ETV Bharat / entertainment

Aryan Khan: এবার মদের ব্যবসায় শাহরুখ-পুত্র আরিয়ান - aryan khan business

বলিউডে ডেবিউ করার ঘোষণা আগেই করেছিলেন ৷ এ বার জানা গেল, তার পাশাপাশি মদের ব্যবসাও শুরু করছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)৷ দেশে তিনি একটা ভদকার ব্র্যান্ড (Aryan Khan Vodka Brand) আনতে চলেছেন ৷

aryan-khan-set-to-launch-vodka-brand-in-india
দেশে ভদকার নতুন ব্র্যান্ড আনছেন শাহরুখ-পুত্র আরিয়ান
author img

By

Published : Dec 13, 2022, 2:29 PM IST

Updated : Dec 13, 2022, 2:41 PM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: বলিউডের সুপারস্টার শাহরুখ খান গত তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন । এখন তাঁর সন্তানরা বড় হয়েছেন এবং তাঁদের কর্মজীবনে মনোযোগ দিচ্ছেন । বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখের ছেলে আরিয়ান (Aryan Khan) ও মেয়ে সুহানা খান । পাশাপাশি আরিয়ান শুরু করছেন মদের ব্যবসা ৷ তিনি দেশে ভদকার একটি নতুন ব্র্যান্ড (Aryan Khan Vodka Brand) চালু করছেন । এ জন্য একটি মদের কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান খান ।

ভারতে আরিয়ানের ভদকা !

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, 25 বছর বয়সি আরিয়ান খান ভারতে একটি প্রিমিয়াম ভদকার ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন । তিনি তাঁর ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে এই কাজটি করবেন । এ জন্য আরিয়ান খান এবং তাঁর সহযোগীরা বিশ্বের সবচেয়ে বড় মদ উৎপাদক কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন (Aryan Khan Vodka Brand in India)।

সংবাদমাধ্যমে এও খবর যে, আরিয়ান খান এবং তাঁর দুই পার্টনার (বান্টি সাজদেহ এবং লেটি ব্লাজিওভা) এই ব্যবসায় একসঙ্গে কাজ করছেন । এর জন্য তিনি স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি কোম্পানিও খুলেছেন ৷ যার এবি ইনবেভ (Anheuser-Busch InBev)-এর সঙ্গে অংশীদারিত্ব রয়েছে । এই নতুন মদের ব্যবসা নিয়ে একটি সাক্ষাত্কারে আরিয়ান বলেছেন, "আমরা ভেবেছিলাম যে বর্তমানে এতে কিছু নেই, তবে এটি আমার জন্য একটি সুযোগের মতো ।"

বলিউডেও কাজ করবেন আরিয়ান

আরিয়ান খান তাঁর প্রথম বলিউড প্রজেক্টের কথা 6 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন । একটি স্ক্রিপ্ট শেয়ার করে বলিউডে অভিষেকের কথা ঘোষণা করেন তিনি । পোস্টটি শেয়ার করে আরিয়ান ক্যাপশনে লেখেন, স্ক্রিপ্টটি শেষ হয়েছে এবং এখন অ্যাকশন বলার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ছে । নিজের হোম প্রোডাকশন রেড চিলিজ থেকে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে । অনেক বলিউড সেলিব্রিটিও আরিয়ানকে তাঁর এই যাত্রাশুরুর পথে অভিনন্দন জানিয়েছেন ।

খুশি আরিয়ানের বাবা-মা

আরিয়ান খানের এই পোস্টে তাঁর বাবা শাহরুখ খান ও মা গৌরী খানও কমেন্ট করেছেন । কিং খান তাঁর মন্তব্যে লিখেছেন, "বাহ... ভাবতে থাকুন...বিশ্বাস রাখুন...স্বপ্ন সত্যি হয়েছে, এখন সাহস...শুভকামনা । এটা সবসময় স্পেশাল..."

