হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: পরিচালক হিসাবে কিছুদিন আগেই পেয়েছেন জাতীয় পুরস্কার ৷ এবার নয়া দায়িত্ব নিতে চলেছেন অভিনেতা আর.মাধবন ৷ পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সংক্ষেপে এফটিআইআই-এর প্রধান হলেন মাধবন ৷ পাশাপাশি সরকারি পর্ষদের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন অভিনেতা ৷ শুক্রবার এমন খবর সামনে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷
সামাজিক মাধ্যমে এক্স (টুইট)করে তিনি বলেন, "আন্তরিক অভিনন্দন অভিনেতা মাধবনকে ৷ এফটিআইআই-এর প্রধান ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনীত হওয়ার জন্য শুভেচ্ছা ৷ আমি নিশ্চিত যে আপনার অভিজ্ঞতা এবং দৃঢ় নৈতিকতা এই ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে, ইতিবাচক পরিবর্তন আনবে এবং এটিকে উচ্চ স্তরে নিয়ে যাবে। আপনাকে আমার শুভেচ্ছা।"
এরপরেই প্রতিক্রিয়া জানান মাধবনও ৷ তিনি বলেন, "ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্য ৷ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ আমাকে নিয়ে আপনার যে প্রত্যাশা রয়েছে তা পূরণের চেষ্টা করব ৷"
অভিনেতার পর পরিচালনার কাজে সফলতা অর্জন করেছেন মাধবন ৷ তাঁর প্রথম ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এর ঝুলিতে এসেছে সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার ৷ 2022 সালে মুক্তি পাওয়া এই ছবি নাম্বি নারায়ণ-এর জীবনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ৷ তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একজন বিজ্ঞানী ছিলেন ৷ ছবির চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনার দায়িত্ব সামলেছেন অভিনেতা মাধবন ৷ ছ’টি ভাষায় ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পায় 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ৷ ছবিটি 5 অগস্ট দেখানো হয়েছিল পার্লামেন্টে ৷ সেখানে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে 'রকেট্রি' ৷ ছবির শুটিং ভারতের পাশাপাশি ফ্রান্স, কানাডা, জর্জিয়া ও সার্বিয়াতে হয়েছে ৷ শাহরুখ খান ও দক্ষিণী অভিনেতা সূর্যকে দেখা গিয়েছে ক্যামিও চরিত্রে ৷
-
Thank you so very much for the honor and kind wishes @ianuragthakur Ji. I will do my very best to live up to all the expectations. 🙏🙏 https://t.co/OHCKDS9cqt
— Ranganathan Madhavan (@ActorMadhavan) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you so very much for the honor and kind wishes @ianuragthakur Ji. I will do my very best to live up to all the expectations. 🙏🙏 https://t.co/OHCKDS9cqt
— Ranganathan Madhavan (@ActorMadhavan) September 1, 2023Thank you so very much for the honor and kind wishes @ianuragthakur Ji. I will do my very best to live up to all the expectations. 🙏🙏 https://t.co/OHCKDS9cqt
— Ranganathan Madhavan (@ActorMadhavan) September 1, 2023
আরও পড়ুন: ‘বনবাস’ কাটিয়ে বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা, ‘পুরাতন’ দিয়েই নতুন শুরু সত্যজিতের নায়িকার
মাধবন অভিনেতা হিসাবে 'রং দে বসন্তী', 'বিক্রম বেদা', 'থ্রি ইডিয়টস'-এর মতো সেরা ছবি উপহার দিয়েছেন তিনি ৷ এবার নতুন এই দায়িত্ব তিনি ভালোভাবেই সামলাতে পারবেন, কামনা অনুরাগীদের ৷