ETV Bharat / entertainment

Pasoori Nu Recreation: অরিজিতের কণ্ঠে রিক্রিয়েট হল পাকিস্তানি গান 'পাসুরি নু', মুক্তির পর শ্রোতামহলে মিশ্র প্রতিক্রিয়া - Arijit Pasoori Nu

জনপ্রিয় পাকিস্তানি গান 'পাসুরি নু' এবার অরিজিৎ সিং তুলসী কুমারের কণ্ঠে ৷ মুক্তি পেল সত্যপ্রেম কি কথা ছবির নতুন গান ৷ গানটি মুক্তির পরেই অনুরাগীদের কাছে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷

Arijit Pasoori Nu
অরিজিৎ-এর কণ্ঠে 'পাসুরি নু'
author img

By

Published : Jun 26, 2023, 5:04 PM IST

মুম্বই, 26 জুন: 2022- এ আলি শেঠ ও শাই গিল ঝড় তুলেছিলেন ইন্টারনেট দুনিয়ায় ৷ পাকিস্তানি গান পাসুরি নু দুই দেশের কাঁটাতার পেড়িয়ে ছেয়ে গিয়েছিল গোটা দুনিয়ায় ৷ সেই ম্যাজিক, সেই সুর আবারও নতুনভাবে হাজির হল অনুরাগীদের জন্য ৷ অরিজিৎ সিং-এর মেলোডিয়াস ভয়েসে এদেশে রি-ক্রিয়েট হল 'পাসুরি নু' ৷ সোমবার সকালে সামনে এসেছে 'সত্যপ্রেম কি কথা' ছবির এই গান ৷

অভিনেতা কার্তিক আরিয়ান সোশাল মিডিয়ায় গানের লিংক শেয়ার করেছেন ৷ পোস্টে লিখেছেন, "আধা হ্যায় দিল মেরা..পুরা তুঝসে হোভে.. ভালোবাসার ম্যাজিক অনুভব করুন অরিজিৎ-এর কণ্ঠে ৷" অরিজিৎ সিংয়ের পাশাপাশি গানটি গেয়েছেন তুলসী কুমার ৷

2022 সালে কোক স্টুডিয়োয় তৈরি হওয়া আসল পাসুরি গানটি ছিল গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া গান ৷ গানটিতে ঊর্দু ও পাঞ্জাবি শব্দ থাকায় সুর অপরিবর্তিত রেখে গানে আনা হয়েছে হিন্দি লিরিক্স ৷ 'পাসুরি নু' মুক্তির পর থেকেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের তরফ থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷

এক অনুরাগী লিখেছেন, "টি-সিরিজ ভারতীয় গান ধ্বংস করেছে ৷ এবার পাকিস্তানি গান ধ্বংস করছে ৷" পাকিস্তানের এক অনুরাগী আবার লিখেছেন, "এই ভাবেই বলিউড কাজ করে ৷ কখনও তো নিজেরাও কিছু বানাও ৷ শুধু অন্যদের থেকে নকল করা কাজ ৷" আবার কেউ আপত্তি তুলেছেন 'পাসুরি নু' গানটিকে টি-সিরিজের তরফ থেকে গ্লোবালি হিট বলার জন্য ৷ সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে, মিউজিক কোম্পানির উচিত গানটি আগে পাকিস্তানে হিট বলা উচিত ৷ তারপর তা গ্লোবালি ঝড় তুলেছে ৷

  • Bhai ye song ki kya zaroorat thi ek family movie me.. sudharega nahin bollywood…

    — Dev (@dev_Bidar) June 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে অনেক অনুরাগী এই গানের রিক্রেশন নিয়ে ভালোবাসাও জানিয়েছেন ৷ একজন লিখেছেন, " অরিজিৎ সিং ও কার্তিক আরিয়ানের মেলবন্ধন ভুল হতেই পারে না ৷ গানটি ভালো লেগেছে ৷" আবার কেউ লিখেছেন, "এবার এই গানটা ভারতেও অন্তর্ভুক্ত হল ৷ বলিউডের অন্যতম প্রিয় গায়ক গানটি খুব সুন্দর গেয়েছেন ৷"

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মে কবে আসবে 'দ্য কেরালা স্টোরি', জানালেন পরিচালক সুদীপ্ত