আরিয়ানের মা গৌরী খান ছেলের বলিউডে অভিষেক নিয়ে লিখেছেন, "দেখার জন্য অপেক্ষা করতে পারছি না ৷" তাঁরা ছাড়াও অন্যান্য চলচ্চিত্র তারকারাও বলিউডে অভিষেক নিয়ে অভিনন্দন জানিয়েছেন আরিয়ান খানকে । অপরদিকে, শাহরুখ খানের মেয়ে সুহানাও শীঘ্রই জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন ।

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: বলিউডের সুপারস্টার শাহরুখ খান গত তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন । এখন তাঁর সন্তানরা বড় হয়েছেন এবং তাঁদের কর্মজীবনে মনোযোগ দিচ্ছেন । বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখের ছেলে আরিয়ান (Aryan Khan) ও মেয়ে সুহানা খান । পাশাপাশি আরিয়ান শুরু করছেন মদের ব্যবসা ৷ তিনি দেশে ভদকার একটি নতুন ব্র্যান্ড (Aryan Khan Vodka Brand) চালু করছেন । এ জন্য একটি মদের কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান খান ।

ভারতে আরিয়ানের ভদকা !

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, 25 বছর বয়সি আরিয়ান খান ভারতে একটি প্রিমিয়াম ভদকার ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন । তিনি তাঁর ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে এই কাজটি করবেন । এ জন্য আরিয়ান খান এবং তাঁর সহযোগীরা বিশ্বের সবচেয়ে বড় মদ উৎপাদক কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন (Aryan Khan Vodka Brand in India)।

সংবাদমাধ্যমে এও খবর যে, আরিয়ান খান এবং তাঁর দুই পার্টনার (বান্টি সাজদেহ এবং লেটি ব্লাজিওভা) এই ব্যবসায় একসঙ্গে কাজ করছেন । এর জন্য তিনি স্ল্যাব ভেঞ্চার্স নামে একটি কোম্পানিও খুলেছেন ৷ যার এবি ইনবেভ (Anheuser-Busch InBev)-এর সঙ্গে অংশীদারিত্ব রয়েছে । এই নতুন মদের ব্যবসা নিয়ে একটি সাক্ষাত্কারে আরিয়ান বলেছেন, "আমরা ভেবেছিলাম যে বর্তমানে এতে কিছু নেই, তবে এটি আমার জন্য একটি সুযোগের মতো ।"

বলিউডেও কাজ করবেন আরিয়ান

আরিয়ান খান তাঁর প্রথম বলিউড প্রজেক্টের কথা 6 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন । একটি স্ক্রিপ্ট শেয়ার করে বলিউডে অভিষেকের কথা ঘোষণা করেন তিনি । পোস্টটি শেয়ার করে আরিয়ান ক্যাপশনে লেখেন, স্ক্রিপ্টটি শেষ হয়েছে এবং এখন অ্যাকশন বলার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ছে । নিজের হোম প্রোডাকশন রেড চিলিজ থেকে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে । অনেক বলিউড সেলিব্রিটিও আরিয়ানকে তাঁর এই যাত্রাশুরুর পথে অভিনন্দন জানিয়েছেন ।

খুশি আরিয়ানের বাবা-মা

আরিয়ান খানের এই পোস্টে তাঁর বাবা শাহরুখ খান ও মা গৌরী খানও কমেন্ট করেছেন । কিং খান তাঁর মন্তব্যে লিখেছেন, "বাহ... ভাবতে থাকুন...বিশ্বাস রাখুন...স্বপ্ন সত্যি হয়েছে, এখন সাহস...শুভকামনা । এটা সবসময় স্পেশাল..."

আরিয়ানের মা গৌরী খান ছেলের বলিউডে অভিষেক নিয়ে লিখেছেন, "দেখার জন্য অপেক্ষা করতে পারছি না ৷" তাঁরা ছাড়াও অন্যান্য চলচ্চিত্র তারকারাও বলিউডে অভিষেক নিয়ে অভিনন্দন জানিয়েছেন আরিয়ান খানকে । অপরদিকে, শাহরুখ খানের মেয়ে সুহানাও শীঘ্রই জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন ।

Last Updated : Dec 13, 2022, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.