ETV Bharat / entertainment

Anirban on Dev: 'দেবের সঙ্গে কাজ হতেই পারে, ও আমার সঙ্গে স্ক্রিনশেয়ার করবে তো ?' জানতে ইচ্ছুক অনির্বাণ - Dev New Film

দেবের সঙ্গে কাজ করতে রাজি, কিন্তু দেব রাজি তো ? ঠিক এভাবেই তাঁর দিকে দেবের কোর্টে ঠেলে দিলেন অনির্বাণ ভট্টাচার্য।

Anirban on Dev
দেবের সঙ্গে কাজ প্রসঙ্গে মুখ খুললেন অনির্বাণ
author img

By

Published : Jul 28, 2023, 10:29 PM IST

কলকাতা, 28 জুলাই: দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির ট্রেলার লঞ্চে হাজির হন অনির্বাণ ভট্টাচার্য । ব্যোমকেশ হিসাবে যথেষ্ট পরিচিত তিনি ৷ শুধু তাই নয় তিনিও সিরিজে অভিনয় এই গল্পের ব্যোমকেশ হিসাবে ৷ দেবের নাম ব্যোমকেশ হিসেবে সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছিল । এটার জন্য প্রস্তুত ছিলেন দেব । কিন্তু আগে যাঁরা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন তাঁরা এই ব্যাপারে টুঁ শব্দটি করেননি । বরং উৎসাহ দেখিয়েছেন দেবকে ।

অনির্বাণ তো বলেইছেন, "এই প্রথম কোনও ব্যোমকেশের সঙ্গে বইয়ের ব্যোমকেশের মুখ ও চেহারার প্যারামিটারের কোনও মিল নেই । হোক না একটু অন্যরকম । আমি আগ্রহী দেবকে ব্যোমকেশ হিসেবে দেখতে ।" ওদিকে ছবির টিজার লঞ্চে দেবকে বলতে শোনা যায়, "অনির্বাণ মাল্টিট্যালেন্টেড অভিনেতা । আমার মতো ছোটখাটো অভিনেতার অভিনয় দেখলে আমি খুশি হব ।" তবে ট্রেলার মুক্তির দিন সেই সন্দেহ মোচন হয়ে গেল ৷ দেব জানালেন নানান মাধ্যমে চলা বিতর্কের অবসান ঘটাতেই তিনি সৃজিত ও বাকিদের আহ্বান জানান ৷ আর তাঁরাও সানন্দে রাজি হয়ে যান ৷

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পাশাপাশি বসেই ছবির ঝলক দেখলেন দু'জনে ৷ ট্রেলার শেষ হতে অনির্বাণ করতালিও দেন । 11 অগস্ট 'দশম অবতার'-এর শুটিং রয়েছে। তাই 12 তারিখ অবশ্যই সিনেমা হলে গিয়ে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' দেখবেন বলে জানিয়েছেন অনির্বাণ । পরবর্তীতে কি দেবের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন অনির্বাণ ? কিংবা পরিচালক অনির্বাণ কখনও কি দেবকে কাস্টিং করবেন নিজের ছবিতে ?

আরও পড়ুন: রাজকুমারের সঙ্গে হাত মেলালেন দুলকর সলমন, জন্মদিনেই ট্রেলার নিয়ে বড় ঘোষণা

অভিনেতা বলেন, "আমি তো ছবি বানাতে নয়, অভিনয় করতে এসেছি । যাঁরা সিনেমা বানান তাঁদের সকলের বাড়িতেই একটা বুক র‍্যাক থাকে । আমার বাড়িতে সেটা নেই । তাই আমাকে সিনেমা বানাতে হলে অনেক ভেবে, বই খুঁজে, অনেকটা সময় নিয়ে বানাতে হবে । তাই এই মুহূর্তে সিনেমা বানানোর পরিকল্পনা নেই । তাই কাস্টিং-এর প্রশ্নও আসছে না । আর দেবের সঙ্গে অভিনয় করতেই পারি । অসুবিধা কোথায়? এই প্রশ্নটা দেবকেও করা উচিত যে ও আমার সঙ্গে স্ক্রিনশেয়ার করবে কি না ।" ফেলুদা এবং ব্যোমকেশ চরিত্রে একাধিক অভিনেতা অভিনয় করেছেন । দর্শক কোথাও গিয়ে বিভ্রান্ত হবেন না? এই প্রশ্নের জবাবে অনির্বাণ বলেন, "আমাদের দেশ ধর্মের দেশ । তেত্রিশ কোটি দেবদেবীকে আমরা পুজো করি । সাতটা ফেলুদা, ব্যোমকেশে কী এলো গেল?"