প্রসঙ্গত গানটি নিয়ে অনুরাগীদের নানা মত এলেও মাত্র কয়েক ঘন্টায় মিলিয়ন ভিউ পেয়েছে নতুন 'পাসুরি নু' ৷ সমীর ভিদওয়ানস পরিচালিত, কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি অভিনীত 'সত্যপ্রেম কি কথা' মুক্তি পেতে চলেছে 29 জুন ৷

মুম্বই, 26 জুন: 2022- এ আলি শেঠ ও শাই গিল ঝড় তুলেছিলেন ইন্টারনেট দুনিয়ায় ৷ পাকিস্তানি গান পাসুরি নু দুই দেশের কাঁটাতার পেড়িয়ে ছেয়ে গিয়েছিল গোটা দুনিয়ায় ৷ সেই ম্যাজিক, সেই সুর আবারও নতুনভাবে হাজির হল অনুরাগীদের জন্য ৷ অরিজিৎ সিং-এর মেলোডিয়াস ভয়েসে এদেশে রি-ক্রিয়েট হল 'পাসুরি নু' ৷ সোমবার সকালে সামনে এসেছে 'সত্যপ্রেম কি কথা' ছবির এই গান ৷

অভিনেতা কার্তিক আরিয়ান সোশাল মিডিয়ায় গানের লিংক শেয়ার করেছেন ৷ পোস্টে লিখেছেন, "আধা হ্যায় দিল মেরা..পুরা তুঝসে হোভে.. ভালোবাসার ম্যাজিক অনুভব করুন অরিজিৎ-এর কণ্ঠে ৷" অরিজিৎ সিংয়ের পাশাপাশি গানটি গেয়েছেন তুলসী কুমার ৷

2022 সালে কোক স্টুডিয়োয় তৈরি হওয়া আসল পাসুরি গানটি ছিল গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া গান ৷ গানটিতে ঊর্দু ও পাঞ্জাবি শব্দ থাকায় সুর অপরিবর্তিত রেখে গানে আনা হয়েছে হিন্দি লিরিক্স ৷ 'পাসুরি নু' মুক্তির পর থেকেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের তরফ থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷

এক অনুরাগী লিখেছেন, "টি-সিরিজ ভারতীয় গান ধ্বংস করেছে ৷ এবার পাকিস্তানি গান ধ্বংস করছে ৷" পাকিস্তানের এক অনুরাগী আবার লিখেছেন, "এই ভাবেই বলিউড কাজ করে ৷ কখনও তো নিজেরাও কিছু বানাও ৷ শুধু অন্যদের থেকে নকল করা কাজ ৷" আবার কেউ আপত্তি তুলেছেন 'পাসুরি নু' গানটিকে টি-সিরিজের তরফ থেকে গ্লোবালি হিট বলার জন্য ৷ সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে, মিউজিক কোম্পানির উচিত গানটি আগে পাকিস্তানে হিট বলা উচিত ৷ তারপর তা গ্লোবালি ঝড় তুলেছে ৷

  • Bhai ye song ki kya zaroorat thi ek family movie me.. sudharega nahin bollywood…

    — Dev (@dev_Bidar) June 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে অনেক অনুরাগী এই গানের রিক্রেশন নিয়ে ভালোবাসাও জানিয়েছেন ৷ একজন লিখেছেন, " অরিজিৎ সিং ও কার্তিক আরিয়ানের মেলবন্ধন ভুল হতেই পারে না ৷ গানটি ভালো লেগেছে ৷" আবার কেউ লিখেছেন, "এবার এই গানটা ভারতেও অন্তর্ভুক্ত হল ৷ বলিউডের অন্যতম প্রিয় গায়ক গানটি খুব সুন্দর গেয়েছেন ৷"

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মে কবে আসবে 'দ্য কেরালা স্টোরি', জানালেন পরিচালক সুদীপ্ত

প্রসঙ্গত গানটি নিয়ে অনুরাগীদের নানা মত এলেও মাত্র কয়েক ঘন্টায় মিলিয়ন ভিউ পেয়েছে নতুন 'পাসুরি নু' ৷ সমীর ভিদওয়ানস পরিচালিত, কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানি অভিনীত 'সত্যপ্রেম কি কথা' মুক্তি পেতে চলেছে 29 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.