কলকাতা, 17 জুলাই: পরিচালক অরিন্দম শীল এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী একাধিক ছবির কাজ নিয়ে ৷ এর আগেই 'জঙ্গলে মিতিন মাসি' ছবির শুটিং শেষ করেছেন তিনি ৷ সোমবার আরও একটি সুখবর দিলেন তিনি ৷ জানালেন, শেষ হয়েছে তাঁর 'ঊনিশে এপ্রিল'-এর কাজও ৷ এদিন শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অরিন্দম ৷
অভিনেতা লেখেন, "ভালোবাসা আর প্যাশন দিয়ে মোড়া ঊনিশে এপ্রিল-এর শুটিং শেষ হল ৷ আমার টিমের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ৷" এই প্রজেক্টে অরিন্দমের সঙ্গে কাজ করেছেন অভিনেতা আরিফিন শুভ ৷ ওপার বাংলার এই অভিনেতার সঙ্গে কাজের বেশকিছু ছবি এদিন শেয়ার করেন পরিচালক ৷ কাহিনিতে আরও রয়েছেন সাহেব চট্টোপাধ্য়ায়, অঙ্কিতা চক্রবর্তী, অনুরাধা, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায়, অমিত সাহার মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ 'ঊনিশে এপ্রিল' কবে আসছে পর্দায় তা নিয়ে কোনও তথ্য় অবশ্য় মেলেনি ৷
অরিন্দমের ছবিতে কাজ করা তাঁর কাছে এক প্রাপ্তি ৷ প্রণামের যে ইমোটিকন শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন শুভ, তার অর্থ এটাই ৷ অরিন্দম ছবির কাজ শুরু করে ছিলেন মাত্র দু'সপ্তাহ আগেই ৷ তিনি জানিয়েছিলেন, বিশ্রামের কোনও সময় নেই ৷ তিনি শুধুই কাজের মধ্য়ে নিজেকে ছড়িয়ে দিতে চান ৷
আরও পড়ুন: এবার পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন ঊর্বশী, উড়ে গেলেন ভোপাল
অরিন্দমের 'জঙ্গলে মিতিন মাসি' ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী পুজোয় ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে ছবির একাধিক পোস্টার ৷ ছবিতে মিতিনের ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক ৷ চোরা শিকার এবং হাতির দাঁতের চোরাপাচারের কাহিনি নিয়েই গড়ে উঠেছে সুচিত্রা ভট্টাচার্যের এই কাহিনি ৷ সেই কাহিনিকেই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অরিন্দম ৷ তাঁর শেষ কাজ ছিল 'সাবাশ ফেলুদা' ৷ এই সিরিজ নিয়ে শোরগোল শুরু হয়েছিল সমালোচকদের মধ্যে ৷ ফেলুদাকে যেভাবে তুলে ধরেছিলেন পরিচালক, তা অনেকেরই পছন্দ হয়নি ৷