ETV Bharat / entertainment

'অভিনয়ে ভীষণ ভয়, নায়ক-নায়িকার পাশ দিয়ে হেঁটে চলে যেতে রাজি', ইটিভি ভারতে অকপট অনুপম - অনুপম রায়

Anupam on New Song: অনেকেই বলেন বাংলা গানের ঘরানায় বড় বদল এনেছেন অনুপম রায় ৷ 'অটোগ্রাফ' ছবি থেকে শুরু হওয়া এই সফর আজও একইরকম রঙিন ৷ নতুন বই থেকে অভিনয় সমস্ত কিছু নিয়ে মুখ খুললেন এই গায়ক ৷

Anupam Roy
নায়িকার পাশ দিয়ে হেঁটে চলে যেতে রাজি অনুপম রায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 9:23 PM IST

কলকাতা: অসংখ্য মানুষের অনুরোধে 'দশম অবতার'-এ অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া 'বাউণ্ডুলে ঘুড়ি' গানটির রেকর্ড করলেন গানের গীতিকার ও সুরকার অনুপম রায় । সম্প্রতি এসভিএফ মিউজিক থেকে রিলিজ করেছে সেই গান । এর আগেও ঘটেছে এরকম ঘটনা। শিল্পী তথা সুরকার অনুপম রায়কে 'প্রাক্তন' ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে । আর কি কখনও অভিনয়ের অফার পেলে করবেন তিনি? ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন অনুপম রায় ।

ইটিভি ভারত: শ্রোতা এবার আপনার কণ্ঠে 'বাউণ্ডুলে ঘুড়ি' শুনল। কেমন লাগল এমন একটি জনপ্রিয় গান গেয়ে ৷ কী বলবেন?

অনুপম: খুবই ভালো লাগার মতো একটা ঘটনা । তার কারণ গানটাকে অনেক ভালোবাসা দিয়েছেন মানুষ । আমার কণ্ঠে গানটা রেকর্ড হিসেবে পাওয়ার জন্য বহু মানুষের মেসেজ পেয়েছি । একজন শিল্পীর এর থেকে বেশি আর কী চাই? তবে, এবারই প্রথম নয় । এর আগে 'দৃষ্টিকোণ' ছবির 'আলাদা আলাদা' গানটা ইমনের গলায় ছিল । আমি বাড়িতে বসে গিটার বাজিয়ে মানুষকে শোনানোর জন্য গেয়েছিলাম । সেটা এত জনপ্রিয় হয়ে ওঠে যে পরে শ্রোতার অনুরোধেই আমাকে রেকর্ড করতে হয় গানটা । তা ছাড়া 'জুলফিকর'-এ শান আর শ্রেয়ার কণ্ঠে 'কাটাকুটি খেলা' গানটাও পরে আমি রেকর্ড করি । পরে ওটার অ্যাকোয়েস্টিক ভার্সন আছে আমার কণ্ঠে ।

ইটিভি ভারত: সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'টেক্কা'য় গান বাঁধছেন অনুপম ৷ পাশাপাশি লেখক হিসাবেও কি পাওয়া যাবে তাঁকে? বইমেলা আসছে । আপনার লেখা কোনও বই কি পাব এবার?

অনুপম: অবশ্যই। আগামী বইমেলায় আমার তিনটি নতুন বই রিলিজ করবে। সেটা ক্রমশ প্রকাশ্য।

ইটিভি ভারত: সকলের মতে, অনুপম রায়ের গানের ধরনটাই আলাদা। আপনার নিজের ভাবনাটা যদি একটু বলেন?

অনুপম: সঙ্গীত জগতের প্রত্যেকেরই ধারা আলাদা । আলাদা না-হলে কেউই সঙ্গীত জগতে থাকত না । আমরা সবাই একে অপরের থেকে আলাদা হয়েই কাজকর্ম করি । আর তাই স্বাধীনভাবে কাজ করতে পারি । কারও মতো করে যদি কাজ করি তা হলে আমার সেই গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে । সুতরাং আমি একা নয় প্রত্যেকটা সঙ্গীত শিল্পীই আলাদা ।

ইটিভি ভারত: আজকালকার কমার্শিয়াল ছবির গান প্রসঙ্গে কী বলবেন?

অনুপম: দেখুন, কমার্শিয়াল আর নন কমার্শিয়াল ছবির ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে । একসময়ে মনে করা হত আমি যে ধরনের গান তৈরি করছি, যেমন ধরুন 'অটোগ্রাফ' ছবিতে যেরকম গান আমি তৈরি করেছি সেগুলো কমার্শিয়াল নয় । অথচ দেখা গিয়েছে কত জনপ্রিয় হয়েছে আবার কত ব্যবসাও করেছে । তবে, অ্যাকশন, ডান্স ওরিয়ন্টেড ছবিতে আমি তো সেভাবে কাজ করি না । আরেক দিক থেকে দেখতে গেলে 'দশম অবতার' তো সেরকমই একটা ছবি । যথেষ্ট অ্যাকশন আছে ।

ইটিভি ভারত: 'প্রাক্তন' ছবিতে একটা ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছিল আপনাকে । পরবর্তীতে কি অনুপম রায়কে বড় কোনও চরিত্রে আমরা পেতে পারি কখনও?
অনুপম: অভিনয় করতে আমার ভীষণই ভয় লাগে । আমি পারি না অভিনয় করতে । তবে, করবই না তেমনটা নয় । দারুণ ইন্টারেস্টিং কিছু হলে করব । ইন্টারেস্টিং মানে নায়ক-নায়িকা গল্প করছেন আর আমি পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি । এই ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং । এরকম কিছু চরিত্র পেলে আমি রাজি ।

আরও পড়ুন:

