ETV Bharat / entertainment

Arjun Singh: মদন মিত্র, পার্থ ভৌমিকের পর এবার পর্দায় অর্জুন সিং ! থাকতে পারেন সোহেলের 'ব্যারাকপুর' সিরিজে

Arjun Singh may feature in Barrackpore Webseries: মদন মিত্র ও পার্থ ভৌমিকের পর এ বার পর্দায় দেখা যেতে পারে অর্জুন সিং-কে ৷ তিনি থাকতে পারেন সোহেল দত্তের 'ব্যারাকপুর' সিরিজে ৷

Arjun Singh in Barrackpore webseries
'ব্যারাকপুর' সিরিজে অর্জুন সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:31 PM IST

Updated : Sep 26, 2023, 4:06 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: কামারহাটির বিধায়ক মদন মিত্র ও রাজ্যের সেচ ও জল পরিবহণ মন্ত্রী পার্থ ভৌমিক আগেই পা রেখেছেন টলিউডে । এ বার সেই পথে হাঁটার সম্ভাবনা সাংসদ অর্জুন সিং-এর । আসছে নতুন ওয়েব সিরিজ 'ব্যারাকপুর'। সেই সিরিজে অর্জুন সিং-এর থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সামনে এল সিরিজের ফার্স্ট লুক । আজ ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মুখ্য অভিনেতা সোহেল দত্ত এবং অর্জুন সিং স্বয়ং ।

সোহেল দত্তর প্রযোজনাতেই আসবে এই সিরিজ । তবে, কে এই সিরিজের পরিচালক তা এই মুহূর্তে গোপনই রেখেছেন সোহেল । চরিত্রাভিনেতাদের তালিকাতেও থাকবে চমক, ইটিভি ভারতের প্রতিনিধিকে এমনটাই জানিয়েছেন সোহেল দত্ত ।

Arjun Singh
সোহেলের পাশে অর্জুন

সোহেল বলেন, "ব্যারাকপুর হল একটা ঐতিহাসিক গুরুত্ব নির্ভর জায়গা । ব্যারাকপুরের নাম জানে না এমন মানুষ নেই বললেই চলে । স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও জড়িয়ে আছে এই জায়গার নাম । একইভাবে অনেক ভালো এবং খারাপ ঘটনার সাক্ষী এই ব্যারাকপুর । সেই সব দিকই উঠে আসবে এই সিরিজে ।"

রাজ চক্রবর্তীও ব্যারাকপুর নিয়ে রিসার্চ করছেন । কথা বলেছেন বাম সাংসদ তড়িৎ তোপদারের সঙ্গেও । কানাঘুষো চলছে যে, তিনিও বানাতে পারেন ব্যারাকপুর নিয়ে কোনও সিরিজ কিংবা সিনেমা । এই প্রসঙ্গে অভিনেতা সোহেল বলেন, "রাজদা বানাতেই পারেন । তবে এখনও নিশ্চিত করে উনি কারওকে কিছু জানাননি । আমরা অনেকদিন ধরেই ব্যারাকপুরের গল্প নিয়ে কিছু সিরিজ বানানোর কথা ভাবছি । আজ তা আনুষ্ঠানিকভাবে জানালাম । আমাদের সিরিজের সঙ্গে রাজদা'র কোনও সম্পর্ক নেই । আর ব্যারাকপুর নিয়ে কোনও কাজ হলে সেখানে অর্জুন কাকা (সিং) থাকবেন না এমনটা হতে পারে না । ওঁর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ।"

সিরিজে ব্যারাকপুরের জানা-অজানা কাহিনি উঠে আসবে, তাই খুশি অর্জুন সিং । তিনি বলেন, "ব্যারাকপুরের খারাপ দিক যেমন আছে, ভালো দিকও আছে । সোহেলের উচিত দুটি দিকই তুলে ধরা । শুধু বদনাম করলে হবে না । আমি আশা রাখি, সোহেল সবটা রিসার্চ করে তারপর কাজে হাত দেবে ।"

