হায়দরাবাদ, 29 নভেম্বর: এই প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা ৷ বেশ কিছু গানও প্রকাশ্যে এসেছে এই ছবির। সেখানে রণবীর-রশ্মিকার রসায়ন ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। সন্দীপ ভাঙা রেড্ডির পরিচালনায় 1 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'অ্যানিম্যাল'। তাঁর পরিচালিত আসন্ন ছবি 'অ্যানিম্যাল' নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে ৷ কিন্তু শেষ মুহূর্তে একাধিক কিছু বদলের মুখোমুখি এই ছবি ৷ রণবীর-রশ্মিকা ঘনিষ্ঠ দৃশ্য, শব্দ পালটে ফেলার নির্দেশ দেওয়া হল সন্দীপ ভাঙা রেড্ডিকে ৷
রণবীর কপুর অভিনীত ছবি অ্যানিমালকে সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও বেশকিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিটিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের অর্থাৎ 'এ' সার্টিফিকেট দেয়নি সঙ্গে পরিচালক সন্দীপ ভাঙা রেড্ডিকে পাঁচটি পরিবর্তন করতেও নির্দেশ দিয়েছেন। তারা টিম 'অ্যানিম্যাল'কে যে পরিবর্তনগুলি করতে বলেছে, তার মধ্যে একটি হল অন্তরঙ্গ দৃশ্যের দৈর্ঘ্য কমানো। যা রণবীর ও রশ্মিকার মধ্যে ঘটেছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এরপরে ওই রিপোর্ট অনুযায়ী, ছবিতে ব্যবহৃত 'ব্ল্যাক' এবং 'কস্টিউম'-এর মতো কয়েকটি শব্দ পরিবর্তন করার কথা বলা হয়েছে। যদিও শংসাপত্রে 'কালো' শব্দটি কীভাবে পরিবর্তন করা হয়েছে তা ব্যাখ্যা করে না ৷ তবে এটি উল্লেখ করে যে 'পোশাক'কে 'বস্ত্র' দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। উপরন্তু, কিছু সংলাপ যেমন 'কভি না' এবং 'কেয়া বোল রহে হো আপ'-এরও পরিবর্তন করা হয়েছে। সংলাপ অনুসারে সিনেমার সাবটাইটেলও পরিবর্তন করা হয়েছে।
এছাড়াও এক জায়গায় ব্যবহৃত নাটক শব্দটি মিউট করার নির্দেশ রয়েছে ৷ বাদ দিতে বলা হয়েছে একটি সংলাপের একটি সংলাপের সাবটাইটাল ৷ এছাড়াও আরও বেশ কিছু অংশে কোনও কোনও শব্দে আপত্তি জানানো হয়েছে ৷ এ ছাড়াও আরও বেশ কিছু অংশে কোনও কোনও শব্দে আপত্তি জানানো হয়েছে। ছবিটি তামিল, মালায়লাম, তেলুগু, হিন্দি এবং কন্নড়-সহ পাঁচটি ভাষায় 1 ডিসেম্বর মুক্তির দিন নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন: