই প্রতিষ্ঠা অনুষ্ঠানে অতিথিদের তালিকায় রয়েছে বড় চমক ৷ 7 হাজার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বিশিষ্টদের ৷ সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি-সহ অনেকেই ৷ আর কারা কারা থাকছেন জেনে নিন...

রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ
Ayodhya Ram Mandir Invitation:
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 1:42 PM IST

অযোধ্যা, 7 ডিসেম্বর: আর কয়েকটা দিন, তারপরই পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে অযোধ্য়ার রাম মন্দিরের দরজা ৷ আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের উদ্বোধনে 7 হাজার আমন্ত্রণ পাঠানো হয়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদের। এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি-সহ অনেকেই ৷

সূত্রের খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন গৌতম আদানি, মুকেশ আম্বানি, রতন টাটা, অক্ষয় কুমাররা ৷ সূত্রের আরও খবর, ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ অতিথিদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আগামী বছরের 22 জানুয়ারির এই মেগা ইভেন্টকে ঘিরে প্রস্তুতি পুরোদমে চলছে। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে দাবি, যে সমস্ত সাংবাদিকরা এই রামমন্দির তৈরিতে পাশে থেকেছেন তাঁরা ওইদিন আমন্ত্রিত হিসাবে থাকতে পারে ৷ এছাড়াও সারাদেশ থেকে 4 হাজার সাধু-ঋষিকে ডাকা হয়েছে। আমন্ত্রণ পত্রে সাধু-সন্তদের রাম মন্দির উদ্বোধনের আগেই তথা 21 জানুয়ারির আগে অযোধ্য়ায় পৌঁছতে অনুরোধ করা হয়েছে। দেরিতে পৌঁছলে তাঁরা অসুবিধায় পড়তে পারেন বলে উল্লেখ করা হয়েছে আমন্ত্রণপত্রে।

  • #WATCH अयोध्या (उत्तर प्रदेश): श्री राम जन्मभूमि ट्रस्ट के महासचिव चंपत राय ने कहा, "राम जन्मभूमि मंदिर में भगवान राम के 5 वर्षीय बाल रूप की पत्थर की खड़ी प्रतिमा 4 फीट 3 इंज का निर्माण अयोध्या के 3 तीन स्थानों पर किया जा रहा है। तीन कारीगर इसे तीन अलग-अलग पत्थरों में बना रहे… pic.twitter.com/2ofrzImaov

    — ANI_HindiNews (@AHindinews) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে হোয়াটসঅ্য়াপে, চিঠিতে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। সাধু, পুরোহিত, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক, আইনজীবী, বিজ্ঞানী, কবি, গায়ক, পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপকদের কাছেও যাচ্ছে আমন্ত্রণপত্র। শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন, যে 50টি দেশ থেকে এই অনুষ্ঠানের জন্য ডাকার চেষ্টা করা হচ্ছে। এজন্য বিরাট রান্নার ব্যবস্থা করা হবে। মন্দির চত্বরে থাকবে কড়া নিরাপত্তার ব্যবস্থা। তবে ভিএইচপির তরফে বলা হয়েছে, " ওই দিন আপনারা দেশের যে প্রান্তেই থাকুন না-কেন কাছাকাছি থাকা মন্দিরে পুজো দেবেন।"

দুরদর্শনে সরাসরি দেখা যাবে অযোধ্য়ার অনুষ্ঠান। আগামী 31ডিসেম্বরের মধ্য়ে কাজ শেষ করার জন্য় সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকার সমগ্র রাজ্যে রামায়ণ, রামচরিতমানস ও হনুমান চালিসা পাঠের আয়োজন করবে। একটানা 10 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। সূত্রের খবর, রাম মন্দিরে থাকবে রামলালার তিন বিশেষ বিগ্রহ। বিগ্রহ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। যেখানে এই বিগ্রহ তৈরির কাজ চলছে সেখানে কারও প্রবেশের অনুমতি নেই।

আরও পড়ুন:

