ETV Bharat / entertainment

Amitabh on World Cup 2023: অমিতাভের কু-সংস্কার ! খেলা দেখা নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া শাহেনশার - ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখলেন না বিগ বি ৷ জানালেন ভারতের জেতার নেপথ্যের কারণ ৷

Etv Bharat
বিশ্বকাপের খেলা নিয়ে তারকাদের প্রতিক্রিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 10:28 AM IST

Updated : Nov 16, 2023, 11:23 AM IST

হায়দরাবাদ, 16 নভেম্বর: প্রিয় খেলায় প্রিয় টিমের জেতা নিয়ে অনেককেই দেখা যায়, নানা কু-সংস্কার মেনে চলতে ৷ ভাবতে অদ্ভুত লাগলেও আমাদের চারিপাশে এমন অনেক ক্রীড়াপ্রেমী রয়েছেন ছড়িয়ে-ছিটিয়ে ৷ কিন্তু সেই তালিকাতেও যে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও পড়েন তা ক'জন জানেন? বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখলেন না বিগ বি ৷ কারণটাও জানালেন সোশাল মিডিয়ায় ৷

  • T 4831 - when i don't watch we WIN !

    — Amitabh Bachchan (@SrBachchan) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ এখন শুধু অপেক্ষা ট্রফি ঘরে আনার ৷ সেমিফাইনাল ম্যাচ দেখতে অনেক তারকাই হাজির হয়েছিলেন মাঠে ৷ আর যাঁরা মাঠে যাননি, তাঁরা নজর রেখেছিলেন টিভি স্ক্রিনে ৷ কিন্তু এই সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন বিগ বি ৷ কারণ তিনি মনে করেন, যদি তিনি খেলা দেখতেন তাহলে হয়তো টিম ইন্ডিয়া জিততে পারত না ৷ সোশাল মিডিয়ায় তাঁর করা টুইট সেইরকমই বার্তা দিয়েছে ৷

তিনি লিখেছেন, "যখন আমি খেলা দেখি না তখন আমরা জিতি ৷" বোঝাই যাচ্ছে, মেনস ইন ব্লু-য়ের জয়ে তিনি যতটা উচ্ছ্বসিত হয়েছেন খেলার আগে ঠিক ততটাই ছিলেন চিন্তায় ৷ তাই এদিন ক্রিকেট খেলাই দেখলেন না ৷

অন্যদিকে, টিম ইন্ডিয়ায় এই জয়ে একাধিক তারকা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ৷ শাহরুখ খান একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, রোহিত শর্মার বিগ্রেড এগিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের দিকে ৷ সেই ছবি শেয়ার করে বাদশা লিখেছেন, "ইয়া বয়েস !!! এই টিম স্পিরিটটাকে বজায় রাখো যতক্ষণ না আমরা কাপ জিতছি ৷ অল দ্য বেস্ট ইন্ডিয়া ৷"

  • और ऐसे हासिल की जाती है जीत! और ऐसे शान से एंट्री होती है #CricketWorldCup के फाइनल में! मेरे प्यारे भारत! जय हो! जय हो! 👏👏❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/ZyiazuXkk8

    — Anupam Kher (@AnupamPKher) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা অনুপম খের বিরাট কোহলির 50তম ওয়ানডে সেঞ্চুরির ভিডিয়ো শেয়ার করে লেখেন, "আর এইভাবেই বিরাট কোহলি ইতিহাস তৈরি করেছে ৷ ভারতীয় হিসাবে সেই গর্ব আমরাও অনুভব করছি ৷ এভাবেই জয় আসুক ৷" পাশাপাশি অভিনেতা সানি দেওলও কিং কোহলির প্রশংসা করেছেন ও ভারতের সেমিফাইনাল জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ তালিকায় রয়েছেন সোহা আলি খান, ভূমি পেদনেকর, দক্ষিণী তারকা মোহনলাল-সহ আরও অনেকে ৷

উল্লেখ্য, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি, রজনীকান্ত, রণবীর কাপুর, অনুষ্কা শর্মা, জন আব্রাহাম-সহ আরও অনেকে ৷ রবিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর ৷ ভারতের বিপক্ষে কোন দল খেলবে, তা জানা যাবে বৃহস্পতিবার ৷ অষ্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কে উঠবে ফাইনালে, তা শুধু সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন:

1. ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে এপার বাংলার সিরিজ, নেপথ্যে কুণাল ঘোষ