জানা গেল, ব্যারাকপুরের ইতিহাস থেকে ব্যারাকপুরের দাদাবৌদির বিরিয়ানি সবই উঠে আসবে সিরিজে । গল্পের চরিত্রের সঙ্গে বেশ কিছু সত্যিকারের চরিত্রের মিল খুঁজে পাবেন দর্শক, এমনটাই জানিয়েছেন সোহেল । বাকিটা সময় বলবে । খুব শীঘ্রই শুরু হবে এই সিরিজের শুটিং ৷

আরও পড়ুন: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও

কলকাতা, 26 সেপ্টেম্বর: কামারহাটির বিধায়ক মদন মিত্র ও রাজ্যের সেচ ও জল পরিবহণ মন্ত্রী পার্থ ভৌমিক আগেই পা রেখেছেন টলিউডে । এ বার সেই পথে হাঁটার সম্ভাবনা সাংসদ অর্জুন সিং-এর । আসছে নতুন ওয়েব সিরিজ 'ব্যারাকপুর'। সেই সিরিজে অর্জুন সিং-এর থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সামনে এল সিরিজের ফার্স্ট লুক । আজ ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মুখ্য অভিনেতা সোহেল দত্ত এবং অর্জুন সিং স্বয়ং ।

সোহেল দত্তর প্রযোজনাতেই আসবে এই সিরিজ । তবে, কে এই সিরিজের পরিচালক তা এই মুহূর্তে গোপনই রেখেছেন সোহেল । চরিত্রাভিনেতাদের তালিকাতেও থাকবে চমক, ইটিভি ভারতের প্রতিনিধিকে এমনটাই জানিয়েছেন সোহেল দত্ত ।

Arjun Singh
সোহেলের পাশে অর্জুন

সোহেল বলেন, "ব্যারাকপুর হল একটা ঐতিহাসিক গুরুত্ব নির্ভর জায়গা । ব্যারাকপুরের নাম জানে না এমন মানুষ নেই বললেই চলে । স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও জড়িয়ে আছে এই জায়গার নাম । একইভাবে অনেক ভালো এবং খারাপ ঘটনার সাক্ষী এই ব্যারাকপুর । সেই সব দিকই উঠে আসবে এই সিরিজে ।"

রাজ চক্রবর্তীও ব্যারাকপুর নিয়ে রিসার্চ করছেন । কথা বলেছেন বাম সাংসদ তড়িৎ তোপদারের সঙ্গেও । কানাঘুষো চলছে যে, তিনিও বানাতে পারেন ব্যারাকপুর নিয়ে কোনও সিরিজ কিংবা সিনেমা । এই প্রসঙ্গে অভিনেতা সোহেল বলেন, "রাজদা বানাতেই পারেন । তবে এখনও নিশ্চিত করে উনি কারওকে কিছু জানাননি । আমরা অনেকদিন ধরেই ব্যারাকপুরের গল্প নিয়ে কিছু সিরিজ বানানোর কথা ভাবছি । আজ তা আনুষ্ঠানিকভাবে জানালাম । আমাদের সিরিজের সঙ্গে রাজদা'র কোনও সম্পর্ক নেই । আর ব্যারাকপুর নিয়ে কোনও কাজ হলে সেখানে অর্জুন কাকা (সিং) থাকবেন না এমনটা হতে পারে না । ওঁর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ।"

সিরিজে ব্যারাকপুরের জানা-অজানা কাহিনি উঠে আসবে, তাই খুশি অর্জুন সিং । তিনি বলেন, "ব্যারাকপুরের খারাপ দিক যেমন আছে, ভালো দিকও আছে । সোহেলের উচিত দুটি দিকই তুলে ধরা । শুধু বদনাম করলে হবে না । আমি আশা রাখি, সোহেল সবটা রিসার্চ করে তারপর কাজে হাত দেবে ।"

জানা গেল, ব্যারাকপুরের ইতিহাস থেকে ব্যারাকপুরের দাদাবৌদির বিরিয়ানি সবই উঠে আসবে সিরিজে । গল্পের চরিত্রের সঙ্গে বেশ কিছু সত্যিকারের চরিত্রের মিল খুঁজে পাবেন দর্শক, এমনটাই জানিয়েছেন সোহেল । বাকিটা সময় বলবে । খুব শীঘ্রই শুরু হবে এই সিরিজের শুটিং ৷

আরও পড়ুন: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও

Last Updated : Sep 26, 2023, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.