ETV Bharat / entertainment

Chengiz New Song: জুটি বাঁধলেন জিৎ-অরিজিৎ, মুক্তি পেল 'চেঙ্গিজ' ছবির নতুন গান - জুটি বাঁধলেন জিৎ অরিজিৎ

জিতের আসন্ন ছবি 'চেঙ্গিজ'-এর নতুন গানে কণ্ঠ দিলেন অরিজিৎ সিং ৷ প্রসেনের কথায় মুক্তি পেল 'এভাবে কে ডাকে' ৷

Chengiz New Song
মুক্তি পেল চেঙ্গিজ ছবির নতুন গান এভাবে কে ডাকে
author img

By

Published : Apr 8, 2023, 1:13 PM IST

কলকাতা, 8 এপ্রিল: মুক্তি পেল জিতের আসন্ন ছবি 'চেঙ্গিজ'-এর নতুন গান 'এভাবে কে ডাকে' ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার এবং প্রথম গান ৷ 'চেঙ্গিজ' হল জিতের প্রথম ছবি যা বাংলার সঙ্গে মুক্তি পেতে চলেছে হিন্দিতেও ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷ সুর দিয়েছেন কৌশিক ও গুড্ডু ৷ 'এভাবে কে ডাকে'র কথা লিখেছেন প্রসেন ৷

'এভাবে কে ডাকে' মূলত একটি রোম্যান্টিক গান ৷ এই গানে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে সুস্মিতা এবং জিতকে ৷ ভিডিয়োতে রীতিমতো জমে উঠেছে তাঁদের কেমিস্ট্রি ৷ আর দর্শকের জন্য বড় পাওনা অবশ্য়ই প্রসেনের কথা আর অরিজিতের কণ্ঠ ৷ অন্যদিকে গানটি মুক্তি পেয়েছে হিন্দিতেও ৷ হিন্দি গানটির নাম 'তেরি মেরি বাতে' ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন সঞ্জিত হেগড়ে আর লিখেছেন কুনাল বর্মা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রাজেশ গঙ্গোপাধ্য়ায় পরিচালিত 'চেঙ্গিজ' ছবিতে উঠে আসবে কলকাতা শহরের অন্ধকার জগতের কাহিনি ৷ চেঙ্গিজের পরিবারের আত্মীয়রা পুলিশে চাকরি করে অথচ সেই বাড়ির ছেলেই জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সঙ্গে ৷ হয়ে ওঠে ধূসর জগতের বেতাজ বাদশা ৷ কলকাতার একটা বড় অংশ চলে তার ইশারায় ৷ এহেন চেঙ্গিজের জীবনেও রয়েছে প্রেম ৷ এবার কোনদিকে মোড় নেবে এই কাহিনি সেটাই দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

জিতের এই আসন্ন ছবিটি মুক্তি পেতে চলেছে 21 এপ্রিল ৷ অর্থাৎ সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির সঙ্গেই টক্কর নিতে চলেছে এই ছবি ৷ যদিও সাম্প্রতিক ইন্টারভিউতে জিৎ এও জানিয়েছেন, সলমনের সঙ্গে টক্কর নেওয়ার জন্য় এই তারিখ তিনি বেছে নিয়েছেন এমন নয় ৷ এর আগেও বাংলায় ঈদ উপলক্ষে তাঁর ছবি মুক্তি পেয়েছে তাই এবারও এই তারিখ বাছলেন তিনি ৷ তবে সলমনের প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে ৷

আরও পড়ুন: জাহ্নবী থেকে ভূমি কিয়ারা, 'ফ্রাইডে নাইট' এ রেড কার্পেটে ঝড় তুললেন বলি সুন্দরীরা

কলকাতা, 8 এপ্রিল: মুক্তি পেল জিতের আসন্ন ছবি 'চেঙ্গিজ'-এর নতুন গান 'এভাবে কে ডাকে' ৷ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার এবং প্রথম গান ৷ 'চেঙ্গিজ' হল জিতের প্রথম ছবি যা বাংলার সঙ্গে মুক্তি পেতে চলেছে হিন্দিতেও ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷ সুর দিয়েছেন কৌশিক ও গুড্ডু ৷ 'এভাবে কে ডাকে'র কথা লিখেছেন প্রসেন ৷

'এভাবে কে ডাকে' মূলত একটি রোম্যান্টিক গান ৷ এই গানে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে সুস্মিতা এবং জিতকে ৷ ভিডিয়োতে রীতিমতো জমে উঠেছে তাঁদের কেমিস্ট্রি ৷ আর দর্শকের জন্য বড় পাওনা অবশ্য়ই প্রসেনের কথা আর অরিজিতের কণ্ঠ ৷ অন্যদিকে গানটি মুক্তি পেয়েছে হিন্দিতেও ৷ হিন্দি গানটির নাম 'তেরি মেরি বাতে' ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন সঞ্জিত হেগড়ে আর লিখেছেন কুনাল বর্মা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রাজেশ গঙ্গোপাধ্য়ায় পরিচালিত 'চেঙ্গিজ' ছবিতে উঠে আসবে কলকাতা শহরের অন্ধকার জগতের কাহিনি ৷ চেঙ্গিজের পরিবারের আত্মীয়রা পুলিশে চাকরি করে অথচ সেই বাড়ির ছেলেই জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সঙ্গে ৷ হয়ে ওঠে ধূসর জগতের বেতাজ বাদশা ৷ কলকাতার একটা বড় অংশ চলে তার ইশারায় ৷ এহেন চেঙ্গিজের জীবনেও রয়েছে প্রেম ৷ এবার কোনদিকে মোড় নেবে এই কাহিনি সেটাই দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

জিতের এই আসন্ন ছবিটি মুক্তি পেতে চলেছে 21 এপ্রিল ৷ অর্থাৎ সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির সঙ্গেই টক্কর নিতে চলেছে এই ছবি ৷ যদিও সাম্প্রতিক ইন্টারভিউতে জিৎ এও জানিয়েছেন, সলমনের সঙ্গে টক্কর নেওয়ার জন্য় এই তারিখ তিনি বেছে নিয়েছেন এমন নয় ৷ এর আগেও বাংলায় ঈদ উপলক্ষে তাঁর ছবি মুক্তি পেয়েছে তাই এবারও এই তারিখ বাছলেন তিনি ৷ তবে সলমনের প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে ৷

আরও পড়ুন: জাহ্নবী থেকে ভূমি কিয়ারা, 'ফ্রাইডে নাইট' এ রেড কার্পেটে ঝড় তুললেন বলি সুন্দরীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.