হায়দরাবাদ, 13 ডিসেম্বর: দ্বাদশ দিনে পা রাখল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ৷ রণবীর কাপুরের এই ছবি বক্স অফিসে এখনও এগিয়ে চলেছে অশ্বমেধের ঘোড়ার মতোই ৷ দ্বিতীয় মঙ্গলবারের ছবির আয় দাঁড়িয়েছে 13 কোটি টাকা ৷ এমনটাই দাবি করা হয়েছে স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট ৷ এর আগে সোমবারে 13.8 কোটি টাকা আয় করেছিল 'অ্যানিম্যাল' ৷ রণবীর কাপুর-রশ্মিকা মন্দনার রসায়ণ, দাপুটে অ্যকশন সিকোয়েন্স, ক্রাইম এবং রোমাঞ্চ হলে রীতিমতো শোরগোল ফেলছে ৷ নজর কেড়েছেন তৃপ্তি ডিমরিও ৷ 'কলা'র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল ৷ এবার আদ্যপান্ত একটি কমার্শিয়াল ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করলেন তৃপ্তি ৷
12 দিনের আয়ের নিরিখে ভারতে ছবির মোট আয় দাঁড়িয়েছে 458.12 কোটি টাকা ৷ বিশেষজ্ঞদের দাবি, এই সপ্তাহের শেষেই 500 কোটির ক্লাবে ঢুকে পড়বে রণবীরের এই ব্লকবাস্টার ৷ যদিও প্রভাসের 'সালার' এবং শাহরুখ খানের 'ডানকি' ছবিটিও হলে আসতে চলেছে চলতি মাসের শেষেই ৷ 'ডানকি' ছবিটি মুক্তি পাবে আগামী 21 ডিসেম্বর ৷ আর 22 ডিসেম্বর মুক্তি পাবে 'সালার' ৷
'পাঠান', 'গদর 2', 'জওয়ান'-এর পর চতুর্থ হিন্দি ছবি হিসাবে এবছর বক্স অফিসে 500 কোটি ছুঁতে চলেছে 'অ্যানিম্যাল' ৷ আর গ্লোবাল কালেকশনের কথা বললে তো ইতিমধ্যেই 750 কোটিও ছাপিয়ে গিয়েছে রণবীরের নতুন ছবির আয় ৷ এর আগে তাঁর অভিনয় জীবনে কখনও এত বড় সাফল্য পাননি রণবীর ৷ রাজকুমার হিরানির সঙ্গে তাঁর 'সঞ্জু' ছবিটি হিট করেছিল ঠিকই তবে সে ছবিও 700 কোটির ক্লাবে ঢুকতে পারেনি ৷ এই ছবির আয় ছিল 590 কোটি টাকা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
বলিউডের জন্য়ও এটা একটা দারুণ বছর ৷ 'পাঠান', 'জওয়ান' দু'টি ছবিই এবছর বক্স অফিসে 1000 কোটির বেশি আয় করেছে ৷ হিন্দি ছবির ক্ষেত্রে এবছর বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে 'অ্যানিম্যাল' ৷ ছবির কাহিনি তৈরি হয়েছে বাবা আর ছেলের এক জটিল সম্পর্কের ওপর ভিত্তি করে ৷ শৈশব যদি বিকৃত হয় তাহলে কীভাবে তা প্রভাব ফেলে একটি মানুষের ওপর তা তুলে ধরে এই ছবি ৷ ছবি নিয়ে বিতর্কও কম হয়নি ৷ ছবিতে নারী চরিত্রগুলিকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে শোরগোল ৷ তবে বিতর্কের মাঝেও বেশ সফল এই ছবি ৷
আরও পড়়ুন: