কলকাতা, 17 জুন : বেশ অনেক বছরের বিরতির পর ফের একবার পরিচালনায় ফিরলেন 'সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট'-এর ডিন অশোক বিশ্বনাথন । তিনি বানাচ্ছেন নতুন ছবি ‘হেমন্তের অপরাহ্নে’ (Ashok Viswanathan New Film Hemonter Aporanhe)। ছবিতে তুলে ধরা হবে মঞ্চের গল্প । এই প্রজন্মের তিনজন অভিনেতাকে দেখা যাবে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে । রয়েছেন অশোক বিশ্বনাথনের কন্যা অনুষা বিশ্বনাথন, মেঘলা দাশগুপ্ত এবং ঋতব্রত মুখোপাধ্যায়।
এ ছাড়াও অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিদিপ্তা চক্রবর্তী, সোহিনী দাশগুপ্ত এবং মডেল সৌম্যশ্রী । তাছাড়া নাটকের আনকোরা মুখ সত্যপ্রিয়ও এবার আসছেন পর্দায় । বাবার পরিচালনায় কাজ করতে পেরে খুশি অনুষা বিশ্বনাথন । ইটিভি ভারত-কে তিনি বলেন, "বাবার পরিচালনায় কাজ করছি এটা তো আনন্দের বটেই । বাবা খুঁটিনাটি সবকিছু জানে । ভীষণ গোছানো একজন মানুষ । ভীষণ পার্টিক্যুলার যে কোনও ব্যাপারে । সময়ের আগে স্পটে পৌঁছে যায় । সবটা রেডি করে নেন নিজের চাহিদা অনুযায়ী । "
বাবা পরিচালক হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছেন অনুষা ? তাঁর জবাব, "একেবারেই না। বরং কলটাইম পরে থাকলেও বাবা আগে নিয়ে বেরিয়ে যাচ্ছেন আমায় । এতে সুবিধাও হচ্ছে অবশ্য । আমি অন্যদের কাজগুলোও দেখতে পারছি ।" আর বকুনি ? অনুষার জবাব, " সে তো কাজ করতে গেলে সবাই কম বেশি খায় বকুনি । আমিও খাচ্ছি । কাজ প্রায় শেষ । সামান্য বাকি আছে ।"
প্রসঙ্গত, অনুষা অভিনীত 'অপরাজিত' সব রেকর্ড ব্রেক করে এগিয়ে চলেছে । সেখানে উমার চরিত্রে অভিনয় করেছেন অনুষা । ফের পুরনো বন্ধুদের সঙ্গে কাজ করতে পেরে খুশি বিরসা-বিদীপ্তা কন্যা মেঘলা । বেশ কয়েকবার ঋতব্রত এবং অনুষার সঙ্গে নাটকে মঞ্চ ভাগ করেছেন মেঘলা । এই ছবির কাহিনিও লিখেছেন অশোক বিশ্বনাথন নিজেই ।
গল্পের দিকে তাকালে দেখা যায়, সুধীনবাবু একজন অবসরপ্রাপ্ত প্রৌঢ় ভদ্রলোক । তিনি একাই থাকেন, তাঁর স্ত্রীর মৃত্যুর পর থেকে । পুত্র বাইরে থাকে এবং খুব একটা খবরও নেয় না বাবার । অকস্মাৎই একদিন, দরজায় কারা যেন ধাক্কা দেয় । পাড়ার ছেলেরা সুধীনবাবুকে তাদের 'পথিকৃৎ' নামক নাট্য দলের একটি নতুন নাটকে অভিনয় করার জন্য আমন্ত্রণ জানায় । বিশেষ করে রাজেশ নামের একটি ছেলে তাকে যোগ দেবার জন্য বেশি করে চাপ দেয় । অপ্রস্তুত এবং আশ্চর্য সুধীনবাবু, কিছুটা নিমরাজি হয়ে মহরায় পৌঁছে যান । সেখানে তাঁর পরিচয় হয় প্রখ্যাত চিত্র পরিচালক এবং নাট্যাভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে ।
আরও পড়ুন: যুদ্ধ নয় শান্তির বার্তা দিতে নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির অনুপ , প্রদ্যুৎ এবং কিশোর
অডিশনে খুব একটা সফল না হলেও, বিশ্বজিৎবাবু সুধীনবাবুকে অভিনয়ের জন্য নির্বাচন করেন । আসলে, সুধীনবাবুর চোখে সব সময় একটা মিষ্টি হাসি লেগে থাকে, সেটাই নাকি পরিচালককে আকৃষ্ট করে । পাড়ার এই দলটি নিয়মিত নাটক করে এবং বিশ্বজিৎবাবুর মতো প্রখ্যাত পরিচালককে প্রায়ই আমন্ত্রণ জানায় নির্দেশনার জন্য । এরপর কাহিনি গড়ায় আরও নানাদিকে । বহু চরিত্রের আগমন ঘটে । সেই সব বলে দিলে ছবিটি দেখার আগ্রহ থাকবে না দর্শকের । বড় পর্দার জন্য তৈরি হচ্ছে এই ছবি। শ্য়ুটিং প্রায় শেষ । সামান্য কাজ বাকি আছে বলে জানিয়েছেন পরিচালককন্যা অনুষা বিশ্বনাথন ।