ETV Bharat / entertainment

Anurag Questions 'Equality' in Bollywood: বলিউডে সমান অধিকারের প্রশ্নে সরব অনুরাগ, অভিযোগ সলমনের ছবি নিয়েও - পরিচালক অনুরাগ কাশ্যপ

বলিউডে সমান অধিকার নিয়ে সরব পরিচালক অনুরাগ কাশ্যপ ৷ ছবির সাফল্য কীভাবে বলিউডে নির্বাচিত হয়, সেই সম্পর্কে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা ৷ জানিয়েছেন সলমন খানের ছবির জন্য কীভাবে, তাঁর ছবি নামিয়ে দেওয়া হয়েছিল প্রেক্ষাগৃহ থেকে ৷

Anurag Questions 'Equality' in Bollywood
বলিউডে সমান অধিকারের প্রশ্নে সরব অনুরাগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 4:40 PM IST

হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: বলিউডে সামনাধিকার প্রশ্নে ফের সোচ্চার হলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক ৷ গ্যাংস অফ ওয়াসিপুর খ্যাত পরিচালককে নানা চলচ্চিত্র উৎসবে দেখা যায় ৷ তবে অনেকেরই অভিযোগ তিনি নিজে এখনও পর্যন্ত আন্তর্জাতিক স্তরের কোনও ছবি তৈরি করেননি ৷ এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক ৷ তিনি জানিয়েছেন, যে ছবি এখনও পর্যন্ত তিনি পরিচালনা করেছেন তা এখনও বিশ্ব চলচ্চিত্র মঞ্চে পৌঁছতে পারে ৷ কিন্তু এই ইন্ডাষ্ট্রিতে ছবির সাফল্য নির্ভর করে প্রোমোশনের উপরে ৷ আর তা নিয়ন্ত্রিতও হয় ৷ অনুরাগের মতোই অভিনেত্রী কঙ্গনা রানাউতও বলিউডে সমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । যেখানে কাশ্যপের মতোই তাঁকে বিস্ফোরক হতে দেখা যায় ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'বোম্বে ভেলভেট'-এর পরিচালক জানান, বলিউডে ছবির জগতে সাফল্য নিয়ন্ত্রিত হয় ট্রেড, বক্সঅফিস ও স্টার সিস্টেমের মাধ্যমে ৷ পার্থক্য বোঝাতে তিনি টেনে আনেন তামিল ও মালায়লম ইন্ডাষ্ট্রির প্রসঙ্গও ৷ তিনি জানিয়েছেন, দক্ষিণেও স্টার সিস্টেম কাজ করে ৷ কিন্তু সেই ইন্ডাষ্ট্রি বড় হিরো বা অভিনেতা ছাড়াও একাধিক হিট ছবি উপহার দেওয়ার ক্ষমতা রাখে ৷

তিনি বলেন, "দক্ষিণী ছবির জগতে প্রত্যেকের মধ্যে একটা সমতা কাজ করে ৷ সেখানে একটি ছবি মুক্তির আগে এমন কিছু প্রোমোশন করা হয় না ৷" তিনি আরও বলেন, "তামিলনাড়ুতে প্রত্যেকের টাকার অঙ্কে একটা সমতা থাকে ৷ স্তর অনুযায়ী সেই টাকার অঙ্ক সমান হয় ৷ কিন্তু বলিউডে একটা বড় ব্যানারের ছবি দমিয়ে রাখে ছোট বাজেটের ছবিগুলিকে ৷"

অনুরাগ বলেন, "2012 সালে যখন সলমন খানের 'এক থা টাইগার' মুক্তি পায়, তখন প্রেক্ষাগৃহ থেকে 'গ্যাংস অফ ওয়াসিপুর' নামিয়ে দেওয়া হয়েছিল ৷ মাত্র নয়দিনের মাথায় এই ছবি হল থেকে নামিয়ে দেওয়া হয় কারণ বড় ছবি মুক্তি পাবে ৷ এটা বলছি না যে, এই সিদ্ধান্ত একজন অভিনেতা বা একজন প্রযোজক নিয়ে থাকেন ৷ আসলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন হল কর্তৃপক্ষরা ৷ মাত্র নয়দিনে 'গ্যাংস অফ ওয়াসিপুর' 26 কোটি টাকার ব্যবসা করেছিল ৷ যদি আরও কিছুদিন প্রেক্ষাগৃহে থাকত এই ছবি, তাহলে আরও ভালো ব্যবসা করতে পারত ৷"

আরও পড়ুন: 'জেলার' সাফল্যের রেশ ! 100 কোটি টাকার সঙ্গে গাড়ি উপহার রজনীকান্তকে

'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিটি দুটি ভাগে মুক্তি পেয়েছিল ৷ জুনের 22 তারিখ ও অগস্টের 8 তারিখ এই ছবি দর্শকদের আকৃষ্ট করেছিল ৷ মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দীকি, পঙ্কজ ত্রিপাঠী, জয়দীপ আহলত, জয়দীপ শর্মা, পিয়ুশ মিশ্রা অভিনীত এই ছবি আলাদা জায়গা তৈরি করে নিয়েছিল ৷ অন্যদিকে, 15 অগস্ট মুক্তি পায় সলমন খানের 'এক থা টাইগার' ৷ ফলে প্রেক্ষাগৃহে খুব বেশিদিন চলেনি অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসিপুর' ৷

