ETV Bharat / entertainment

Shabana on Arranged Marriage: অ্যারেঞ্জড ম্যারেজ মানেই অতীতের বিষয়, তা নয়; নতুন ছবি নিয়ে মত শাবানার - শাবানা আজমি

অ্যারেঞ্জড ম্যারেজ মানেই যে তা অতীতের বিষয়, এমনটা নয় ৷ তাঁর নতুন ছবি "হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?" নিয়ে এমনই মত শাবানা আজমির (Shabana on Arranged Marriage)৷

Shabana Azmi ETV Bharat
শাবানা আজমি
author img

By

Published : Mar 3, 2023, 7:52 PM IST

লন্ডন, 3 মার্চ: শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে শেখর কাপুর পরিচালিত ছবি "হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?" এই রোম্যান্টিক কমেডিতে মুখ্য চরিত্রে অভিনয় করা শাবানা আজমি (Shabana Azmi on new film) ছবির বিষয়বস্তু সম্পর্কে আভাস দিলেন দর্শকদের ৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর মতে, লন্ডনে শ্যুট করা এই ছবি অ্যারেঞ্জড ম্যারেজ (Arranged marriage) সম্পর্কে দর্শকদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করবে ৷

"হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?" (What's Love Got To Do With It) - এই ছবির গল্প আবর্তিত হয়েছে অ্যারেঞ্জড ম্যারেজ অর্থাৎ দেখাশোনা করে বিয়ে নিয়ে ৷ ব্রিটিশ লেখক-প্রযোজক জেমিমা খান পাকিস্তানে তাঁর নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে স্ক্রিপ্টটি তৈরি করেছেন । ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা । শাবানা আজমি (Shabana on Arranged Marriage) আয়েশার চরিত্রে অভিনয় করেছেন ৷ যিনি হলেন চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্রের মা যিনি লন্ডনে থাকেন এবং দেখাশোনা করে ছেলের বিয়ে দিতে চান ৷

শাবানা আজমি পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "প্রথমত, এই ছবি ঐতিহ্যগত অর্থে অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে নয়, যেমনটি আমরা বুঝি । এটি একটি অ্যারেঞ্জড ম্যারেজের মতো, যা মূলত দম্পতিকে দেখা করতে সহায়তা করে এবং তারপরে এই বিয়ে তাদের পছন্দের উপরই নির্ভর করে ৷" তাঁর মতে, অ্যারেঞ্জড ম্যারেজ মানেই অতীতের বিষয়, এমনটা নয় ৷

আরও পড়ুন: নয়া লুকে হাজির নোরা, মার্কিন মুলুক থেকে মোহিত করলেন ফ্যানেদের

শাবানার কথায়, এখন ঐতিহ্যগতভাবে অ্যারেঞ্জড ম্যারেজকে খুব অনগ্রগতিশীল বিষয় হিসাবে দেখা হয় ৷ তবে এই ফিল্মটি যা বলার চেষ্টা করছে তা হল, সবাইকে একটু গভীরভাবে দেখতে হবে যে সবাই যা মিস করে তার থেকে কী উপাদান পাওয়া যেতে পারে । রসিকতা করে নয়, বরং এই ছবি অ্যারেঞ্জড ম্যারেজকে খুব স্নেহের সঙ্গে দেখিয়েছে বলে জানালেন শাবানা আজমি ৷ তাঁর মতে, এটাই স্ক্রিপ্টের সাফল্য ৷ ছবিটি গত সপ্তাহ থেকে ব্রিটেনের প্রেক্ষাগৃহে চলছে ৷

লন্ডন, 3 মার্চ: শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে শেখর কাপুর পরিচালিত ছবি "হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?" এই রোম্যান্টিক কমেডিতে মুখ্য চরিত্রে অভিনয় করা শাবানা আজমি (Shabana Azmi on new film) ছবির বিষয়বস্তু সম্পর্কে আভাস দিলেন দর্শকদের ৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর মতে, লন্ডনে শ্যুট করা এই ছবি অ্যারেঞ্জড ম্যারেজ (Arranged marriage) সম্পর্কে দর্শকদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করবে ৷

"হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?" (What's Love Got To Do With It) - এই ছবির গল্প আবর্তিত হয়েছে অ্যারেঞ্জড ম্যারেজ অর্থাৎ দেখাশোনা করে বিয়ে নিয়ে ৷ ব্রিটিশ লেখক-প্রযোজক জেমিমা খান পাকিস্তানে তাঁর নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে স্ক্রিপ্টটি তৈরি করেছেন । ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা । শাবানা আজমি (Shabana on Arranged Marriage) আয়েশার চরিত্রে অভিনয় করেছেন ৷ যিনি হলেন চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্রের মা যিনি লন্ডনে থাকেন এবং দেখাশোনা করে ছেলের বিয়ে দিতে চান ৷

শাবানা আজমি পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "প্রথমত, এই ছবি ঐতিহ্যগত অর্থে অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে নয়, যেমনটি আমরা বুঝি । এটি একটি অ্যারেঞ্জড ম্যারেজের মতো, যা মূলত দম্পতিকে দেখা করতে সহায়তা করে এবং তারপরে এই বিয়ে তাদের পছন্দের উপরই নির্ভর করে ৷" তাঁর মতে, অ্যারেঞ্জড ম্যারেজ মানেই অতীতের বিষয়, এমনটা নয় ৷

আরও পড়ুন: নয়া লুকে হাজির নোরা, মার্কিন মুলুক থেকে মোহিত করলেন ফ্যানেদের

শাবানার কথায়, এখন ঐতিহ্যগতভাবে অ্যারেঞ্জড ম্যারেজকে খুব অনগ্রগতিশীল বিষয় হিসাবে দেখা হয় ৷ তবে এই ফিল্মটি যা বলার চেষ্টা করছে তা হল, সবাইকে একটু গভীরভাবে দেখতে হবে যে সবাই যা মিস করে তার থেকে কী উপাদান পাওয়া যেতে পারে । রসিকতা করে নয়, বরং এই ছবি অ্যারেঞ্জড ম্যারেজকে খুব স্নেহের সঙ্গে দেখিয়েছে বলে জানালেন শাবানা আজমি ৷ তাঁর মতে, এটাই স্ক্রিপ্টের সাফল্য ৷ ছবিটি গত সপ্তাহ থেকে ব্রিটেনের প্রেক্ষাগৃহে চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.