ETV Bharat / entertainment

Big B thanks Elon Musk: 'তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক', ব্লু টিক ফিরে পেয়ে রসিকতা বচ্চনের

author img

By

Published : Apr 22, 2023, 12:51 PM IST

Updated : Apr 22, 2023, 2:56 PM IST

অমিতাভকে ব্লু টিক ফিরিয়ে দিল টুইটার ৷ ইলনকে ধন্যবাদ জানাতে গিয়ে টুইটারে কর্তাকে জড়িয়ে রসিকতা করতেও ছাড়লেন না বিগ বি ৷

Big B thanks Elon Musk
টুইটারে ব্লু টিক ফিরে পেয়ে রসিকতা বিগ বির

মুম্বই, 22 এপ্রিল: গতকালই টুইটারে তাঁর নামের পাশ থেকে ব্লু টিক মার্ক মুছে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ রসিকতার সুরে ইলনকে ব্যঙ্গ করেন তিনি ৷ এবার তাঁর ব্লু টিক মার্ক ফিরিয়ে দেওয়ার পরেও ইলনকে ঠিক একই রসিকতার সুরেই ধন্যবাদ জানালেন বিগবি ৷ শুধু তাই নয় মাস্ককে উদ্দেশ্য় করে তিনি গানও গাইলেন 'তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক' ৷ পেড ব্লু সার্ভিস না-নেওয়ায় শুধু অমিতাভ নয় সচিন থেকে শুরু করে বিরাট কোহলি পর্যন্ত অনেকেরই ব্লু টিক সরিয়ে দেওয়া হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধিদেরও ব্লু টিক খোয়া গিয়েছে। এবার ব্ল টিক ফিরে পেলেন বলিউডের শাহেনশা ।

শুক্রবারই এইভাবে টুইটারের মালিক ইলন মাস্ককে ধন্য়বাদ জানান অভিনেতা ৷ উত্তরপ্রদেশের বাসিন্দারা যেভাবে কথা বলেন সেই ভঙ্গিমা নকল করে বিগবি এদিন একটি জনপ্রিয় হিন্দি গানের প্য়ারডি তৈরি করেছেন মাস্ককে ধন্যবাদ জানাতে ৷ পুরোনো হিন্দি ছবির জনপ্রিয় গান 'তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত'-কে ভেঙেই এই প্য়ারোডিটি তৈরি করেছেন তিনি ৷

  • T 4624 -
    ए Musk भैया ! बहुत बहुत धन्यवाद देत हैं हम आपका !
    उ , नील कमल ✔️ लग गवा हमार नाम के आगे !
    अब का बताई भैया ! 😁
    गाना गये का मन करत है हमार !
    सनबो का ?
    इ लेओ सुना :
    "तू चीज़ बड़ी है musk musk ... तू चीज़ बड़ी है, musk " 🎶

    — Amitabh Bachchan (@SrBachchan) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

T 4624 -
ए Musk भैया ! बहुत बहुत धन्यवाद देत हैं हम आपका !
उ , नील कमल ✔️ लग गवा हमार नाम के आगे !
अब का बताई भैया ! 😁
गाना गये का मन करत है हमार !
सनबो का ?
इ लेओ सुना :
"तू चीज़ बड़ी है musk musk ... तू चीज़ बड़ी है, musk " 🎶

— Amitabh Bachchan (@SrBachchan) April 21, 2023

অমিতাভ লেখেন, "হ্যালো মাস্ক ভাই আমার নামের পাশে নীল কমল আবার ফিরে এসেছে তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই! এবার বলি কি ভাই আমার না গান গাইতে খুব ইচ্ছা করছে ৷ গাইব! আচ্ছা এই নাও শোনো, তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক ৷" ব্লু টিক নিয়ে অমিতাভ আরও বেশ কয়েকটি টুইট করেছিলেন এই নিয়ে ৷

অমিতাভ এর আগেই জানিয়েছিলেন, ব্লু টিক ফিরে পাওয়ার জন্য তিনি তো ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছেন ৷ এবার কি তাঁকে এই চেকমার্কটি ফিরে পেতে পায়ে পড়তে হবে? তাঁর সেই টুইটুও ভীষণভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ৷ গতবছর টুইটারের নতুন মালিক হন ইলন মাস্ক ৷ তিনি দায়িত্বে আসার পর থেকেই বেশকিছু নতুন সিদ্ধান্ত নেন ৷ তারই একটি হল এবার থেকে ব্লু টিক পেতে গেলে মাসে 8 ডলার দাম দিতে হবে সকলকেই ৷ আলাদা করে কোনও সেলেব নয় পয়সা সকলেই পাবেন ব্লু টিক ৷ এই সিদ্ধান্তের জেরেই যাঁরা এই সাবস্ক্রিপশন নেননি তাঁদের ব্লু টিক তুলে নেয় টুইটার কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: লেন্সবন্দি পর্দার 'অমর প্রেম', সলমনের সঙ্গে ঈদ উদযাপন আমিরের

