ETV Bharat / entertainment

Arindam Sil on Shabash Feluda: 'ফেলুদাকে যুগোপযোগী করতে আগামীতেও নারী চরিত্র আসবে', মত অরিন্দম শীলের - web series shabash feluda

আবারও ওটিটিতে ধরা দিল বাঙালির সর্বকালের অন্যতম সেরা গোয়েন্দা। তবে পরিচালক অরিন্দম শীলের এই নয়া ফেলুদার রকমসকম বেশ আলাদা । আর তা নিয়েই তরজা চলছে নেটপাড়ায়।

Arindam Sil on Shabash Feluda
'সাবাশ ফেলুদা' নিয়ে মুখ খুললেন পরিচালক অরিন্দম শীল
author img

By

Published : May 6, 2023, 6:31 AM IST

'সাবাশ ফেলুদা' নিয়ে মুখ খুললেন পরিচালক অরিন্দম শীল

কলকাতা, 5 মে: ফেলুদাকে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল । সাহিত্যপ্রেমী তথা রহস্যপ্রেমীদের কাছে 'ফেলুদা' নিজেই নস্টালজিয়া । পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলার ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছে ফেলুদা । সময়ের সঙ্গে সঙ্গে গল্প একই থাকলেও তার দৃশ্যায়নে বদল এসেছে । বদল এসেছে গল্প বলার ধরনেও । আর তা নিয়েই বেশ কয়েকজন প্রশ্ন তুলতে শুরু করেছেন । অনেকেই ফেলুদার হাতে স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ মেনে নিতে পারছেন না। ফেলুর জীবনে নারীসঙ্গও তাঁদের অপছন্দ ।

পরিচালক অরিন্দম শীল 2017 সালের প্রেক্ষাপটে 'সাবাশ ফেলুদা' তৈরি করেছেন। সেই ট্রেলার মুক্তি থেকেই অনেকে ট্রোল করতে শুরু করেন ফেলুদা পরমব্রত চট্টোপাধ্যায় এবং নতুন তোপসে ঋতব্রত মুখোপাধ্যায়কে। কেউ আবার 'গ্যাংটকে গণ্ডগোল' অবলম্বনে 'সাবাশ ফেলুদা' হচ্ছে জেনেও খুঁজছেন জটায়ুকে। অনেকে জটায়ু হিসেবে ভেবে নিয়েছেন রুদ্রনীলকে। তাঁকে নাকি বেশও মানিয়েছে। এহেন অনেক সমালোচনার ঝড়ে তোলপাড় নেট দুনিয়া। আবার এমনটাও ঘটেছে, ট্রোল করব ভেবে ট্রেলার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনেকই। এ এক বিশাল প্রাপ্তি 'সাবাশ ফেলুদা'র।...

ট্রেলারে সৌরসেনী মৈত্রকে আই বি অফিসারের চরিত্রে দেখে অনেকেই ভেবে নিয়েছেন যে ফেলুদার সঙ্গে হয়ত তাঁকে জুটিতে আনছেন অরিন্দম শীল। অনেকে মেনেই নিতে পারছেন না যে ফেলুদার গল্পে থাকতে পারে কোনও নারী চরিত্র। অথচ 'সোনার কেল্লা'তে নারী চরিত্র পেয়েছে দর্শক। আর তাছাড়া সিরিজে সৌরসেনীকে ব্যবহারও করা হয়েছে আলাদাভাবে।

আরও পড়ুন: সুদীপ্তা-সৌম্যর বিয়ে, বউভাত ও গ্র‍্যান্ড রিসেপশনে অন্দরের ছবি

ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অরিন্দম শীল তথা ছবির অন্যতম চরিত্র সদাশিব সেলভাঙ্কর বলেন, "নির্মাতা হিসেবে আমার মনে হয়েছে যে পঞ্চাশ বছর ফেলুদার পূর্ণ হয়ে গিয়েছে এবং ফেলুদাকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে এটাই সঠিক পথ। আমার যতদূর মনে পড়ে সোনার কেল্লায় নারী চরিত্র ছিল। কিন্তু সেটা মায়ের চরিত্র। তাই তা নিয়ে অত মাথা ব্যথা ছিল না দর্শকের। সাবাশ ফেলুদাতে যেই না সৌরসেনীর মতো একজন অভিনেত্রীকে আনা হল মানুষ ভেবে নিল এটা কোনও প্রেমিকার চরিত্র। একেবারেই তা নয়। ফেলুদাকে যুগোপযোগী করতে আগামীদিনেও নারী চরিত্র আসবে। আমি সেটা শুরু করলাম।"
উল্লেখ্য, এই সিরিজে সদাশিব সেলভাঙ্করের চরিত্রে দেখা যাচ্ছে অরিন্দম শীলকে। তিনি বলেন, "এটা জি ফাইভের চাপে পড়ে করতে হয়েছে। আমি অভিনয় করতে খুব একটা পছন্দ করি না। পরিচালনা করতেই বেশি ভালোবাসি। তবে এই কাজটা করতে ভালো লেগেছে।" তবে এই প্রথম নয় এর আগেও নিজের পরিচালিত ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ।