প্রথাগত বাণিজ্যিক চলচ্চিত্র থেকে সরে কাশ্যপ পরিচালিত ছবি কথা বলে বিতর্কিত কিছু বাস্তব প্রেক্ষাপটের । সেই সূত্র ধরেই কাশ্যপ, অনুভর সিনহা-সহ বেশ কয়েকজন পরিচালক বলিউডের বিরুদ্ধে এই সমতা না মেনে চলার অভিযোগ তুলে এসেছেন । ফের একবার কাশ্যপের গলায় পরিচিত বিরোধিতা ।

হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: বলিউডে সামনাধিকার প্রশ্নে ফের সোচ্চার হলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক ৷ গ্যাংস অফ ওয়াসিপুর খ্যাত পরিচালককে নানা চলচ্চিত্র উৎসবে দেখা যায় ৷ তবে অনেকেরই অভিযোগ তিনি নিজে এখনও পর্যন্ত আন্তর্জাতিক স্তরের কোনও ছবি তৈরি করেননি ৷ এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক ৷ তিনি জানিয়েছেন, যে ছবি এখনও পর্যন্ত তিনি পরিচালনা করেছেন তা এখনও বিশ্ব চলচ্চিত্র মঞ্চে পৌঁছতে পারে ৷ কিন্তু এই ইন্ডাষ্ট্রিতে ছবির সাফল্য নির্ভর করে প্রোমোশনের উপরে ৷ আর তা নিয়ন্ত্রিতও হয় ৷ অনুরাগের মতোই অভিনেত্রী কঙ্গনা রানাউতও বলিউডে সমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । যেখানে কাশ্যপের মতোই তাঁকে বিস্ফোরক হতে দেখা যায় ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'বোম্বে ভেলভেট'-এর পরিচালক জানান, বলিউডে ছবির জগতে সাফল্য নিয়ন্ত্রিত হয় ট্রেড, বক্সঅফিস ও স্টার সিস্টেমের মাধ্যমে ৷ পার্থক্য বোঝাতে তিনি টেনে আনেন তামিল ও মালায়লম ইন্ডাষ্ট্রির প্রসঙ্গও ৷ তিনি জানিয়েছেন, দক্ষিণেও স্টার সিস্টেম কাজ করে ৷ কিন্তু সেই ইন্ডাষ্ট্রি বড় হিরো বা অভিনেতা ছাড়াও একাধিক হিট ছবি উপহার দেওয়ার ক্ষমতা রাখে ৷

তিনি বলেন, "দক্ষিণী ছবির জগতে প্রত্যেকের মধ্যে একটা সমতা কাজ করে ৷ সেখানে একটি ছবি মুক্তির আগে এমন কিছু প্রোমোশন করা হয় না ৷" তিনি আরও বলেন, "তামিলনাড়ুতে প্রত্যেকের টাকার অঙ্কে একটা সমতা থাকে ৷ স্তর অনুযায়ী সেই টাকার অঙ্ক সমান হয় ৷ কিন্তু বলিউডে একটা বড় ব্যানারের ছবি দমিয়ে রাখে ছোট বাজেটের ছবিগুলিকে ৷"

অনুরাগ বলেন, "2012 সালে যখন সলমন খানের 'এক থা টাইগার' মুক্তি পায়, তখন প্রেক্ষাগৃহ থেকে 'গ্যাংস অফ ওয়াসিপুর' নামিয়ে দেওয়া হয়েছিল ৷ মাত্র নয়দিনের মাথায় এই ছবি হল থেকে নামিয়ে দেওয়া হয় কারণ বড় ছবি মুক্তি পাবে ৷ এটা বলছি না যে, এই সিদ্ধান্ত একজন অভিনেতা বা একজন প্রযোজক নিয়ে থাকেন ৷ আসলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন হল কর্তৃপক্ষরা ৷ মাত্র নয়দিনে 'গ্যাংস অফ ওয়াসিপুর' 26 কোটি টাকার ব্যবসা করেছিল ৷ যদি আরও কিছুদিন প্রেক্ষাগৃহে থাকত এই ছবি, তাহলে আরও ভালো ব্যবসা করতে পারত ৷"

আরও পড়ুন: 'জেলার' সাফল্যের রেশ ! 100 কোটি টাকার সঙ্গে গাড়ি উপহার রজনীকান্তকে

'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিটি দুটি ভাগে মুক্তি পেয়েছিল ৷ জুনের 22 তারিখ ও অগস্টের 8 তারিখ এই ছবি দর্শকদের আকৃষ্ট করেছিল ৷ মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দীকি, পঙ্কজ ত্রিপাঠী, জয়দীপ আহলত, জয়দীপ শর্মা, পিয়ুশ মিশ্রা অভিনীত এই ছবি আলাদা জায়গা তৈরি করে নিয়েছিল ৷ অন্যদিকে, 15 অগস্ট মুক্তি পায় সলমন খানের 'এক থা টাইগার' ৷ ফলে প্রেক্ষাগৃহে খুব বেশিদিন চলেনি অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসিপুর' ৷

প্রথাগত বাণিজ্যিক চলচ্চিত্র থেকে সরে কাশ্যপ পরিচালিত ছবি কথা বলে বিতর্কিত কিছু বাস্তব প্রেক্ষাপটের । সেই সূত্র ধরেই কাশ্যপ, অনুভর সিনহা-সহ বেশ কয়েকজন পরিচালক বলিউডের বিরুদ্ধে এই সমতা না মেনে চলার অভিযোগ তুলে এসেছেন । ফের একবার কাশ্যপের গলায় পরিচিত বিরোধিতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.