কলকাতা, 26 মে : সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দর্শক মনে ভাল রকমের জায়গা করে নিয়েছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'বেলাশুরু'। 'বেলাশেষে'র পর 'বেলাশুরু' নিয়ে উদ্দীপনার শেষ ছিল না দর্শক মনে । আর বলতে দ্বিধা নেই এই পরিচালক জুটি বাঙালি কী চায় সেটা খুব ভাল জানেন এই পরিচালক জুটি । ফলে, চেষ্টা বিফলে যায় না কখনও । তাই 'বেলাশুরু'-কেও এক প্রকার দুই হাত বাড়িয়ে গ্রহণ করে নিয়েছে দর্শক ।
সৌমিত্র-স্বাতীলেখা জুটি এবারেও হিট । বাকিরাও যে যার জায়গায় উজ্জ্বল আগের মতোই । এই ছবি আগামি 27 মে মুক্তি পাচ্ছে সারা দেশ ব্যাপী (Belashuru is Releasing in Pan India on 27th May)। বাংলা ছবির মুকুটে এ আরও এক নতুন পালক । এখানেই শেষ নয়, সারা দেশ ব্যাপী এই ছবি মুক্তি পাওয়ায় বহুত খুশ বলিউড তারকা আরবাজ খান । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির নির্মাতাদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন অভিনেতা । তিনি লিখেছেন, "অভিনন্দন ঋতুপর্ণা ৷ অল দ্য বেস্ট ৷"
প্রসঙ্গত, ছবিতে স্বাতীলেখা সেনগুপ্ত অর্থাৎ আরতি সরকার অ্যালঝাইমারস রোগী । তিনি কাউকে চিনতে পারছেন কাউকে না । না চেনার দলে রয়েছেন নিজের স্বামী, বড় জামাই এবং ছোট জামাই ।
আরও পড়ুন : এই গরমে আরও ঊষ্ণতা চান? পাসওয়ার্ড রয়েছে সানায়া'র হাল ফ্যাশনে !
দর্শক শেষ অবধি চেয়েছিল যাতে তিনি যেন তাঁর স্বামীকে চিনতে পারেন । কিন্তু না । এখানে যদি এমন পরিসমাপ্তি হত তাহলে তা অবাস্তবতার দোষে দুষ্ট হত । কারণ এহেন রোগীরা যা ভুলে যায় তা আর মনে করতে পারেন না । 'বেলাশুরু' বাঙালি দর্শকের নাড়ি ঠিকঠাকই বুঝেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই এবার দেশব্যাপী এই ছবি কেমন সাড়া ফেলে সেদিকেই তাকিয়ে থাকবেন সকলে ৷