হায়দরাবাদ, 6 জুলাই: শীঘ্রই মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত 'গদর 2' ৷ ছবিমুক্তি আগামী 11 অগস্ট ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে গদর 2-এর প্রথম গান 'উড় যা কালে কাওয়া' গানটি ৷ যে গানটি প্রথম পর্বের গানের রিক্রিয়েশন ৷ নির্মাতারা সিক্যুয়েলের মিউজিকের ক্ষেত্রে নতুন মোড়কে পুরনো ফ্লেভারই রাখতে চাইছেন ৷ তাই 'উড় যা কালে কাওয়া'র পর 'ম্যায় নিকলা গাডি লেকে' গানটিও রিক্রিয়েট করছেন তাঁরা ৷ শোনা যাচ্ছে এই গানটি রিমেক হচ্ছে 'মেলোডি কিং' অরিজিৎ সিং'য়ের কণ্ঠে ৷ তবে অরিজিতের সঙ্গে গলা মেলাবেন উদিত নারায়ণও। 'গদর' ছবিতে উদিত নারায়ণের কণ্ঠেই। 'ম্যায় নিকলা গাডি লেকে'র পাশাপাশি 'গদর 2' ছবির অরিজিনাল সং 'দিল ঝুম'ও গেয়েছেন অরিজিৎ ৷
গদর ছবির 'ম্যায় নিকলা' গানটি বেশ দ্রুত লয়ের ছিল ৷ সেই সময়ের জনপ্রিয় গানটি 22 বছর পর আজও একইভাবে জনপ্রিয় হয়ে রয়েছে সঙ্গীতপ্রেমীদের কাছে ৷ বিভিন্ন পার্টি কিংবা বিয়েবাড়িতে এখনও বাজতে শোনা যায় 'এভারগ্রিন' সেই গান। ছবির নির্মাতারা পুরনো গানটির ফ্লেভার অক্ষত রেখেই গানটিতে নতুন কিছু যোগ করার পরিকল্পনা করেছেন।
এক্ষেত্রে ছবির নির্মাতারা এবং সঙ্গীত পরিচালক মিঠুন, সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন গানে একটা নতুন কণ্ঠ যোগ করার এবং সম্মিলিত ভাবে অরিজিতকেই পছন্দ করেন। প্রসঙ্গত, 'গদর 2' ছবিতে 1954 থেকে 1971 সালের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। 'গদর এক প্রেম কথা'-র সাফল্যের পর আপাতত ব্লকবাস্টার ছবিটির সিক্যুয়েলের প্রতীক্ষায় দর্শক। এই ছবিতেও 'গদর এক প্রেম কথা'র মতোই মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওল এবং আমিশা প্যাটেলকে। প্রথম পর্বে সাকিনা চরিত্রটির মৃত্যু হলেও তাঁর ছেলে রয়ে গিয়েছিল পাকিস্তানে। ছেলেকে ফিরিয়ে আনাতে বাবার লড়াইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির দ্বিতীয় পর্বের গল্প। জি স্টুডিওস এবং অনিল শর্মা প্রোডাকশন দ্বারা 'গদর 2' প্রযোজনা করছে। এবার দেখার, 'গদর'-এর সাফল্যের সঙ্গে পাল্লা দিতে পারে কি না, ছবির দ্বিতীয় পর্ব!
আরও পড়ুন: চুম্বন দিবসে আরও একটি বসন্ত পার করলেন রোম্যান্সের 'পোস্টার বয়' রণবীর