ETV Bharat / entertainment

Animal Pre-teaser Out: প্রকাশ্যে অ্যানিম্যালের প্রি-টিজার, রণবীর জ্বরে কাবু নেটদুনিয়া - রণবীর কাপুর

অবশেষে সামনে এসেছে অ্যানিম্যাল ছবির প্রি-টিজার ৷ যা ইতিমধ্যেই কাবু করেছে দর্শকদের ৷ রণবীরের বিধ্বসংসী রূপ দেখে অবাক হয়েছেন সকলেই ৷

Animal pre-teaser out
প্রকাশ্যে অ্যানিম্যাল ছবির প্রি-টিজার
author img

By

Published : Jun 11, 2023, 7:42 PM IST

হায়দরাবাদ, 11 জুন: অপেক্ষার অবসান ৷ 'অ্যানিম্যাল'-এর প্রথম ঝলকে ঘায়েল দর্শকরা ৷ রবিবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল'-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়া। যা দেখে উল্লাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। এই ছবিতে রণবীর কাপুরের অবতার দেখে চেনা দায় ! প্রি-টিজারের 50 সেকেন্ডের ভিডিয়ো দেখেই আন্দাজ করা যায়, মারকাটারি ছবিতে রণবীর কোনও অংশে কম যাবেন না ৷

শনিবারই আগাম ঘোষণা করা হয়েছিল যে, রবিবার প্রকাশ্যে আসবে 'অ্যানিম্যাল'-এর প্রথম ঝলক। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে আসে ছবির প্রি-টিজার ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, পরনে সাদা শার্ট, আর নিচে দক্ষিণী স্টাইলে সাদা ধুতি। পায়ে স্নিকার্স পরে আচমকাই হাজির রণবীর। সামনে দাঁড়িয়ে রয়েছেন সোনালি মুখোশধারী বেশ কিছু মানুষজন ৷ হাতে কুড়ুল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সেইসব মুখোশধারীদের একের পর এক আঘাত করতে শুরু করেন তিনি ৷ অ্যাংরি ইয়ং ম্যানের ভয়ঙ্কর রূপ দেখে তখন পালাতে ব্যস্ত বাকিরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রি-টিজারের চমক আরও বাড়িয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। রণবীর যখন কুঠার হাতে একাই লড়ে যাচ্ছেন, তখন নেপথ্যে বাজছে এক পাঞ্জাবি গান।সিনে সমালোচক তরণ আদর্শ রণবীর কাপুরের অ্যানিম্যাল-ছবি প্রি-টিজার পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, " সামনে এসেছে রণবীর কাপুর-এর অ্যানিম্যাল প্রি-টিজার ৷ এটা তো শুধু ছোট্ট ঝলক, এবার ঝড় আসছে। রণবীরকে পুরো আগুন লাগছে।"

প্রি-টিজার ভিডিয়োর নিচে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, "অবশেষে যথাযথ অ্যাকশন ফিল্মে রণবীর।" আবার কেউ লিখেছেন, "এ তো দারুণ অ্যাকশন ৷ তবে এর জন্য আরও যথাযথ ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার ছিল।" কেউ আবার লিখেছেন, "অ্যানিম্যাল দেখার অপেক্ষায় আছি।" এর আগে 'অ্যানিম্যাল'-এর লুকে সাদা রক্তাক্ত শার্ট গায়ে কুড়ুল হাতে ধূমপান করতে দেখা গিয়েছিল রণবীরকে। তাঁর সেই লুকে চমকে গিয়েছিলেন অনেকেই। ইনস্টাগ্রামে রশ্মিকা মন্দানা প্রি-টিজার শেয়ার করেছেন। অভিনেত্রী লিখেছেন, "আপনি কি তৈরি? আমরা সবেমাত্র শুরু করছি! আর 2 মাস বাকি ৷

আরও পড়ুন: 'আদিপুরুষ' ছবির 10 হাজার টিকিট কিনলেন রাম চরণ

11 আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে অ্যানিম্যাল!" প্রসঙ্গত, হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল ও রশ্মিকা মন্দানা।

হায়দরাবাদ, 11 জুন: অপেক্ষার অবসান ৷ 'অ্যানিম্যাল'-এর প্রথম ঝলকে ঘায়েল দর্শকরা ৷ রবিবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল'-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়া। যা দেখে উল্লাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। এই ছবিতে রণবীর কাপুরের অবতার দেখে চেনা দায় ! প্রি-টিজারের 50 সেকেন্ডের ভিডিয়ো দেখেই আন্দাজ করা যায়, মারকাটারি ছবিতে রণবীর কোনও অংশে কম যাবেন না ৷

শনিবারই আগাম ঘোষণা করা হয়েছিল যে, রবিবার প্রকাশ্যে আসবে 'অ্যানিম্যাল'-এর প্রথম ঝলক। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে আসে ছবির প্রি-টিজার ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, পরনে সাদা শার্ট, আর নিচে দক্ষিণী স্টাইলে সাদা ধুতি। পায়ে স্নিকার্স পরে আচমকাই হাজির রণবীর। সামনে দাঁড়িয়ে রয়েছেন সোনালি মুখোশধারী বেশ কিছু মানুষজন ৷ হাতে কুড়ুল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সেইসব মুখোশধারীদের একের পর এক আঘাত করতে শুরু করেন তিনি ৷ অ্যাংরি ইয়ং ম্যানের ভয়ঙ্কর রূপ দেখে তখন পালাতে ব্যস্ত বাকিরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রি-টিজারের চমক আরও বাড়িয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। রণবীর যখন কুঠার হাতে একাই লড়ে যাচ্ছেন, তখন নেপথ্যে বাজছে এক পাঞ্জাবি গান।সিনে সমালোচক তরণ আদর্শ রণবীর কাপুরের অ্যানিম্যাল-ছবি প্রি-টিজার পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, " সামনে এসেছে রণবীর কাপুর-এর অ্যানিম্যাল প্রি-টিজার ৷ এটা তো শুধু ছোট্ট ঝলক, এবার ঝড় আসছে। রণবীরকে পুরো আগুন লাগছে।"

প্রি-টিজার ভিডিয়োর নিচে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, "অবশেষে যথাযথ অ্যাকশন ফিল্মে রণবীর।" আবার কেউ লিখেছেন, "এ তো দারুণ অ্যাকশন ৷ তবে এর জন্য আরও যথাযথ ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার ছিল।" কেউ আবার লিখেছেন, "অ্যানিম্যাল দেখার অপেক্ষায় আছি।" এর আগে 'অ্যানিম্যাল'-এর লুকে সাদা রক্তাক্ত শার্ট গায়ে কুড়ুল হাতে ধূমপান করতে দেখা গিয়েছিল রণবীরকে। তাঁর সেই লুকে চমকে গিয়েছিলেন অনেকেই। ইনস্টাগ্রামে রশ্মিকা মন্দানা প্রি-টিজার শেয়ার করেছেন। অভিনেত্রী লিখেছেন, "আপনি কি তৈরি? আমরা সবেমাত্র শুরু করছি! আর 2 মাস বাকি ৷

আরও পড়ুন: 'আদিপুরুষ' ছবির 10 হাজার টিকিট কিনলেন রাম চরণ

11 আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে অ্যানিম্যাল!" প্রসঙ্গত, হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল ও রশ্মিকা মন্দানা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.