ETV Bharat / entertainment

Arijit Singh in NJP: বিমান নয়, ট্রেনে চেপেই পাহাড় সফরে অরিজিৎ সিং

শিলিগুড়িতে কনসার্ট । কিন্ত বিমান নয়, ট্রেনে চেপেই মাঝরাতে এনজেপি স্টেশনে পৌঁছলেন অরিজিৎ সিং ৷ ভাইরাল হল সেই ভিডিয়ো ৷

Arijit Singh
বিমান নয় ট্রেনে করে আর পাঁচটা মানুষের মতো সফর করে শিলিগুড়িতে কনসার্টে গেলেন অরিজিৎ সিং
author img

By

Published : Apr 4, 2023, 1:13 PM IST

শিলিগুড়ি, 4 এপ্রিল: বাঙালির কাছে অরিজিৎ সিং নামটাই যথেষ্ট তাঁর পরিচয় হিসাবে । তাঁর মোহময়ী গানে উত্তাল গোটা দেশ । তাঁর সুরের মূর্ছনায় পাগল আট থেকে আশি । এতো বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি এখনও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেই ভালোবসেন । কয়েকদিন আগেই আইপিএলে যেভাবে মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তিনি তা দেখে মুগ্ধ গোটা দেশ । এবার দেখা গেল সেই তারকারই আরেক রূপ । বিমান নয়, ট্রেনেই সফর করলেন এই তারকা ৷

সাধারণত বলিউড তারকা মানেই বিলাসবহুল গাড়ি চড়ে ঘুরে বেড়াবেন তাঁরা সেটাই স্বাভাবিক ৷ অন্তত বিমান তো ব্যবহার করবেনই যাতায়াত করার জন্য় ৷ সেটাই তো স্বাভাবিক ৷ কিন্তু অরিজিৎ মূলত সাধারন মানুষের সঙ্গে মিশে থাকতেই ভালোবাসেন ৷ কয়েকদিন আগেই যাঁর কণ্ঠে 'কেশরিয়া', 'ঝুমে জো পাঠান'-এর মতো গানগুলি শ্রোতাদের মন কেড়ে নিয়েছে তাঁকে ঘুরতে দেখা যায় স্কুটিতে ৷ তিনি এও জানান এই স্কুটিতেই তিনি নাকি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য ৷

আর এবার আবারও একবার তাঁকে দেখা গেল আর পাঁচটা সাধারণ মানুষের মতো ট্রেনে সফর করতে ৷ আসলে 4 এপ্রিল সন্ধ্যায় অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট রয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে । আর এই কনসার্টে যোগ দিতেই অরিজিৎ কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছন তিস্তা তোর্সা এক্সপ্রেসে । শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যখন অরিজিৎ পৌঁছন তখন ভোর রাত পৌনে তিনটে । কিন্তু সেই রাতেও তাঁকে দেখতে স্টেশনে জমল মানুষের ভিড় ৷

গায়কের এই ট্রেন সফরের ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অরিজিৎ কয়েকদিন আগেই জানিয়েছেন, তিনি আগামীতে কাজ করতে চলেছেন রূপম ইসলামের সঙ্গেও ৷ দু'জনের যুগলবন্দি কেমন জমে তা জানা যাবে সময় এলেই ৷ আর এর মাঝে বলিউডে তো কাজ করেই চলেছেন এই গায়ক ৷ করছেন স্টেজ শো'ও ৷

আরও পড়ুন: বন্ধ করে দেওয়া হল ইমনের ইউটিউব চ্যানেল, হতাশ গায়িকা

শিলিগুড়ি, 4 এপ্রিল: বাঙালির কাছে অরিজিৎ সিং নামটাই যথেষ্ট তাঁর পরিচয় হিসাবে । তাঁর মোহময়ী গানে উত্তাল গোটা দেশ । তাঁর সুরের মূর্ছনায় পাগল আট থেকে আশি । এতো বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি এখনও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেই ভালোবসেন । কয়েকদিন আগেই আইপিএলে যেভাবে মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন তিনি তা দেখে মুগ্ধ গোটা দেশ । এবার দেখা গেল সেই তারকারই আরেক রূপ । বিমান নয়, ট্রেনেই সফর করলেন এই তারকা ৷

সাধারণত বলিউড তারকা মানেই বিলাসবহুল গাড়ি চড়ে ঘুরে বেড়াবেন তাঁরা সেটাই স্বাভাবিক ৷ অন্তত বিমান তো ব্যবহার করবেনই যাতায়াত করার জন্য় ৷ সেটাই তো স্বাভাবিক ৷ কিন্তু অরিজিৎ মূলত সাধারন মানুষের সঙ্গে মিশে থাকতেই ভালোবাসেন ৷ কয়েকদিন আগেই যাঁর কণ্ঠে 'কেশরিয়া', 'ঝুমে জো পাঠান'-এর মতো গানগুলি শ্রোতাদের মন কেড়ে নিয়েছে তাঁকে ঘুরতে দেখা যায় স্কুটিতে ৷ তিনি এও জানান এই স্কুটিতেই তিনি নাকি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য ৷

আর এবার আবারও একবার তাঁকে দেখা গেল আর পাঁচটা সাধারণ মানুষের মতো ট্রেনে সফর করতে ৷ আসলে 4 এপ্রিল সন্ধ্যায় অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট রয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে । আর এই কনসার্টে যোগ দিতেই অরিজিৎ কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছন তিস্তা তোর্সা এক্সপ্রেসে । শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যখন অরিজিৎ পৌঁছন তখন ভোর রাত পৌনে তিনটে । কিন্তু সেই রাতেও তাঁকে দেখতে স্টেশনে জমল মানুষের ভিড় ৷

গায়কের এই ট্রেন সফরের ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অরিজিৎ কয়েকদিন আগেই জানিয়েছেন, তিনি আগামীতে কাজ করতে চলেছেন রূপম ইসলামের সঙ্গেও ৷ দু'জনের যুগলবন্দি কেমন জমে তা জানা যাবে সময় এলেই ৷ আর এর মাঝে বলিউডে তো কাজ করেই চলেছেন এই গায়ক ৷ করছেন স্টেজ শো'ও ৷

আরও পড়ুন: বন্ধ করে দেওয়া হল ইমনের ইউটিউব চ্যানেল, হতাশ গায়িকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.