  1. রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা-কংগ্রেস, অভিযোগ অমিত শাহের
  2. রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বিশেষ উদ্যোগে আরএসএসের, বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ
  3. রাম মন্দির নির্মাণের আগেই 5 রেলব্রিজ অযোধ্যায়, 70 একর জমিতে হচ্ছে পার্কিং স্থল

অযোধ্যা, 7 ডিসেম্বর: আর কয়েকটা দিন, তারপরই পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে অযোধ্য়ার রাম মন্দিরের দরজা ৷ আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের উদ্বোধনে 7 হাজার আমন্ত্রণ পাঠানো হয়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদের। এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি-সহ অনেকেই ৷

সূত্রের খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন গৌতম আদানি, মুকেশ আম্বানি, রতন টাটা, অক্ষয় কুমাররা ৷ সূত্রের আরও খবর, ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ অতিথিদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আগামী বছরের 22 জানুয়ারির এই মেগা ইভেন্টকে ঘিরে প্রস্তুতি পুরোদমে চলছে। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে দাবি, যে সমস্ত সাংবাদিকরা এই রামমন্দির তৈরিতে পাশে থেকেছেন তাঁরা ওইদিন আমন্ত্রিত হিসাবে থাকতে পারে ৷ এছাড়াও সারাদেশ থেকে 4 হাজার সাধু-ঋষিকে ডাকা হয়েছে। আমন্ত্রণ পত্রে সাধু-সন্তদের রাম মন্দির উদ্বোধনের আগেই তথা 21 জানুয়ারির আগে অযোধ্য়ায় পৌঁছতে অনুরোধ করা হয়েছে। দেরিতে পৌঁছলে তাঁরা অসুবিধায় পড়তে পারেন বলে উল্লেখ করা হয়েছে আমন্ত্রণপত্রে।

  • #WATCH अयोध्या (उत्तर प्रदेश): श्री राम जन्मभूमि ट्रस्ट के महासचिव चंपत राय ने कहा, "राम जन्मभूमि मंदिर में भगवान राम के 5 वर्षीय बाल रूप की पत्थर की खड़ी प्रतिमा 4 फीट 3 इंज का निर्माण अयोध्या के 3 तीन स्थानों पर किया जा रहा है। तीन कारीगर इसे तीन अलग-अलग पत्थरों में बना रहे… pic.twitter.com/2ofrzImaov

    — ANI_HindiNews (@AHindinews) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে হোয়াটসঅ্য়াপে, চিঠিতে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। সাধু, পুরোহিত, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক, আইনজীবী, বিজ্ঞানী, কবি, গায়ক, পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপকদের কাছেও যাচ্ছে আমন্ত্রণপত্র। শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন, যে 50টি দেশ থেকে এই অনুষ্ঠানের জন্য ডাকার চেষ্টা করা হচ্ছে। এজন্য বিরাট রান্নার ব্যবস্থা করা হবে। মন্দির চত্বরে থাকবে কড়া নিরাপত্তার ব্যবস্থা। তবে ভিএইচপির তরফে বলা হয়েছে, " ওই দিন আপনারা দেশের যে প্রান্তেই থাকুন না-কেন কাছাকাছি থাকা মন্দিরে পুজো দেবেন।"

দুরদর্শনে সরাসরি দেখা যাবে অযোধ্য়ার অনুষ্ঠান। আগামী 31ডিসেম্বরের মধ্য়ে কাজ শেষ করার জন্য় সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য সরকার সমগ্র রাজ্যে রামায়ণ, রামচরিতমানস ও হনুমান চালিসা পাঠের আয়োজন করবে। একটানা 10 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। সূত্রের খবর, রাম মন্দিরে থাকবে রামলালার তিন বিশেষ বিগ্রহ। বিগ্রহ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। যেখানে এই বিগ্রহ তৈরির কাজ চলছে সেখানে কারও প্রবেশের অনুমতি নেই।

আরও পড়ুন:

  1. রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা-কংগ্রেস, অভিযোগ অমিত শাহের
  2. রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বিশেষ উদ্যোগে আরএসএসের, বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ
  3. রাম মন্দির নির্মাণের আগেই 5 রেলব্রিজ অযোধ্যায়, 70 একর জমিতে হচ্ছে পার্কিং স্থল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.