কলকাতা, 28 জুলাই: দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির ট্রেলার লঞ্চে হাজির হন অনির্বাণ ভট্টাচার্য । ব্যোমকেশ হিসাবে যথেষ্ট পরিচিত তিনি ৷ শুধু তাই নয় তিনিও সিরিজে অভিনয় এই গল্পের ব্যোমকেশ হিসাবে ৷ দেবের নাম ব্যোমকেশ হিসেবে সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছিল । এটার জন্য প্রস্তুত ছিলেন দেব । কিন্তু আগে যাঁরা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন তাঁরা এই ব্যাপারে টুঁ শব্দটি করেননি । বরং উৎসাহ দেখিয়েছেন দেবকে ।

অনির্বাণ তো বলেইছেন, "এই প্রথম কোনও ব্যোমকেশের সঙ্গে বইয়ের ব্যোমকেশের মুখ ও চেহারার প্যারামিটারের কোনও মিল নেই । হোক না একটু অন্যরকম । আমি আগ্রহী দেবকে ব্যোমকেশ হিসেবে দেখতে ।" ওদিকে ছবির টিজার লঞ্চে দেবকে বলতে শোনা যায়, "অনির্বাণ মাল্টিট্যালেন্টেড অভিনেতা । আমার মতো ছোটখাটো অভিনেতার অভিনয় দেখলে আমি খুশি হব ।" তবে ট্রেলার মুক্তির দিন সেই সন্দেহ মোচন হয়ে গেল ৷ দেব জানালেন নানান মাধ্যমে চলা বিতর্কের অবসান ঘটাতেই তিনি সৃজিত ও বাকিদের আহ্বান জানান ৷ আর তাঁরাও সানন্দে রাজি হয়ে যান ৷

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পাশাপাশি বসেই ছবির ঝলক দেখলেন দু'জনে ৷ ট্রেলার শেষ হতে অনির্বাণ করতালিও দেন । 11 অগস্ট 'দশম অবতার'-এর শুটিং রয়েছে। তাই 12 তারিখ অবশ্যই সিনেমা হলে গিয়ে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' দেখবেন বলে জানিয়েছেন অনির্বাণ । পরবর্তীতে কি দেবের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন অনির্বাণ ? কিংবা পরিচালক অনির্বাণ কখনও কি দেবকে কাস্টিং করবেন নিজের ছবিতে ?

আরও পড়ুন: রাজকুমারের সঙ্গে হাত মেলালেন দুলকর সলমন, জন্মদিনেই ট্রেলার নিয়ে বড় ঘোষণা

অভিনেতা বলেন, "আমি তো ছবি বানাতে নয়, অভিনয় করতে এসেছি । যাঁরা সিনেমা বানান তাঁদের সকলের বাড়িতেই একটা বুক র‍্যাক থাকে । আমার বাড়িতে সেটা নেই । তাই আমাকে সিনেমা বানাতে হলে অনেক ভেবে, বই খুঁজে, অনেকটা সময় নিয়ে বানাতে হবে । তাই এই মুহূর্তে সিনেমা বানানোর পরিকল্পনা নেই । তাই কাস্টিং-এর প্রশ্নও আসছে না । আর দেবের সঙ্গে অভিনয় করতেই পারি । অসুবিধা কোথায়? এই প্রশ্নটা দেবকেও করা উচিত যে ও আমার সঙ্গে স্ক্রিনশেয়ার করবে কি না ।" ফেলুদা এবং ব্যোমকেশ চরিত্রে একাধিক অভিনেতা অভিনয় করেছেন । দর্শক কোথাও গিয়ে বিভ্রান্ত হবেন না? এই প্রশ্নের জবাবে অনির্বাণ বলেন, "আমাদের দেশ ধর্মের দেশ । তেত্রিশ কোটি দেবদেবীকে আমরা পুজো করি । সাতটা ফেলুদা, ব্যোমকেশে কী এলো গেল?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.