ETV Bharat / entertainment

Ibrahim Debut Film: অভিনেতা হিসাবে পা রাখছেন বলিউডে! ভাইকে নিয়ে বড় খবর দিলেন সারা - ভাইয়ের বলিউড অভিষেকের খবর দিলেন সারা

এবার বলিউডে পা রাখতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান ৷ ছবিটির নাম 'সরজমিন' ৷ জানালেন দিদি সারা ৷

Ibrahim Debut Film
ভাইয়ের বলিউড অভিষেকের খবর দিলেন সারা
author img

By

Published : May 20, 2023, 9:26 PM IST

হায়দরাবাদ, 20 মে: সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান এখন বলিউডে অতিপরিচিত মুখ ৷ সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথম পা রাখলেন তিনি ৷ এবার সারার ভাই অর্থাৎ ইব্রাহিম আলি খান পা রাখতে চলেছেন বলিউডে ৷ এমনিতেন ক্যামেরাবাজদের কাছে যথেষ্ট জনপ্রিয় মুখ ইব্রাহিম ৷ এবার জানা গেল ইব্রাহিমকেও লঞ্চ করতে চলেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন ৷

সারা সম্প্রতি একটি ইন্টারভিউতে এই নিয়ে মুখ খুলেছেন ৷ সারা জানিয়েছেন, ভাই ইব্রাহিম ইতিমধ্য়েই একটি ছবির শ্য়ুটিংয়ের কাজ শেষ করেছেন ৷ ছবিটি পরিচালনা করবেন বোমান ইরানির ছেলে কায়োজ ইরানি। ছবিটির নাম হতে চলেছে 'সরজমিন' ৷ এই ছবিতে ইব্রাহিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন কাজল এবং মালায়ালাম স্টার পৃথ্বীরাজ সুকুমারণও ৷

ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে সারা বলেন,"আপনি জানেন ও কিছুদিন আগেই অভিনেতা হিসাবে ওর প্রথম ছবির কাজ শেষ করল, আমি তো ভাবতেই পারছি না ৷" তিনি আরও বলেন, "আমি বুঝতে পারি আমার মধ্যে ঠিক আমার মায়ের মতোই একটা হৃদয় আছে ৷ আমি যেভাবে ভাই ইব্রাহিমের সঙ্গে ব্যবহার করি সেটাই তার প্রমাণ ৷"

এর আগে ধরে নেওয়া হয়েছিল হয়তো বা পর্দার পিছনেই কাজ করবেন ইব্রাহিম ৷ কারণ কিছুদিন আগেই করণ জোহরের কাছে ছবি তৈরির কলাকৌশল শিখছিলেন তিনি ৷ করণের সহকারী হিসাবে তিনি কাজও করেছেন 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিতে ৷ এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন রণবীর সিং এবং আলিয়া ভাট ৷ 28 জুলাই পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ যদিও ইব্রাহিম অভিনীত ছবিটি কবে পর্দায় আসবে তা এখনও জানা যায়নি ৷ তবে সইফ পুত্রের দিকে তাকিয়ে থাকবেন তাঁর অসংখ্য অনুরাগীরা ৷ তাই 'সরজমিন' ছবিতে কতটা নিজেকে মেলে ধরতে পারেন তিনি সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: চল্লিশে পা জুনিয়র এনটিআরের, জেনে নিন নায়কের 'গোপন কথাটি'

হায়দরাবাদ, 20 মে: সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান এখন বলিউডে অতিপরিচিত মুখ ৷ সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথম পা রাখলেন তিনি ৷ এবার সারার ভাই অর্থাৎ ইব্রাহিম আলি খান পা রাখতে চলেছেন বলিউডে ৷ এমনিতেন ক্যামেরাবাজদের কাছে যথেষ্ট জনপ্রিয় মুখ ইব্রাহিম ৷ এবার জানা গেল ইব্রাহিমকেও লঞ্চ করতে চলেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন ৷

সারা সম্প্রতি একটি ইন্টারভিউতে এই নিয়ে মুখ খুলেছেন ৷ সারা জানিয়েছেন, ভাই ইব্রাহিম ইতিমধ্য়েই একটি ছবির শ্য়ুটিংয়ের কাজ শেষ করেছেন ৷ ছবিটি পরিচালনা করবেন বোমান ইরানির ছেলে কায়োজ ইরানি। ছবিটির নাম হতে চলেছে 'সরজমিন' ৷ এই ছবিতে ইব্রাহিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন কাজল এবং মালায়ালাম স্টার পৃথ্বীরাজ সুকুমারণও ৷

ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে সারা বলেন,"আপনি জানেন ও কিছুদিন আগেই অভিনেতা হিসাবে ওর প্রথম ছবির কাজ শেষ করল, আমি তো ভাবতেই পারছি না ৷" তিনি আরও বলেন, "আমি বুঝতে পারি আমার মধ্যে ঠিক আমার মায়ের মতোই একটা হৃদয় আছে ৷ আমি যেভাবে ভাই ইব্রাহিমের সঙ্গে ব্যবহার করি সেটাই তার প্রমাণ ৷"

এর আগে ধরে নেওয়া হয়েছিল হয়তো বা পর্দার পিছনেই কাজ করবেন ইব্রাহিম ৷ কারণ কিছুদিন আগেই করণ জোহরের কাছে ছবি তৈরির কলাকৌশল শিখছিলেন তিনি ৷ করণের সহকারী হিসাবে তিনি কাজও করেছেন 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিতে ৷ এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন রণবীর সিং এবং আলিয়া ভাট ৷ 28 জুলাই পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ যদিও ইব্রাহিম অভিনীত ছবিটি কবে পর্দায় আসবে তা এখনও জানা যায়নি ৷ তবে সইফ পুত্রের দিকে তাকিয়ে থাকবেন তাঁর অসংখ্য অনুরাগীরা ৷ তাই 'সরজমিন' ছবিতে কতটা নিজেকে মেলে ধরতে পারেন তিনি সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: চল্লিশে পা জুনিয়র এনটিআরের, জেনে নিন নায়কের 'গোপন কথাটি'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.