হাওড়া, 20 অক্টোবর: তাঁর আসন্ন ছবি 'চাকদা এক্সপ্রেস'-র (Chakda Express) কাজ চলছে জোরকদমে ৷ আর সেই ছবির শ্যুটিং'য়ের হেকটিক শিডিউল নিয়ে সম্প্রতি এ রাজ্যে পা-রেখেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ৷ দিনকয়েক আগে ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে তাঁর শ্যুটিং'য়ের টুকরো ছবি ভাইরাল হয়েছিল ইন্টারনেটে ৷ ইডেনে শ্যুটিং'য়ের পাঠ চুকিয়ে বিরাট-ঘরণি বৃহস্পতিবার থেকে শ্যুটিং শুরু করলেন হাওড়ার আন্দুলে (Anushka Sharma shoots for Chakda Express in Andul) ৷ আন্দুল রাজবাড়ির মাঠে এদিন সকাল থেকে শুরু হয়েছে শ্যুটিং ৷ রাজবাড়ির মাঠের পাশাপাশি আন্দুল ইস্ট কেবিনেকেও বেছে নেওয়া হয়েছে ছবির শ্যুটিং'য়ের জন্য ৷
অনুষ্কাকে একঝলক দেখতে পাওয়ার আশায় শ্যুটিং'য়ের খবর চাউর হতেই সাঁকরাইল আন্দুল রাজবাড়ি এলাকায় ভিড় বাড়তে থাকে সাধারণ মানুষের ৷ যদিও শ্যুটিং যাতে কোনওভাবে বিঘ্নিত না-হয় সেজন্য প্রশাসনিক উদ্যোগে অভূতপূর্ব নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আন্দুল রাজবাড়ি চত্বরকে ৷ যদিও তাতে সাধারণ মানুষের উদ্দীপনায় এতটুকু ভাটা পড়েনি ৷ যদিও নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই এদিন আন্দুলে শুরু হয় চাকদা এক্সপ্রেসের শ্যুটিং'য়ের কাজ ৷
আরও পড়ুন: কলকাতায় পা রেখেই ইডেনে রাতভর চাকদহ এক্সপ্রেসের শুটিং-এ অনুষ্কা
অতীতে সত্যজিৎ রায়ের 'জলসাঘর' চলচ্চিত্রের সৌজন্যে আন্দুল রাজবাড়ির স্থান হয়েছিল রুপোলি পর্দায় ৷ 'চাকদা এক্সপ্রেস'-এর হাত ধরে ফের আন্দুল চলচ্চিত্রায়িত হতে চলায় ছবির নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন সেখানকার মানুষ ৷ তাঁদের আশা এই চলচ্চিত্রের মাধ্যমে আন্দুল আরও জনপ্রিয় হবে ৷ যদিও অভিনেত্রীর নিরাপত্তার জন্য বিভিন্ন অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির সাহায্য নিয়েছে স্থানীয় প্রশাসন, যাতে ছবি নির্মাণের কাজে কোনও গোলযোগ না হয় ৷