হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: জন্মাষ্টমীর পূণ্যতিথিতে সকাল সকাল ভক্তদের উন্মাদনা দুটি সমান্তরাল ভাগে ভাগ হয়ে গিয়েছে ৷ দু'দলই দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিল তাদের ভগবানকে দেখার জন্য ৷ দু'দলই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে দরজার বাইরে ৷ অবশেষে প্রতীক্ষার অবসান হল ৷ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে খুলে গেল রাধা-কৃষ্ণ মন্দিরের দরজা । খুলেছে সিনেমা হলের দরজাও ৷ যাঁরা কৃষ্ণ ভক্ত তাঁরা সকালে ভিড় করেছেন বিভিন্ন মন্দির চত্বরে ৷ আর যাঁরা শাহরুখ ভক্ত তাঁরা সকাল হতেই হাজির দেখতে ফার্স্ট ডে ফার্স্ট শো ৷ কারণ মুক্তি পেয়েছে জওয়ান ৷ অ্যাটলি পরিচালিত 'মাস মুভি' দেখার পর দর্শকের রিঅ্যাকশনে ভরে গিয়েছে নেটপাড়া ৷ হ্যাশট্যাগ জওয়ান রিভিউ-তে একবাক্যে সকলেই স্বীকার করেছেন পাঠান-এর পর শাহরুখের জওয়ান-ও 'এ' ক্লাস ছবি ৷
বলিউডি ছবির ইতিহাসে প্রথমবার ভোর পাঁচটায় কোনও সিনেমা প্রেক্ষাগৃহে শো পেয়েছে ৷ কলকাতা প্রথম শহর, যেখানে শাহরুখের জওয়ান দেখতে ভোর থেকে প্রেক্ষাগৃহের বাইরে দেখা গিয়েছে অনুরাগীদের উন্মাদনা ৷ অন্য শহরেও ছবিটা প্রায় একই রকম ৷ ছবি দেখার পর এক অনুরাগী সোশাল মিডিয়ায় লিখেছেন, "শতকের সেরা ছবিটা দেখলাম ৷ সবাইকে একটা কথাই বলতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত এই ছবি অতুলনীয় ৷ আর শাহরুখ খানের অভিনয় ভোলার মতো নয় ৷ এক কথায় অনবদ্য ৷ অবশ্যই জওয়ান দেখা উচিত ৷"
আর এক অনুরাগী সিনেমা দেখতে দেখতেই সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ৷ লিখেছেন, "উত্তেজনার সুনামি বয়ে যাচ্ছে ৷ একঘণ্টা দেখা হয়ে গিয়েছে ৷ আমরাই প্রথম যাঁরা নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহে বসে জওয়ান দেখছি ৷ বি রেডি ৷" নিউজিল্যান্ডের অন্য এক অনুরাগীও লিখেছেন, "কথা বলার ভাষা পাচ্ছি না ৷ এক ঘণ্টা দেখা হয়ে গেল ৷ হোয়াট আ রাই়ড! এটা এমন এক অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা যাবে না ৷" আমেরিকান ব়্যাপার ও সঙ্গীতশিল্পী রাজা কুমারি এই ছবি দেখে জানিয়েছেন, স্ক্রিন জুড়ে শুধুই শাহরুখ ম্যাজিক ছিল ৷ তিনি বলেন, "আমি সিনেমাটা দেখার সময় কেঁদেছি আর চিৎকার করেছি ৷"
আরও পড়ুন: কালী পুজো থেকে পোস্টার হাতে মিছিল, 'জওয়ান' মুক্তির দিনে শাহরুখ-আবেগে ভাসছে দেশ
উল্লেখ্য, বুধবারই যশ রাজ স্টুডিয়োতে 'জওয়ান'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছিল ৷ উপস্থিত ছিলেন একঝাঁক তারকা ৷ শাহরুখ খান, বিজয় সেতুপথি ও নয়নতারা অভিনীত অ্যাকশন ও ড্রামায় ভরপুর ছবিটিকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা দেখে আশা করাই যায়, প্রথমদিনেই 100 কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে অ্যাটলির 'জওয়ান' ৷