ETV Bharat / entertainment

ICC World Cup 2023: সচিনকে ছুঁয়েছেন কোহলি, 'বিরাট' নজিরে অভিনন্দন অনুষ্কার - বিশ্বকাপ

জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে 49তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি ৷ শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা ৷

Etv Bharat
কেরিয়ারে 49তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 8:20 PM IST

হায়দরাবাদ, 5 নভেম্বর: নিজের জন্মদিনে নিজেকেই উপহার দিলেন বিরাট কোহলি ৷ ইডেনের মাঠে জীবনের 35তম জন্মদিনে, কেরিয়ারের 78তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট ৷ সোশাল মিডিয়ায় চিয়ার আপ করলেন স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ জন্মদিনের মাঠে ইডেন গার্ডেন্সে 'মেন ইন ব্লু' মুখোমুখি হয়েছে প্রোটিয়াদের ৷ সেখানে দুর্দান্ত ব্যাটিং চালিয়েছেন বিরাট ৷ গ্যালারিতে বসা দর্শকরা বিশ্বকাপের খেলায় হলেন বিরাট মুগ্ধ ৷

এদিন অনুষ্কা শর্মা, বিরাটের ভালো পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন ৷ বিশ্বকাপের শুরু থেকেই ব্যাটার বিরাট রয়েছেন দারুণ ফর্মে ৷ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে বিশ্বকাপ টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরিটা হাঁকালেন বিরাট ৷ ওয়ানডে ম্যাচে 49তম সেঞ্চুরি সংগ্রহে রাখলেন কোহলি ৷ ছুঁয়ে ফেললেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকে ৷

ICC World Cup 2023
সেঞ্চুরি হাঁকালেন বিরাট

ক্রিকেট কেরিয়ারে বহু প্রতীক্ষীত মাইলস্টোন ছোঁয়ার পরেই অনুষ্কার মতোই বিরটা অনুরাগীরা মেতেছেন আনন্দে ৷ অনুষ্কা সোশাল মিডিয়ায় খেলার মাঠের বিরাটের একটি ছবি শেয়ার করেন ৷ লেখেন, "নিজের জন্মদিনে নিজেকে দিলে উপহার ৷" ছবিতে দেখা যায়, শতরান করার পর আকাশের দিকে ব্যাট উঁচিয়ে রয়েছেন ৷ কোহলির বোন ভাবনাও সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "যখন তুমি জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল সেরা সময় ৷ আর কী বলতে পারি ৷ এই জয় সেরা বিরাট ৷ তোমার জন্মদিন আরও স্পেশাল হয়ে উঠল এই সেঞ্চুরির মধ্য দিয়ে ৷ এইভাবেই চালিয়ে যাও ৷ ভগবান তোমাকে আশীর্বাদ করুন ৷ শুভ জন্মদিন ৷" অনুরাগীদের পাশাপাশি পিভি সিন্ধু, রণবীর সিংও সোশাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: নন্দনকাননে শতরান হাঁকিয়ে জন্মদিন উদযাপন কোহলির, ছুঁলেন মাস্টার-ব্লাস্টারের 'বিরাট' নজির

উল্লেখ্য, কোহলি এই ক্রিকেট বিশ্বকাপে ইতিমধ্যেই একটি সেঞ্চুরি আগে করে ফেলেছেন ৷ পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে 97 বলে তার অপরাজিত 103 রান করেছিলেন তিনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে জিতেছিল ভারত ৷ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট কোহলি ৷ ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটা সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রানে পিছিয়ে ছিলেন তিনি ৷ অবশেষে ক্রিকেট কেরিয়ারে নতুন এক ফলক ছুঁলেন বিরাট কোহলি ৷

হায়দরাবাদ, 5 নভেম্বর: নিজের জন্মদিনে নিজেকেই উপহার দিলেন বিরাট কোহলি ৷ ইডেনের মাঠে জীবনের 35তম জন্মদিনে, কেরিয়ারের 78তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট ৷ সোশাল মিডিয়ায় চিয়ার আপ করলেন স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ জন্মদিনের মাঠে ইডেন গার্ডেন্সে 'মেন ইন ব্লু' মুখোমুখি হয়েছে প্রোটিয়াদের ৷ সেখানে দুর্দান্ত ব্যাটিং চালিয়েছেন বিরাট ৷ গ্যালারিতে বসা দর্শকরা বিশ্বকাপের খেলায় হলেন বিরাট মুগ্ধ ৷

এদিন অনুষ্কা শর্মা, বিরাটের ভালো পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন ৷ বিশ্বকাপের শুরু থেকেই ব্যাটার বিরাট রয়েছেন দারুণ ফর্মে ৷ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে বিশ্বকাপ টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরিটা হাঁকালেন বিরাট ৷ ওয়ানডে ম্যাচে 49তম সেঞ্চুরি সংগ্রহে রাখলেন কোহলি ৷ ছুঁয়ে ফেললেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকে ৷

ICC World Cup 2023
সেঞ্চুরি হাঁকালেন বিরাট

ক্রিকেট কেরিয়ারে বহু প্রতীক্ষীত মাইলস্টোন ছোঁয়ার পরেই অনুষ্কার মতোই বিরটা অনুরাগীরা মেতেছেন আনন্দে ৷ অনুষ্কা সোশাল মিডিয়ায় খেলার মাঠের বিরাটের একটি ছবি শেয়ার করেন ৷ লেখেন, "নিজের জন্মদিনে নিজেকে দিলে উপহার ৷" ছবিতে দেখা যায়, শতরান করার পর আকাশের দিকে ব্যাট উঁচিয়ে রয়েছেন ৷ কোহলির বোন ভাবনাও সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "যখন তুমি জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল সেরা সময় ৷ আর কী বলতে পারি ৷ এই জয় সেরা বিরাট ৷ তোমার জন্মদিন আরও স্পেশাল হয়ে উঠল এই সেঞ্চুরির মধ্য দিয়ে ৷ এইভাবেই চালিয়ে যাও ৷ ভগবান তোমাকে আশীর্বাদ করুন ৷ শুভ জন্মদিন ৷" অনুরাগীদের পাশাপাশি পিভি সিন্ধু, রণবীর সিংও সোশাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: নন্দনকাননে শতরান হাঁকিয়ে জন্মদিন উদযাপন কোহলির, ছুঁলেন মাস্টার-ব্লাস্টারের 'বিরাট' নজির

উল্লেখ্য, কোহলি এই ক্রিকেট বিশ্বকাপে ইতিমধ্যেই একটি সেঞ্চুরি আগে করে ফেলেছেন ৷ পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে 97 বলে তার অপরাজিত 103 রান করেছিলেন তিনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে জিতেছিল ভারত ৷ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট কোহলি ৷ ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটা সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রানে পিছিয়ে ছিলেন তিনি ৷ অবশেষে ক্রিকেট কেরিয়ারে নতুন এক ফলক ছুঁলেন বিরাট কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.