কলকাতা, 18 জানুয়ারি: দিনকয়েক আগে বাবার সঙ্গে স্কুটারে চেপে স্কুল যাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অনুপম রায়। বৃহস্পতিবার মায়ের সঙ্গে আদরমাখা ছবি পোস্ট করে আবেগী সঙ্গীতশিল্পী অনুপম রায়। জন্মদিনে সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে আবেগঘন 'বাউণ্ডুলে ঘুড়ি'র গায়ক ৷
পোস্টে তিনি লিখেছেন, "আমাকে বাংলা ভাষা ভালবাসতে শিখিয়েছে মা। সাহিত্য ও সঙ্গীতকে আঁকড়ে বেঁচে থাকার শিক্ষাও মায়ের থেকেই। শুভ জন্মদিন মা।" অনুপম রায়ের মায়ের দেওয়া বাংলা ভাষার শিক্ষা আজ যে সফল তা শিল্পীর গানের কথা শুনেই বলা যায়। বাংলা আধুনিক এবং ছায়াছবির গানে অন্য ঘরানা তৈরি করেছেন অনুপম ৷ তা সে সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে হোক বা নিজস্ব কণ্ঠে। 'বাইশে শ্রাবণ' থেকে 'দশম অবতার' তাঁর গান হয়ে উঠেছে বাংলা ছবির আলাদা আইডেন্টিটি। অনুপম রায় ইটিভি ভারতকে বলেছিলেন, "শুধু আমি নয়, প্রত্যেক শিল্পীর গানেই একটা আলাদা ধরন আছে। না হলে কেউ টিকে থাকত না সঙ্গীত জগতে। কাজও করতে পারত না স্বাধীনভাবে।"
শিল্পীর মায়ের জন্মদিনে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "মা-ই তো আমাদের প্রিয় ও প্রথম শিক্ষিকা ৷" আবার কেউ লিখেছেন, "আপনার জন্য একজন অনুপম রায় পেয়েছে বাঙালিরা ৷" কেউ আবার লেখেন, "খুব সুন্দর ছবি। আপনি এগিয়ে যাবেন। যাঁরা মা'কে ভালোবাসেন তাঁরা এগিয়ে যাবেনই। পৃথিবীর সকল মায়েদের প্রণাম, আপনার জননীকেও।"
সম্প্রতি 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অর্ধাঙ্গিনী' ছবির জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। সম্প্রতি 'বাউণ্ডুলে ঘুড়ি' গানটি রেকর্ড করেছেন অনুপম রায়। যে গান জনপ্রিয় হয়েছে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের কণ্ঠে। তবে শ্রোতা এবং ভক্তদের অনুরোধে গানটি নিজের কণ্ঠেও রেকর্ড করেছেন শিল্পী অনুপম। এর আগেও 'দৃষ্টিকোণ' ছবির 'আলাদা আলাদা' এবং 'জুলফিকর' ছবির 'কাটাকুটি' গানের পুনরায় রেকর্ড করেছেন তিনি।
পাশাপাশি, অরিজিৎ সিংয়ের শহর জিয়াগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে গান গেয়ে এলেন অনুপম। অগণিত শ্রোতার সমাবেশ ঘটে সেখানে। শুধু তাই নয়, এক মহিলা ভক্তের হাতে ছিল 'উইল ইউ ম্যারি মি' লেখা বোর্ড। বাংলা গানের দৌলতেই আমজনতার নয়নের মণি তিনি, তা একবার নয় প্রতিদিন প্রমাণিত হয় কলকাতা থেকে রাণাঘাট, কল্যাণী, জিয়াগঞ্জ থেকে বাংলা ও দেশের বাইরেও। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'টেক্কা'র সঙ্গীত পরিচালনা করতে চলেছেন তিনি। সেই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবকে। আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
আরও পড়ুন:
1. লাইটস ক্যামেরা মেগা: তথ্যচিত্রে এবার মেগা সিরিয়ালের অভিনেত্রীদের জীবন
2. 'বাংলা ইন্ডাস্ট্রির মান রাখার চেষ্টা করেছি', ফিল্মফেয়ার নমিনেশন পেয়ে প্রতিক্রিয়া টোটার
3. ছোটপর্দায় এবার মহিলা পুলিশকর্মীর গল্প, আসছে 'কনস্টেবল মঞ্জু'