2. নানার 'না' থাপ্পড়ে! সেলফি তুলতে গেলে ভক্তকে কষিয়ে চড়; ভাইরাল ভিডিয়ো

3. করণ-কিং খানের দীপাবলি উদযাপন, ছবি ভাইরাল সোশালে

হায়দরাবাদ, 16 নভেম্বর: প্রিয় খেলায় প্রিয় টিমের জেতা নিয়ে অনেককেই দেখা যায়, নানা কু-সংস্কার মেনে চলতে ৷ ভাবতে অদ্ভুত লাগলেও আমাদের চারিপাশে এমন অনেক ক্রীড়াপ্রেমী রয়েছেন ছড়িয়ে-ছিটিয়ে ৷ কিন্তু সেই তালিকাতেও যে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও পড়েন তা ক'জন জানেন? বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখলেন না বিগ বি ৷ কারণটাও জানালেন সোশাল মিডিয়ায় ৷

  • T 4831 - when i don't watch we WIN !

    — Amitabh Bachchan (@SrBachchan) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ এখন শুধু অপেক্ষা ট্রফি ঘরে আনার ৷ সেমিফাইনাল ম্যাচ দেখতে অনেক তারকাই হাজির হয়েছিলেন মাঠে ৷ আর যাঁরা মাঠে যাননি, তাঁরা নজর রেখেছিলেন টিভি স্ক্রিনে ৷ কিন্তু এই সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন বিগ বি ৷ কারণ তিনি মনে করেন, যদি তিনি খেলা দেখতেন তাহলে হয়তো টিম ইন্ডিয়া জিততে পারত না ৷ সোশাল মিডিয়ায় তাঁর করা টুইট সেইরকমই বার্তা দিয়েছে ৷

তিনি লিখেছেন, "যখন আমি খেলা দেখি না তখন আমরা জিতি ৷" বোঝাই যাচ্ছে, মেনস ইন ব্লু-য়ের জয়ে তিনি যতটা উচ্ছ্বসিত হয়েছেন খেলার আগে ঠিক ততটাই ছিলেন চিন্তায় ৷ তাই এদিন ক্রিকেট খেলাই দেখলেন না ৷

অন্যদিকে, টিম ইন্ডিয়ায় এই জয়ে একাধিক তারকা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ৷ শাহরুখ খান একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, রোহিত শর্মার বিগ্রেড এগিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের দিকে ৷ সেই ছবি শেয়ার করে বাদশা লিখেছেন, "ইয়া বয়েস !!! এই টিম স্পিরিটটাকে বজায় রাখো যতক্ষণ না আমরা কাপ জিতছি ৷ অল দ্য বেস্ট ইন্ডিয়া ৷"

  • और ऐसे हासिल की जाती है जीत! और ऐसे शान से एंट्री होती है #CricketWorldCup के फाइनल में! मेरे प्यारे भारत! जय हो! जय हो! 👏👏❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/ZyiazuXkk8

    — Anupam Kher (@AnupamPKher) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা অনুপম খের বিরাট কোহলির 50তম ওয়ানডে সেঞ্চুরির ভিডিয়ো শেয়ার করে লেখেন, "আর এইভাবেই বিরাট কোহলি ইতিহাস তৈরি করেছে ৷ ভারতীয় হিসাবে সেই গর্ব আমরাও অনুভব করছি ৷ এভাবেই জয় আসুক ৷" পাশাপাশি অভিনেতা সানি দেওলও কিং কোহলির প্রশংসা করেছেন ও ভারতের সেমিফাইনাল জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ তালিকায় রয়েছেন সোহা আলি খান, ভূমি পেদনেকর, দক্ষিণী তারকা মোহনলাল-সহ আরও অনেকে ৷

উল্লেখ্য, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি, রজনীকান্ত, রণবীর কাপুর, অনুষ্কা শর্মা, জন আব্রাহাম-সহ আরও অনেকে ৷ রবিবার আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর ৷ ভারতের বিপক্ষে কোন দল খেলবে, তা জানা যাবে বৃহস্পতিবার ৷ অষ্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কে উঠবে ফাইনালে, তা শুধু সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন:

1. ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে এপার বাংলার সিরিজ, নেপথ্যে কুণাল ঘোষ

2. নানার 'না' থাপ্পড়ে! সেলফি তুলতে গেলে ভক্তকে কষিয়ে চড়; ভাইরাল ভিডিয়ো

3. করণ-কিং খানের দীপাবলি উদযাপন, ছবি ভাইরাল সোশালে

Last Updated : Nov 16, 2023, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.