ETV Bharat / entertainment

Anil Kapoor workout video: বুড়ো হাড়ে ভেলকি! মাইনাস 110 ডিগ্রিতে অনিল কাপুরের ওয়ার্কআউট ভিডিয়ো ভাইরাল - Anil Kapoor workout video

দু'দশকের বেশি সময় কাটিয়ে দিয়েছেন টিনসেল টাউনে । কিন্তু এখনও ফিটনেস ও গুড লুক দিয়ে তিনি অনায়াসেই টেক্কা দিতে পারেন ইয়ং জেনারেশনকে । শরীর ভালো রাখতে তিনি কীরকম কসরত করতে পারেন তারই ছোট্ট নজির দেখা গিয়েছে সম্প্রতি শেয়ার করা এক ভিডিয়োতে।

Anil Kapoor workout video
অনিল কাপুরের ওয়ার্কআউট ভিডিয়ো ভাইরাল
author img

By

Published : Apr 9, 2023, 7:18 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল: 40 বছরের দুষ্টুমির দিন গিয়েছে, এখন সময় হয়ে গিয়েছে 60-এও সেক্সি হওয়ার । সম্প্রতি অনিল কাপুরের বেশ কিছু পোস্ট সেই কথাই বলছে । 66-তেও ঝক্কাস অভিনেতা অনিল কাপুর । সমান তালে এখনও টক্কর দিতে পারেন ইয়ং জেনারশেনের অভিনেতাদেরও । সোশাল মিডিয়ায় অনিল কাপুরের একের পর এক ওয়ার্কআউট সেশনের ছবি ও ভিডিয়ো দেখে অনুরাগীরা তেমন মন্তব্যই করছেন । মাইনাস 110 ডিগ্রি সেলসিয়াসে অনিল কাপুরের ওয়ার্কআউট ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে ।

রবিবার সিনিয়র এই অভিনেতা ছোট দুটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে দেখা গিয়েছে শার্টলেস হয়ে জগিং করতে করতে থাম্বস আপ দেখাচ্ছেন অনিল । ক্যাপশনে লিখেছেন, "40 বছরের দুষ্টুমির দিন গিয়েছে, এখন সময় হয়ে গিয়েছে 60-এও সেক্সি হওয়ার । হ্যাশট্যাগ ফাইটার মোড অন ।" ভিডিয়োটি সামনে আসতেই স্ত্রী সুনিতা কাপুর ভালোবাসা জানিয়েছেন । এছাড়াও রিয়া কাপুর, করণ বুলানি ও ভূমি পেদনেকর, কার্তিক আরিয়ান, জ্যাকি শ্রফ, বিপাশা বাসু, ফাতিমা সানা শেখের মতো তারকারাও অনিলের ডেডিকেশনের প্রশংসা করেছেন ।

উল্লেখ্য, মাইনাস 110 ডিগ্রি সেলসিয়াসে থাকাটাই একটা মারাত্মক বিষয় । কিন্তু এই ধরনের ওয়ার্কিং সেশনকে বলে ক্রায়ো থেরাপি । চিকিৎসকেরা সাধারণত এই থেরাপি দিয়ে থাকেন ত্বক ভালো রাখতে আবার কখনও লিভার, সার্ভিক্যাল ক্যানসার চিকিৎসায় । শরীরের অ্যাবনর্মাল টিস্যুকে নষ্ট করতে এই ধরনের থেরাপি নেওয়া হয়ে থাকে । ভিডিয়োতে এই থেরাপি নিতেই দেখা গিয়েছে অনিল কাপুরকে ।

আরও পড়ুন: পর্নসাইটে রয়েছে ছবি, বাবার কাছেও নির্যাতনের শিকার ! কালো অতীত নিয়ে সরব উরফি

প্রসঙ্গত, 'ফাইটার' ছবির জন্যই এত কসরত অভিনেতার । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশন । এছাড়াও রণবীর কাপুরের সঙ্গে সন্দীপ রেড্ডি পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিতেও দেখা যাবে অনিল কাপুরকে । সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'দ্যা নাইট ম্য়ানেজার' ওয়েব সিরিজে । আদিত্য রয় কাপুর, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা অনিল কাপুর ।

হায়দরাবাদ, 9 এপ্রিল: 40 বছরের দুষ্টুমির দিন গিয়েছে, এখন সময় হয়ে গিয়েছে 60-এও সেক্সি হওয়ার । সম্প্রতি অনিল কাপুরের বেশ কিছু পোস্ট সেই কথাই বলছে । 66-তেও ঝক্কাস অভিনেতা অনিল কাপুর । সমান তালে এখনও টক্কর দিতে পারেন ইয়ং জেনারশেনের অভিনেতাদেরও । সোশাল মিডিয়ায় অনিল কাপুরের একের পর এক ওয়ার্কআউট সেশনের ছবি ও ভিডিয়ো দেখে অনুরাগীরা তেমন মন্তব্যই করছেন । মাইনাস 110 ডিগ্রি সেলসিয়াসে অনিল কাপুরের ওয়ার্কআউট ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে ।

রবিবার সিনিয়র এই অভিনেতা ছোট দুটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে দেখা গিয়েছে শার্টলেস হয়ে জগিং করতে করতে থাম্বস আপ দেখাচ্ছেন অনিল । ক্যাপশনে লিখেছেন, "40 বছরের দুষ্টুমির দিন গিয়েছে, এখন সময় হয়ে গিয়েছে 60-এও সেক্সি হওয়ার । হ্যাশট্যাগ ফাইটার মোড অন ।" ভিডিয়োটি সামনে আসতেই স্ত্রী সুনিতা কাপুর ভালোবাসা জানিয়েছেন । এছাড়াও রিয়া কাপুর, করণ বুলানি ও ভূমি পেদনেকর, কার্তিক আরিয়ান, জ্যাকি শ্রফ, বিপাশা বাসু, ফাতিমা সানা শেখের মতো তারকারাও অনিলের ডেডিকেশনের প্রশংসা করেছেন ।

উল্লেখ্য, মাইনাস 110 ডিগ্রি সেলসিয়াসে থাকাটাই একটা মারাত্মক বিষয় । কিন্তু এই ধরনের ওয়ার্কিং সেশনকে বলে ক্রায়ো থেরাপি । চিকিৎসকেরা সাধারণত এই থেরাপি দিয়ে থাকেন ত্বক ভালো রাখতে আবার কখনও লিভার, সার্ভিক্যাল ক্যানসার চিকিৎসায় । শরীরের অ্যাবনর্মাল টিস্যুকে নষ্ট করতে এই ধরনের থেরাপি নেওয়া হয়ে থাকে । ভিডিয়োতে এই থেরাপি নিতেই দেখা গিয়েছে অনিল কাপুরকে ।

আরও পড়ুন: পর্নসাইটে রয়েছে ছবি, বাবার কাছেও নির্যাতনের শিকার ! কালো অতীত নিয়ে সরব উরফি

প্রসঙ্গত, 'ফাইটার' ছবির জন্যই এত কসরত অভিনেতার । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশন । এছাড়াও রণবীর কাপুরের সঙ্গে সন্দীপ রেড্ডি পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিতেও দেখা যাবে অনিল কাপুরকে । সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'দ্যা নাইট ম্য়ানেজার' ওয়েব সিরিজে । আদিত্য রয় কাপুর, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা অনিল কাপুর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.