ETV Bharat / entertainment

Ayushmann Khurrana Anek Trailer Out: সামনে এল আয়ুষ্মান-অনুভব জুটির নতুন ছবি 'অনেক'-এর ট্রেলার - Ayushmann Khurrana Anek Trailer Out

বৃহস্পতিবার সামনে এল আয়ুষ্মান খুরানার নতুন ছবি 'অনেক'-এর ট্রেলার ৷ এই ছবিতে আয়ুষ্মানকে জোশুয়া নামে একজন আন্ডারকভার পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখবেন দর্শকরা (Ayushmann Khurrana upcoming movie) ৷

Ayushmann Khurrana Anek Trailer Out
বৃহস্পতিবার সামনে এল আয়ুষ্মান খুরানার নতুন ছবি 'অনেক'-এর ট্রেলার
author img

By

Published : May 5, 2022, 6:14 PM IST

মুম্বই, 5 মে: বৃহস্পতিবার সামনে এল আয়ুষ্মান খুরানার নতুন ছবি অনেক ট্রেলার ৷ আয়ুষ্মান আগেই জানিয়েছিলেন এই রাজনৈতিক থ্রিলারটিতে তিনি এমন একটি চরিত্রে অভিনয় করছেন, যা তাঁকে শারীরিক এবং মানসিকভাবে একবারে শেষ সীমায় পৌঁছে দিয়েছে ৷ উত্তর-পূর্ব ভারতের জিয়ো-পলিটিক্যাল পটভূমির উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে আয়ুষ্মানকে জোশুয়া নামে একজন আন্ডারকভার পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখবেন দর্শকরা (Ayushmann Khurrana upcoming movie) ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন 'মুলুক', 'আর্টিকেল 15' খ্যাত পরিচালক অনুভব সিনহা ৷

এই ছবিটি এই বিদ্রোহের উত্থানের গল্পকে তুলে ধরে ৷ অভিনেতা সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন, "'অনেক' সত্যিকারের একজন ভারতীয় হয়ে ওঠার চেতনার উদযাপন ৷ তার আবেগপূর্ণ গল্প বলার ক্ষমতা দিয়ে অনুভব স্যার এই চলচ্চিত্রের জন্য় সর্বোচ্চ একটি মানদণ্ড স্থাপন করছেন ৷ আমার চরিত্র জোশুয়া আমাকে এমন কিছু করতে বাধ্য করেছে, যা আমি আগে কখনও করিনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ৷”

আরও পড়ুন : জমজমাটি আড্ডায় টুম্পা অটোওয়ালি

2015 সালে "আর্টিকেল 15"-এর পরে এই দ্বিতীয়বার অনুভব সিনহার সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে 27 মে ৷ আয়ুষ্মান ছাড়াও ছবিতে দেখা যাবে আন্দ্রেয়া কেভিচুসা, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র এবং জে ডি চক্রবর্তীকে ৷ টি সিরিজের ব্যানারে আসতে চলেছে অনুভবের এই নতুন প্রজেক্ট ৷

মুম্বই, 5 মে: বৃহস্পতিবার সামনে এল আয়ুষ্মান খুরানার নতুন ছবি অনেক ট্রেলার ৷ আয়ুষ্মান আগেই জানিয়েছিলেন এই রাজনৈতিক থ্রিলারটিতে তিনি এমন একটি চরিত্রে অভিনয় করছেন, যা তাঁকে শারীরিক এবং মানসিকভাবে একবারে শেষ সীমায় পৌঁছে দিয়েছে ৷ উত্তর-পূর্ব ভারতের জিয়ো-পলিটিক্যাল পটভূমির উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে আয়ুষ্মানকে জোশুয়া নামে একজন আন্ডারকভার পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখবেন দর্শকরা (Ayushmann Khurrana upcoming movie) ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন 'মুলুক', 'আর্টিকেল 15' খ্যাত পরিচালক অনুভব সিনহা ৷

এই ছবিটি এই বিদ্রোহের উত্থানের গল্পকে তুলে ধরে ৷ অভিনেতা সম্প্রতি একটি বিবৃতিতে বলেছেন, "'অনেক' সত্যিকারের একজন ভারতীয় হয়ে ওঠার চেতনার উদযাপন ৷ তার আবেগপূর্ণ গল্প বলার ক্ষমতা দিয়ে অনুভব স্যার এই চলচ্চিত্রের জন্য় সর্বোচ্চ একটি মানদণ্ড স্থাপন করছেন ৷ আমার চরিত্র জোশুয়া আমাকে এমন কিছু করতে বাধ্য করেছে, যা আমি আগে কখনও করিনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ৷”

আরও পড়ুন : জমজমাটি আড্ডায় টুম্পা অটোওয়ালি

2015 সালে "আর্টিকেল 15"-এর পরে এই দ্বিতীয়বার অনুভব সিনহার সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে 27 মে ৷ আয়ুষ্মান ছাড়াও ছবিতে দেখা যাবে আন্দ্রেয়া কেভিচুসা, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র এবং জে ডি চক্রবর্তীকে ৷ টি সিরিজের ব্যানারে আসতে চলেছে অনুভবের এই নতুন প্রজেক্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.