কলকাতা, 10 ডিসেম্বর: 15 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে 28তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' । চলবে 22 ডিসেম্বর অবধি(28th KIFF 2022 is Starting on 15 December )। 15 ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল পাঁচটায় উদ্বোধনে হাজির থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান, কুমার শানু, অরিজিৎ সিং, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বিভিন্ন বিশিষ্টজনেরা । উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
উদ্বোধনের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং রবীন্দ্র সদনে বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন জুটির জনপ্রিয় হিন্দি ছবি 'অভিমান'(Amitabh Jaya's Film Aviman will be shown in 28th KIFF 2022 ) । 57টি দেশ থেকে মোট 1078টি ছবির আবেদন এসেছিল এবার (28th KIFF 2022) । তার মধ্যে 42টি দেশ থেকে বেছে নেওয়া হয়েছে 183টি ছবিকে। দশটি জায়গায় দেখানো হবে ছবিগুলি । শো'য়ের সংখ্যা 215টি । 13টি ক্যাটগরিতে ভাগ করে নেওয়া হয়েছে ছবিগুলিকে ।
প্রতিযোগিতা বিভাগে রয়েছে মোট 66টি ছবি । বিভাগগুলি হল ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক), শর্ট ফিল্মস এবং ডকুমেন্টরি ফিল্মস । ছবিগুলি দেখানো হবে নন্দন-1,2,3-সহ রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও), রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল তীর্থ 1 এবং 2 এই সমস্ত প্রেক্ষাগৃহগুলিতে (Cinemas in 28th KIFF 2022)।
এবারের চলচ্চিত্র উৎসব নিয়ে বিস্তারিত জানাতে কলকাতার শিশির মঞ্চে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, হরনাথ চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, শান্তনু বসু, অনন্যা চক্রবর্তী এবং সুদেষ্ণা রায়।
আরও পড়ুন: নীল তিয়াসার জুটিতে আসছে 'বাংলা মিডিয়াম'
এবারে বিশেষ শ্রদ্ধা জানানো হবে তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিবকুমার শর্মা, অ্যাঞ্জেলা ল্যান্সবেরিকে। শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, ভারতী দেবী, কে. আসিফ, আলি আকবর খান এবং অন্যান্য় বেশকিছু কিংবদন্তিকে । এবার ক্রীড়া বিষয়ক বেশকিছু ছবিও দেখানো হবে বলে জানা গিয়েছে সাংবাদিক সম্মেলনে । দেখানো হবে '83', 'এম এস ধোনি', ' চক দে ইন্ডিয়া' , 'মেরি কম', 'কোনি' এবং 'ভাগ মিলখা ভাগ'।