হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: সানকিসড সেলফি (Sun kissed selfie) এখন বেশ ট্রেন্ডে ৷ আর অভিনেত্রী অনুষ্কা শর্মার (Bollywood actor Anushka Sharma) মনে হয় সানকিসড সেলফির প্রতি একটু বেশিই ভালোবাসা রয়েছে ৷ অনুষ্কা যে সানকিসড সেলফি তুলতে খুব পছন্দ করেন, তা তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায় ৷ তিনি প্রায়শই কখনও তাঁর বাড়ির বারান্দা থেকে নো মেকআপ লুকে ৷ আবার কখনও প্রকৃতির মাঝে বসে সূর্যের আলো মাখা নিজের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ৷ তিনি ভালোভাবেই জানেন সানকিসড সেলফির ট্রেন্ডে কীভাবে গা ভাসাতে হয় ৷
তাই তো অনুষ্কা শর্মা রবিবার নিজের ইনস্টাগ্রামে "গুড মর্নিং" মেসেজ-সহ একটি সানকিসড করা সেলফি শেয়ার করেছেন । ছবিতে 'রব নে বানা দি জোড়ি' অভিনেত্রীকে নো-মেকআপ লুকে দেখা গিয়েছে । তিনি হালকা গয়না-সহ একটি ফুল হাতা কালো টপ পড়ে ছিলেন ৷ এটি তার একটি স্টাইল স্টেটমেন্ট । তিনি কানে পরেছিলেন ছোট্ট একটি সোনার দুল, গলায় সরু একটি চেন এবং আঙুলে আংটি ৷ সঙ্গে ছিল পরিপাটি করে বাধা পনিটেল ৷ এই সাধারণ পোশাকেই মাত করেছে অনুষ্কা ৷ তাঁকে অসাধারণ লাগছিল ৷
অনুষ্কা আর পাঁচটা অভিনেত্রীর থেকে একটু আলাদা। তিনি সবসময়ই সাধারণের মতো থাকতে পছন্দ করেন ৷ নিজেকে সেভাবেই রাখেন এবং কখনই উগ্র মেকআপ করেন না । নিজস্বতাকে তুলে ধরেন ৷ তাঁর এই হাটকে স্টাইল স্টেটমেন্টই তাঁকে অন্যান্য সেলিব্রিটিদের থেকে আলাদা করে । মুখে মিষ্টি হাসি নিয়ে অনুষ্কার সকাল সকাল এই ছবি ভক্তদের মন কেড়েছে ৷ তাদের কাছে বিশাল চমক ছবিটি । অনুষ্কা কয়েকদিন আগেই ব্যাংককে ঘুরতে গিয়েছিলেন ৷ সেখানকার কিছু মজার ছবি তিনি শেয়ার করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে ।
কাজের ক্ষেত্রে অনুষ্কাকে সর্বশেষ দেখা গিয়েছে 'কালা' ছবিতে ক্যামিও রোলে ৷ এই সিনেমায় অনুষ্কা যে আছে তা একেবারে গোপন রাখা হয়েছিল ৷ ছবি মুক্তি পাওয়ার পরেই এই রহস্যের উন্মোচন হয় ৷ অনুষ্কা সবাইকে চমকে দিয়েছেন তাঁর ক্যামিও দিয়ে । বর্তমানে অনুষ্কা তাঁর আসন্ন সিনেমা 'চাকদা এক্সপ্রেস' (Chakda Xpress) নিয়ে ব্যস্ত । ছবিতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়িকা ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি । ছবিটি প্রযোজনা করছেন অনুষ্কার ভাই কর্ণেশ শর্মা তাঁর হোম প্রোডাকশন কোম্পানি ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে ।
আরও পড়ুন: বাবা বিরাটের পিঠে চেপে পাহাড় সফর ভামিকার, ঝলক শেয়ার করলেন মা অনুষ্কা