  1. 25 বছর পর আবার করণের প্রজেক্টে সলমন, ভাইজানের জন্মদিনেই এল সুখবর
  2. 58 য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ?
  3. সিড কিয়ারা থেকে পরম পিয়া, রাহুল টু মুকেশ; সিনেদুনিয়া ও বাইজ গজে তেইশে প্রশংসিত তারকা বিবাহের ফ্ল্যাশ ব্যাক

কলকাতা: অসংখ্য মানুষের অনুরোধে 'দশম অবতার'-এ অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া 'বাউণ্ডুলে ঘুড়ি' গানটির রেকর্ড করলেন গানের গীতিকার ও সুরকার অনুপম রায় । সম্প্রতি এসভিএফ মিউজিক থেকে রিলিজ করেছে সেই গান । এর আগেও ঘটেছে এরকম ঘটনা। শিল্পী তথা সুরকার অনুপম রায়কে 'প্রাক্তন' ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে । আর কি কখনও অভিনয়ের অফার পেলে করবেন তিনি? ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন অনুপম রায় ।

ইটিভি ভারত: শ্রোতা এবার আপনার কণ্ঠে 'বাউণ্ডুলে ঘুড়ি' শুনল। কেমন লাগল এমন একটি জনপ্রিয় গান গেয়ে ৷ কী বলবেন?

অনুপম: খুবই ভালো লাগার মতো একটা ঘটনা । তার কারণ গানটাকে অনেক ভালোবাসা দিয়েছেন মানুষ । আমার কণ্ঠে গানটা রেকর্ড হিসেবে পাওয়ার জন্য বহু মানুষের মেসেজ পেয়েছি । একজন শিল্পীর এর থেকে বেশি আর কী চাই? তবে, এবারই প্রথম নয় । এর আগে 'দৃষ্টিকোণ' ছবির 'আলাদা আলাদা' গানটা ইমনের গলায় ছিল । আমি বাড়িতে বসে গিটার বাজিয়ে মানুষকে শোনানোর জন্য গেয়েছিলাম । সেটা এত জনপ্রিয় হয়ে ওঠে যে পরে শ্রোতার অনুরোধেই আমাকে রেকর্ড করতে হয় গানটা । তা ছাড়া 'জুলফিকর'-এ শান আর শ্রেয়ার কণ্ঠে 'কাটাকুটি খেলা' গানটাও পরে আমি রেকর্ড করি । পরে ওটার অ্যাকোয়েস্টিক ভার্সন আছে আমার কণ্ঠে ।

ইটিভি ভারত: সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'টেক্কা'য় গান বাঁধছেন অনুপম ৷ পাশাপাশি লেখক হিসাবেও কি পাওয়া যাবে তাঁকে? বইমেলা আসছে । আপনার লেখা কোনও বই কি পাব এবার?

অনুপম: অবশ্যই। আগামী বইমেলায় আমার তিনটি নতুন বই রিলিজ করবে। সেটা ক্রমশ প্রকাশ্য।

ইটিভি ভারত: সকলের মতে, অনুপম রায়ের গানের ধরনটাই আলাদা। আপনার নিজের ভাবনাটা যদি একটু বলেন?

অনুপম: সঙ্গীত জগতের প্রত্যেকেরই ধারা আলাদা । আলাদা না-হলে কেউই সঙ্গীত জগতে থাকত না । আমরা সবাই একে অপরের থেকে আলাদা হয়েই কাজকর্ম করি । আর তাই স্বাধীনভাবে কাজ করতে পারি । কারও মতো করে যদি কাজ করি তা হলে আমার সেই গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে । সুতরাং আমি একা নয় প্রত্যেকটা সঙ্গীত শিল্পীই আলাদা ।

ইটিভি ভারত: আজকালকার কমার্শিয়াল ছবির গান প্রসঙ্গে কী বলবেন?

অনুপম: দেখুন, কমার্শিয়াল আর নন কমার্শিয়াল ছবির ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে । একসময়ে মনে করা হত আমি যে ধরনের গান তৈরি করছি, যেমন ধরুন 'অটোগ্রাফ' ছবিতে যেরকম গান আমি তৈরি করেছি সেগুলো কমার্শিয়াল নয় । অথচ দেখা গিয়েছে কত জনপ্রিয় হয়েছে আবার কত ব্যবসাও করেছে । তবে, অ্যাকশন, ডান্স ওরিয়ন্টেড ছবিতে আমি তো সেভাবে কাজ করি না । আরেক দিক থেকে দেখতে গেলে 'দশম অবতার' তো সেরকমই একটা ছবি । যথেষ্ট অ্যাকশন আছে ।

ইটিভি ভারত: 'প্রাক্তন' ছবিতে একটা ছোট্ট দৃশ্যে দেখা গিয়েছিল আপনাকে । পরবর্তীতে কি অনুপম রায়কে বড় কোনও চরিত্রে আমরা পেতে পারি কখনও?
অনুপম: অভিনয় করতে আমার ভীষণই ভয় লাগে । আমি পারি না অভিনয় করতে । তবে, করবই না তেমনটা নয় । দারুণ ইন্টারেস্টিং কিছু হলে করব । ইন্টারেস্টিং মানে নায়ক-নায়িকা গল্প করছেন আর আমি পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি । এই ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং । এরকম কিছু চরিত্র পেলে আমি রাজি ।

আরও পড়ুন:

  1. 25 বছর পর আবার করণের প্রজেক্টে সলমন, ভাইজানের জন্মদিনেই এল সুখবর
  2. 58 য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ?
  3. সিড কিয়ারা থেকে পরম পিয়া, রাহুল টু মুকেশ; সিনেদুনিয়া ও বাইজ গজে তেইশে প্রশংসিত তারকা বিবাহের ফ্ল্যাশ ব্যাক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.