হায়দরাবাদ, 9 এপ্রিল: 40 বছরের দুষ্টুমির দিন গিয়েছে, এখন সময় হয়ে গিয়েছে 60-এও সেক্সি হওয়ার । সম্প্রতি অনিল কাপুরের বেশ কিছু পোস্ট সেই কথাই বলছে । 66-তেও ঝক্কাস অভিনেতা অনিল কাপুর । সমান তালে এখনও টক্কর দিতে পারেন ইয়ং জেনারশেনের অভিনেতাদেরও । সোশাল মিডিয়ায় অনিল কাপুরের একের পর এক ওয়ার্কআউট সেশনের ছবি ও ভিডিয়ো দেখে অনুরাগীরা তেমন মন্তব্যই করছেন । মাইনাস 110 ডিগ্রি সেলসিয়াসে অনিল কাপুরের ওয়ার্কআউট ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে ।
রবিবার সিনিয়র এই অভিনেতা ছোট দুটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে দেখা গিয়েছে শার্টলেস হয়ে জগিং করতে করতে থাম্বস আপ দেখাচ্ছেন অনিল । ক্যাপশনে লিখেছেন, "40 বছরের দুষ্টুমির দিন গিয়েছে, এখন সময় হয়ে গিয়েছে 60-এও সেক্সি হওয়ার । হ্যাশট্যাগ ফাইটার মোড অন ।" ভিডিয়োটি সামনে আসতেই স্ত্রী সুনিতা কাপুর ভালোবাসা জানিয়েছেন । এছাড়াও রিয়া কাপুর, করণ বুলানি ও ভূমি পেদনেকর, কার্তিক আরিয়ান, জ্যাকি শ্রফ, বিপাশা বাসু, ফাতিমা সানা শেখের মতো তারকারাও অনিলের ডেডিকেশনের প্রশংসা করেছেন ।
উল্লেখ্য, মাইনাস 110 ডিগ্রি সেলসিয়াসে থাকাটাই একটা মারাত্মক বিষয় । কিন্তু এই ধরনের ওয়ার্কিং সেশনকে বলে ক্রায়ো থেরাপি । চিকিৎসকেরা সাধারণত এই থেরাপি দিয়ে থাকেন ত্বক ভালো রাখতে আবার কখনও লিভার, সার্ভিক্যাল ক্যানসার চিকিৎসায় । শরীরের অ্যাবনর্মাল টিস্যুকে নষ্ট করতে এই ধরনের থেরাপি নেওয়া হয়ে থাকে । ভিডিয়োতে এই থেরাপি নিতেই দেখা গিয়েছে অনিল কাপুরকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: পর্নসাইটে রয়েছে ছবি, বাবার কাছেও নির্যাতনের শিকার ! কালো অতীত নিয়ে সরব উরফি
প্রসঙ্গত, 'ফাইটার' ছবির জন্যই এত কসরত অভিনেতার । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশন । এছাড়াও রণবীর কাপুরের সঙ্গে সন্দীপ রেড্ডি পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিতেও দেখা যাবে অনিল কাপুরকে । সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'দ্যা নাইট ম্য়ানেজার' ওয়েব সিরিজে । আদিত্য রয় কাপুর, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা অনিল কাপুর ।