ETV Bharat / entertainment

Anushka Enjoys Croissant: ডায়েট ভুলে ক্রোসাঁয় মেতেছেন অনুষ্কা, দেখুন ছবি - অনুষ্কা শর্মা

স্বাস্থ্যকর ডায়েট ভুলে ক্রোসাঁয় মেতেছেন অনুষ্কা শর্মা (Anushka Enjoys Croissant)৷ সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ারও করেছেন তিনি (Anushka Sharma Instagram)৷

Anushka Sharma ETV Bharat
অনুষ্কা শর্মা
author img

By

Published : Mar 16, 2023, 6:42 PM IST

মুম্বই, 16 মার্চ: চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের ৷ কখনও সাইজ জিরো হতে হয়, আবার কখনও অত্যধিক মোটাও হতে হয় ৷ সেই মতোই পরিবর্তিত হয় তাঁদের জীবনযাপন ৷ তবে এ সবের বাইরে বেরিয়ে শুধুই সাধ-আহ্লাদ পূরণ করতেও দেখা যায় তাঁদের ৷ বৃহস্পতিবার সে রকমই করতে দেখা গেল অভিনেত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma Instagram)৷ নিজেদের রুটিনে বাঁধা স্বাস্থ্যকর ডায়েটকে জলাঞ্জলি দিয়ে আজ তিনি জিভের কথা শুনেছেন ৷ আর উপভোগ করেছেন সুস্বাদু ক্রোসাঁ (Anushka Enjoys Croissant)৷

জিভে জল আনা সেই স্বাদের রেশ ভক্তদের কাছে পৌঁছে দিতে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি শেয়ার করেছেন অনুষ্কা ৷ বুঝিয়ে দিয়েছেন যে সুস্বাদু ক্রোসাঁ তাঁর মনকে একেবারে উৎফুল্ল করে দিয়েছে ৷ প্রথম ছবিতে তাঁকে একটি ওভারসাইজ টি-শার্ট পরে মজাদার পোজ দিতে দেখা গিয়েছে ৷ আঙুলে লেগে রয়েছে চকোলেট ৷ একটি প্লেটে আধ-খাওয়া একটি ক্রোসাঁর ছবিও পোস্ট করেছেন বলিউডের 'পরী'৷

ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "ক্রোসাঁ হাই ।" ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভক্ত এবং বন্ধুরা অনুষ্কার মন্তব্য বিভাগকে বানভাসি করেছেন ৷ একজন ব্যবহারকারী লিখেছেন, "ক্যালোরিও বেশি ।"

আরও পড়ুন: অসুস্থ শরীরে সেঞ্চুরি ! বিরাটকে অনুপ্রেরণা বলে উল্লেখ অনুষ্কার

এ দিকে, কর্মক্ষেত্রে অনুষ্কাকে বহুল আলোচিত চলচ্চিত্র 'চাকদা এক্সপ্রেস'-এ কিংবদন্তি প্রাক্তন ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ৷ ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি ৷ প্রসিত রায় পরিচালিত 'চাকদা এক্সপ্রেস' হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে তৈরি একটি স্পোর্টস বায়োপিক, যা একচেটিয়াভাবে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে ।

2018 সালে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত 'জিরো'-এর পরে 'চাকদা এক্সপ্রেস'-এ প্রত্যাবর্তন ঘটতে চলেছে অনুষ্কা শর্মার ৷ এই ফিল্মে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ অভিনেত্রীকে তাঁর কেরিয়ারে প্রথমবার একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে । অনুষ্কার ভাই কর্ণেশ শর্মা তাঁর নিজের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে ‘চাকদা এক্সপ্রেস’ প্রযোজনা করছেন ।

মুম্বই, 16 মার্চ: চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের ৷ কখনও সাইজ জিরো হতে হয়, আবার কখনও অত্যধিক মোটাও হতে হয় ৷ সেই মতোই পরিবর্তিত হয় তাঁদের জীবনযাপন ৷ তবে এ সবের বাইরে বেরিয়ে শুধুই সাধ-আহ্লাদ পূরণ করতেও দেখা যায় তাঁদের ৷ বৃহস্পতিবার সে রকমই করতে দেখা গেল অভিনেত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma Instagram)৷ নিজেদের রুটিনে বাঁধা স্বাস্থ্যকর ডায়েটকে জলাঞ্জলি দিয়ে আজ তিনি জিভের কথা শুনেছেন ৷ আর উপভোগ করেছেন সুস্বাদু ক্রোসাঁ (Anushka Enjoys Croissant)৷

জিভে জল আনা সেই স্বাদের রেশ ভক্তদের কাছে পৌঁছে দিতে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি শেয়ার করেছেন অনুষ্কা ৷ বুঝিয়ে দিয়েছেন যে সুস্বাদু ক্রোসাঁ তাঁর মনকে একেবারে উৎফুল্ল করে দিয়েছে ৷ প্রথম ছবিতে তাঁকে একটি ওভারসাইজ টি-শার্ট পরে মজাদার পোজ দিতে দেখা গিয়েছে ৷ আঙুলে লেগে রয়েছে চকোলেট ৷ একটি প্লেটে আধ-খাওয়া একটি ক্রোসাঁর ছবিও পোস্ট করেছেন বলিউডের 'পরী'৷

ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "ক্রোসাঁ হাই ।" ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভক্ত এবং বন্ধুরা অনুষ্কার মন্তব্য বিভাগকে বানভাসি করেছেন ৷ একজন ব্যবহারকারী লিখেছেন, "ক্যালোরিও বেশি ।"

আরও পড়ুন: অসুস্থ শরীরে সেঞ্চুরি ! বিরাটকে অনুপ্রেরণা বলে উল্লেখ অনুষ্কার

এ দিকে, কর্মক্ষেত্রে অনুষ্কাকে বহুল আলোচিত চলচ্চিত্র 'চাকদা এক্সপ্রেস'-এ কিংবদন্তি প্রাক্তন ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ৷ ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি ৷ প্রসিত রায় পরিচালিত 'চাকদা এক্সপ্রেস' হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে তৈরি একটি স্পোর্টস বায়োপিক, যা একচেটিয়াভাবে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে ।

2018 সালে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত 'জিরো'-এর পরে 'চাকদা এক্সপ্রেস'-এ প্রত্যাবর্তন ঘটতে চলেছে অনুষ্কা শর্মার ৷ এই ফিল্মে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ অভিনেত্রীকে তাঁর কেরিয়ারে প্রথমবার একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে । অনুষ্কার ভাই কর্ণেশ শর্মা তাঁর নিজের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে ‘চাকদা এক্সপ্রেস’ প্রযোজনা করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.