মুম্বই, 22 এপ্রিল: গতকালই টুইটারে তাঁর নামের পাশ থেকে ব্লু টিক মার্ক মুছে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ রসিকতার সুরে ইলনকে ব্যঙ্গ করেন তিনি ৷ এবার তাঁর ব্লু টিক মার্ক ফিরিয়ে দেওয়ার পরেও ইলনকে ঠিক একই রসিকতার সুরেই ধন্যবাদ জানালেন বিগবি ৷ শুধু তাই নয় মাস্ককে উদ্দেশ্য় করে তিনি গানও গাইলেন 'তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক' ৷ পেড ব্লু সার্ভিস না-নেওয়ায় শুধু অমিতাভ নয় সচিন থেকে শুরু করে বিরাট কোহলি পর্যন্ত অনেকেরই ব্লু টিক সরিয়ে দেওয়া হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধিদেরও ব্লু টিক খোয়া গিয়েছে। এবার ব্ল টিক ফিরে পেলেন বলিউডের শাহেনশা ।

শুক্রবারই এইভাবে টুইটারের মালিক ইলন মাস্ককে ধন্য়বাদ জানান অভিনেতা ৷ উত্তরপ্রদেশের বাসিন্দারা যেভাবে কথা বলেন সেই ভঙ্গিমা নকল করে বিগবি এদিন একটি জনপ্রিয় হিন্দি গানের প্য়ারডি তৈরি করেছেন মাস্ককে ধন্যবাদ জানাতে ৷ পুরোনো হিন্দি ছবির জনপ্রিয় গান 'তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত'-কে ভেঙেই এই প্য়ারোডিটি তৈরি করেছেন তিনি ৷

  • T 4624 -
    ए Musk भैया ! बहुत बहुत धन्यवाद देत हैं हम आपका !
    उ , नील कमल ✔️ लग गवा हमार नाम के आगे !
    अब का बताई भैया ! 😁
    गाना गये का मन करत है हमार !
    सनबो का ?
    इ लेओ सुना :
    "तू चीज़ बड़ी है musk musk ... तू चीज़ बड़ी है, musk " 🎶

    — Amitabh Bachchan (@SrBachchan) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতাভ লেখেন, "হ্যালো মাস্ক ভাই আমার নামের পাশে নীল কমল আবার ফিরে এসেছে তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই! এবার বলি কি ভাই আমার না গান গাইতে খুব ইচ্ছা করছে ৷ গাইব! আচ্ছা এই নাও শোনো, তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্য়ায় মাস্ক ৷" ব্লু টিক নিয়ে অমিতাভ আরও বেশ কয়েকটি টুইট করেছিলেন এই নিয়ে ৷

অমিতাভ এর আগেই জানিয়েছিলেন, ব্লু টিক ফিরে পাওয়ার জন্য তিনি তো ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছেন ৷ এবার কি তাঁকে এই চেকমার্কটি ফিরে পেতে পায়ে পড়তে হবে? তাঁর সেই টুইটুও ভীষণভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ৷ গতবছর টুইটারের নতুন মালিক হন ইলন মাস্ক ৷ তিনি দায়িত্বে আসার পর থেকেই বেশকিছু নতুন সিদ্ধান্ত নেন ৷ তারই একটি হল এবার থেকে ব্লু টিক পেতে গেলে মাসে 8 ডলার দাম দিতে হবে সকলকেই ৷ আলাদা করে কোনও সেলেব নয় পয়সা সকলেই পাবেন ব্লু টিক ৷ এই সিদ্ধান্তের জেরেই যাঁরা এই সাবস্ক্রিপশন নেননি তাঁদের ব্লু টিক তুলে নেয় টুইটার কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: লেন্সবন্দি পর্দার 'অমর প্রেম', সলমনের সঙ্গে ঈদ উদযাপন আমিরের

Last Updated : Apr 22, 2023, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.