ETV Bharat / entertainment

Anushka on Virat: কাটল শতরানের বিরাট খরা, কোহলির কামব্যাকে আবেগী অনুষ্কাও - Anushka Sharmas post

এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে শতরানের খরা কাটল বিরাটের(Virat Kohli 71st Century) ৷ আর তাঁর এই প্রত্যাবর্তন হাসি ফোটাল অনুষ্কার মুখেও ৷ বিরাটের শতরান সেলিব্রেশনের একটি ক্লিপিং শেয়ার করে সেকথাই যেন জানালেন অনুষ্কা শর্মা(Anushka Sharma on Virat Kohli) ৷

Anushka Sharmas post
কাটল শতরানের বিরাট খরা, কোহলির কামব্যাকে আবেগী অনুষ্কাও
author img

By

Published : Sep 9, 2022, 12:01 PM IST

Updated : Sep 9, 2022, 3:03 PM IST

দুবাই, 9 সেপ্টেম্বর: ঝলক দেখা গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধেই তবে শতরানের খরা কাটেনি (Virat Kohli 71st Century)। অবশেষে এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে 200 স্ট্রাইকরেটে আফগান বোলিংকে দুরমুশ করে ছন্দে ফিরলেন 'রানমেশিন' । 122 রানের ইনিংসে হাঁকালেন এক ডজন বাউন্ডারি এবং হাফ ডজন ওভার বাউন্ডারি । ছক্কা মেরেই পূর্ণ করলেন 71তম শতরান । কোহলির এই বিরাট কামব্যাক এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণায় কিছুটা যে প্রলেপ দিয়েছে তা বলাই বাহুল্য ৷

1020 দিনের কঠিন সফর শেষ ৷ শেষবার বিরাট শতরান পেয়েছিলেন 2019 সালের নভেম্বর মাসে ৷ অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে এই যন্ত্রণার পর্ব শেষ হওয়ায় কোহলি যে ঠিক কতখানি খুশি তার প্রমাণ ছিল তাঁর মুখের চওড়া হাসিতেই ৷

এই গোটা সফরে তাঁর পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma on Virat Kohli) ৷ বিরাটের কেরিয়ারে এই দুঃস্বপ্নের সুনামি নেমে আসার পর থেকে সর্বদাই ছায়ার মতো তাঁর সঙ্গী ছিলেন তিনি ৷ সহ্য করতে হয়েছে নানা কটাক্ষও ৷ এবার যেন সমস্ত যন্ত্রণার অবসান ৷ বিরাটের শতরান সেলিব্রেশনের একটি ক্লিপিং শেয়ার করে সেকথাই যেন জানালেন অনুষ্কা শর্মা ৷ একটি হার্ট ইমোজি দিয়ে, তিনি লেখেন, "সর্বদা সব ঘটনায় চিরকাল তোমার সঙ্গে আছি"(Anushka Sharma proud post )। বিরাট রাজের এই প্রত্যাবর্তনের কামনায় দিন গুনছিল গোটা ভারত ৷

আরও পড়ুন: 1020 দিন পর শতরান পেলেন কোহলি, দেখে নিন কেমন ছিল এই 'বিরাট পর্ব' ?

আফগানিস্তান ম্যাচ বৃহস্পতিবার অবশ্য় খুব সহজেই জিতে নিল ভারতীয় দল ৷ এদিন প্রথমে ব্যাট করে বিরাটের শতরান এবং রাহুলের অর্ধশতরানের সুবাদে 212 রানের বিশাল পাহাড় খাড়া করেছিল মেন ইন ব্লু ৷ আর সেই বাধার প্রাচীর লঙ্ঘন করা কোনওভাবেই সম্ভব হয়নি আফগান বাহিনির পক্ষে ৷ একশোরও বেশি রানের ব্যবধানে এদিন ম্যাচ হারতে হয় মহম্মদ নবির দলকে ৷ এতে ভারতের অবশ্য় বিশেষ উপকার হল না ৷ কারণ পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে আগেই লড়াইয়ের ময়দান থেকে বিদায় নিয়েছে তারা ৷

দুবাই, 9 সেপ্টেম্বর: ঝলক দেখা গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধেই তবে শতরানের খরা কাটেনি (Virat Kohli 71st Century)। অবশেষে এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে 200 স্ট্রাইকরেটে আফগান বোলিংকে দুরমুশ করে ছন্দে ফিরলেন 'রানমেশিন' । 122 রানের ইনিংসে হাঁকালেন এক ডজন বাউন্ডারি এবং হাফ ডজন ওভার বাউন্ডারি । ছক্কা মেরেই পূর্ণ করলেন 71তম শতরান । কোহলির এই বিরাট কামব্যাক এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণায় কিছুটা যে প্রলেপ দিয়েছে তা বলাই বাহুল্য ৷

1020 দিনের কঠিন সফর শেষ ৷ শেষবার বিরাট শতরান পেয়েছিলেন 2019 সালের নভেম্বর মাসে ৷ অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে এই যন্ত্রণার পর্ব শেষ হওয়ায় কোহলি যে ঠিক কতখানি খুশি তার প্রমাণ ছিল তাঁর মুখের চওড়া হাসিতেই ৷

এই গোটা সফরে তাঁর পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma on Virat Kohli) ৷ বিরাটের কেরিয়ারে এই দুঃস্বপ্নের সুনামি নেমে আসার পর থেকে সর্বদাই ছায়ার মতো তাঁর সঙ্গী ছিলেন তিনি ৷ সহ্য করতে হয়েছে নানা কটাক্ষও ৷ এবার যেন সমস্ত যন্ত্রণার অবসান ৷ বিরাটের শতরান সেলিব্রেশনের একটি ক্লিপিং শেয়ার করে সেকথাই যেন জানালেন অনুষ্কা শর্মা ৷ একটি হার্ট ইমোজি দিয়ে, তিনি লেখেন, "সর্বদা সব ঘটনায় চিরকাল তোমার সঙ্গে আছি"(Anushka Sharma proud post )। বিরাট রাজের এই প্রত্যাবর্তনের কামনায় দিন গুনছিল গোটা ভারত ৷

আরও পড়ুন: 1020 দিন পর শতরান পেলেন কোহলি, দেখে নিন কেমন ছিল এই 'বিরাট পর্ব' ?

আফগানিস্তান ম্যাচ বৃহস্পতিবার অবশ্য় খুব সহজেই জিতে নিল ভারতীয় দল ৷ এদিন প্রথমে ব্যাট করে বিরাটের শতরান এবং রাহুলের অর্ধশতরানের সুবাদে 212 রানের বিশাল পাহাড় খাড়া করেছিল মেন ইন ব্লু ৷ আর সেই বাধার প্রাচীর লঙ্ঘন করা কোনওভাবেই সম্ভব হয়নি আফগান বাহিনির পক্ষে ৷ একশোরও বেশি রানের ব্যবধানে এদিন ম্যাচ হারতে হয় মহম্মদ নবির দলকে ৷ এতে ভারতের অবশ্য় বিশেষ উপকার হল না ৷ কারণ পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে আগেই লড়াইয়ের ময়দান থেকে বিদায় নিয়েছে তারা ৷

Last Updated : Sep 9, 2022, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.