'সাবাশ ফেলুদা' নিয়ে মুখ খুললেন পরিচালক অরিন্দম শীল

কলকাতা, 5 মে: ফেলুদাকে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল । সাহিত্যপ্রেমী তথা রহস্যপ্রেমীদের কাছে 'ফেলুদা' নিজেই নস্টালজিয়া । পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলার ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছে ফেলুদা । সময়ের সঙ্গে সঙ্গে গল্প একই থাকলেও তার দৃশ্যায়নে বদল এসেছে । বদল এসেছে গল্প বলার ধরনেও । আর তা নিয়েই বেশ কয়েকজন প্রশ্ন তুলতে শুরু করেছেন । অনেকেই ফেলুদার হাতে স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ মেনে নিতে পারছেন না। ফেলুর জীবনে নারীসঙ্গও তাঁদের অপছন্দ ।

পরিচালক অরিন্দম শীল 2017 সালের প্রেক্ষাপটে 'সাবাশ ফেলুদা' তৈরি করেছেন। সেই ট্রেলার মুক্তি থেকেই অনেকে ট্রোল করতে শুরু করেন ফেলুদা পরমব্রত চট্টোপাধ্যায় এবং নতুন তোপসে ঋতব্রত মুখোপাধ্যায়কে। কেউ আবার 'গ্যাংটকে গণ্ডগোল' অবলম্বনে 'সাবাশ ফেলুদা' হচ্ছে জেনেও খুঁজছেন জটায়ুকে। অনেকে জটায়ু হিসেবে ভেবে নিয়েছেন রুদ্রনীলকে। তাঁকে নাকি বেশও মানিয়েছে। এহেন অনেক সমালোচনার ঝড়ে তোলপাড় নেট দুনিয়া। আবার এমনটাও ঘটেছে, ট্রোল করব ভেবে ট্রেলার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনেকই। এ এক বিশাল প্রাপ্তি 'সাবাশ ফেলুদা'র।...

ট্রেলারে সৌরসেনী মৈত্রকে আই বি অফিসারের চরিত্রে দেখে অনেকেই ভেবে নিয়েছেন যে ফেলুদার সঙ্গে হয়ত তাঁকে জুটিতে আনছেন অরিন্দম শীল। অনেকে মেনেই নিতে পারছেন না যে ফেলুদার গল্পে থাকতে পারে কোনও নারী চরিত্র। অথচ 'সোনার কেল্লা'তে নারী চরিত্র পেয়েছে দর্শক। আর তাছাড়া সিরিজে সৌরসেনীকে ব্যবহারও করা হয়েছে আলাদাভাবে।

আরও পড়ুন: সুদীপ্তা-সৌম্যর বিয়ে, বউভাত ও গ্র‍্যান্ড রিসেপশনে অন্দরের ছবি

ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অরিন্দম শীল তথা ছবির অন্যতম চরিত্র সদাশিব সেলভাঙ্কর বলেন, "নির্মাতা হিসেবে আমার মনে হয়েছে যে পঞ্চাশ বছর ফেলুদার পূর্ণ হয়ে গিয়েছে এবং ফেলুদাকে আরও এগিয়ে নিয়ে যেতে গেলে এটাই সঠিক পথ। আমার যতদূর মনে পড়ে সোনার কেল্লায় নারী চরিত্র ছিল। কিন্তু সেটা মায়ের চরিত্র। তাই তা নিয়ে অত মাথা ব্যথা ছিল না দর্শকের। সাবাশ ফেলুদাতে যেই না সৌরসেনীর মতো একজন অভিনেত্রীকে আনা হল মানুষ ভেবে নিল এটা কোনও প্রেমিকার চরিত্র। একেবারেই তা নয়। ফেলুদাকে যুগোপযোগী করতে আগামীদিনেও নারী চরিত্র আসবে। আমি সেটা শুরু করলাম।"
উল্লেখ্য, এই সিরিজে সদাশিব সেলভাঙ্করের চরিত্রে দেখা যাচ্ছে অরিন্দম শীলকে। তিনি বলেন, "এটা জি ফাইভের চাপে পড়ে করতে হয়েছে। আমি অভিনয় করতে খুব একটা পছন্দ করি না। পরিচালনা করতেই বেশি ভালোবাসি। তবে এই কাজটা করতে ভালো লেগেছে।" তবে এই প্রথম নয় এর আগেও নিজের পরিচালিত ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.