কলকাতা, 21 অক্টোবর: চাকদা এক্সপ্রেসের (Chakda Xpress) শ্যুটিং-এর সুবাদে বাংলায় রয়েছেন বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Enjoys Kolkata Street Food)৷ আর রাজ্যের বা দেশের বাইরের যাঁরাই বঙ্গে এসেছেন, তাঁরা বাঙালির রসনার স্বাদ নেননি এমন নজির বিশেষ মেলে না ৷ বিরাট-ঘরণীও বাদ গেলেন না ৷ শুটিং-এর ফাঁকে তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন মহানগরীর রকমারি স্ট্রিট-ফুড ৷ কখনও ঝালমুড়ির স্বাদে জিভকে তৃপ্ত করলেন, তো কখনও রাস্তায় কেটে দেওয়া পেয়ারায় কামড় বসালেন ৷ তিনি যে বাংলার খাবারের প্রেমে পড়ে গিয়েছেন, তা বোঝা গেল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ৷
শুক্রবার সকালে অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক কলকাতার স্ট্রিট ফুড পোস্ট করেছেন ৷ তাঁর ডায়েটের অংশ হিসাবে স্বাস্থ্যকর সেই সব রাস্তার খাবারই শ্যুটিং-এর ফাঁকে খাচ্ছেন বলে জানালেন অভিনেত্রী ৷ তিনি একটি রাস্তার বিক্রেতার ভিডিয়োও পোস্ট করেছেন, যিনি মশলা, পেঁয়াজ, টমেটো সহযোগে জিভে জল আনা ঝালমুড়ি তৈরি করছেন ৷
একটি কাগজের ঠোঙায় ঝালমুড়ির ছবি শেয়ার করেছেন বিরাট-পত্নী ।
অন্য একটি স্টোরিতে অনুষ্কা এক টুকরো খবরের কাগজে পেয়ারার টুকরো ধরে রাখার একটি ছবিও পোস্ট করেছেন ।
আরও পড়ুন: Anushka in Kolkata: কলকাতায় পা রেখেই ইডেনে রাতভর চাকদহ এক্সপ্রেসের শুটিং-এ অনুষ্কা
পোস্টগুলির ক্যাপশনে তিনি লিখেছেন, "প্রাতঃরাশে ঝালমুড়ি ও পেয়ারা। কে আমার ডায়েট প্ল্যানিং-এ থাকতে চান ?"
চাকদা এক্সপ্রেসের শুটিংয়ে কলকাতায় রয়েছেন অনুষ্কা শর্মা । 2018 সালে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'জিরো'-এর পরে এই ফিল্ম দিয়ে ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে 'দিল ধড়কানে দো' অভিনেত্রীর ৷ প্রসিত রায় পরিচালিত, 'চাকদা এক্সপ্রেস' প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে তৈরি একটি স্পোর্টস বায়োপিক ফিল্ম ৷ এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে । ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও জানানো হয়নি ৷