হায়দরাবাদ, 24 অক্টোবর: রণবীর কাপুর-রশ্মিকা মন্দানার নতুন ছবি 'অ্যানিম্য়াল' নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবির হাত ধরে আরও একবার অ্যাকশন হিরো অবতারে হাজির হবেন রণবীর ৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার ৷ আর মঙ্গলবার অনুরাগীদের জন্য বিজয়া দশমীর বিশেষ উপহার নিয়ে হাজির হল টিম 'অ্যানিম্যাল' ৷ নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে প্রদর্শিত হল ছবির টিজার ৷ এদিন নির্মাতাদের তরফেই শেয়ার করা হয়েছে এই খবর ৷
টিম 'অ্যানিম্যাল' এদিন একটি ভিডিয়ো শেয়ার করেছে ইনস্টাগ্রামে ৷ ভিডিয়োতে দেখানো হয়েছে টাইমস স্কোয়ারে প্রদর্শিত হচ্ছে ছবির টিজারটি ৷ ক্যাপশানে নির্মাতারা লিখেছেন, "টিম 'অ্যানিম্যাল'-এর পক্ষ থেকে দশেরার (বিজয়া দশমী) শুভেচ্ছা ৷ টাইমস স্কোয়ারে আমাদের ছবির টিজার প্রদর্শন দেখে আমরা উচ্ছ্বসিত ৷"
রণবীর কাপুর এর আগে অভিনয় করেছিলেন 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিতে ৷ লভ রঞ্জনের এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে ৷ রোম্যান্টিক-কমেডি ঘরাণার এই ছবিতে রীতিমতো নজর কেড়েছিল রণবীরের অভিনয় ৷ বক্স অফিসেও বিপুল সাফল্য পেয়েছিল ছবিটি ৷ তবে অ্যাকশন অবতারে এর আগে তেমন সাফল্য পাননি তিনি ৷ 'শামশেরা' ছবিটি তো একেবারেই চলেনি বক্স অফিসে ৷ 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা'-তেও যত না নজর কেড়েছেন অ্যাকশন হিরো হিসাবে তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রণবীর কাপুর-আলিয়া ভাটের অনস্ক্রিন কেমিস্ট্রি ৷ তাই রণবীরের সামনে এবার বড় পরীক্ষা নিজেকে প্রমাণ করার ৷
-
Team #Animal wishes you all a very Happy #Dussehra 🙏🏼
— Animal The Film (@AnimalTheFilm) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are overwhelmed to see our #AnimalTeaser played at the iconic Times Square on this auspicious day ✨https://t.co/MES4xDqOhv#AnimalTakesOverTimesSquare #AnimalOn1stDec #AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor… pic.twitter.com/V7EiQj1sdw
">Team #Animal wishes you all a very Happy #Dussehra 🙏🏼
— Animal The Film (@AnimalTheFilm) October 24, 2023
We are overwhelmed to see our #AnimalTeaser played at the iconic Times Square on this auspicious day ✨https://t.co/MES4xDqOhv#AnimalTakesOverTimesSquare #AnimalOn1stDec #AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor… pic.twitter.com/V7EiQj1sdwTeam #Animal wishes you all a very Happy #Dussehra 🙏🏼
— Animal The Film (@AnimalTheFilm) October 24, 2023
We are overwhelmed to see our #AnimalTeaser played at the iconic Times Square on this auspicious day ✨https://t.co/MES4xDqOhv#AnimalTakesOverTimesSquare #AnimalOn1stDec #AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor… pic.twitter.com/V7EiQj1sdw
আরও পড়ুন: বিদেশি উৎসবে প্রিমিয়ার সৃজিত চঞ্চলের 'পদাতিক' ছবির, উচ্ছ্বসিত প্রযোজক
টাইম স্কোয়ারে ভারতীয় ছবির টিজার এর আগেও প্রদর্শিত হয়েছে ৷ দুলকর সলমনের 'কিং অফ কোথা' এবং শাহরুখ খানের 'জওয়ান' ছবির টিজারও প্রদর্শিত হয়েছিল টাইমস স্কোয়ারে ৷ আবার অন্য়দিকে আর মাধবনের 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ছবির ট্রেলারও মুক্তি পেয়েছিল টাইমস স্কোয়ারে ৷ এবার সেই তালিকায় যুক্ত হল রণবীরের নামও ৷ আগামী 1 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীরের 'অ্যানিম্যাল' ৷