মুম্বই, 17 ডিসেম্বর: নাতনির পারফরম্যান্স দেখে দারুণ খুশি বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্যর কন্যা আরাধ্যার পারফরম্যান্স মুগ্ধ করেছে ঠাকুরদা অমিতাভকে ৷ নাতনির প্রশংসায় পঞ্চমুখ বিগ বি ৷ আরাধ্যাকে দরাজ সার্টিফিকেট দিয়ে বিগ বি বলেছেন, মঞ্চে খুবই সাবলীল ছিল তাঁর নাতনি ৷
নাতনিকে নিয়ে তাঁর আনন্দের কথা ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রকাশ করেছেন বলিউডের শাহেনশা ৷ সেখানে তিনি লিখেছেন, "বংশধরের কৃতিত্বে গর্বিত এবং খুশি।" নিজের ব্লগে এ প্রসঙ্গে অমিতাভ লিখেছেন, "আমি শীঘ্রই আপনাদের সঙ্গে থাকব । আমি আরাধ্যার স্কুলে কনসার্ট এবং পারফরম্যান্স দেখতে ব্যস্ত । এটা আমাদের সকলের জন্য আনন্দের এবং গর্বের মুহূর্ত । মঞ্চে একেবারে সাবলীল ছোট্ট একজন । তবে এখন আর সে ছোট নয় ৷"
স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যা বচ্চনের পারফরম্যান্সের অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সেগুলির মধ্যে একটিতে, মিউজিক্যাল একটি নাটকে ইংরেজিতে সংলাপ বলতে দেখা যায় আরাধ্যাকে । আর সেই দারুণ মুহূর্তকে তখন ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে মা ঐশ্বর্যা রাইকে ৷
-
T 4860 - pride and joy at progeny achievements
— Amitabh Bachchan (@SrBachchan) December 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 4860 - pride and joy at progeny achievements
— Amitabh Bachchan (@SrBachchan) December 16, 2023T 4860 - pride and joy at progeny achievements
— Amitabh Bachchan (@SrBachchan) December 16, 2023
শুক্রবার মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক অনুষ্ঠানটি ছিল তারকা-খচিত ৷ সেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং কারিনা কাপুর খান-সহ বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে পারফর্ম করেন শাহরুখের ছোট ছেলে আব্রাম, অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা, কারিনার ছেলে তৈমুর এবং করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি । কচিকাঁচাদের পারফরম্যান্স উপস্থিত সবার মন জয় করে নেয় ।
কর্মক্ষেত্রে অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছে সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্ম 'গণপথ'-এ টাইগার শ্রফ এবং কৃতি স্যাননের সঙ্গে । প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে আসন্ন সাই-ফাই ফিল্ম 'কল্কি 2898 এডি'-তে দেখা যাবে বিগ বি-কে। এছাড়াও একটি কোর্টরুম ড্রামা ফিল্ম 'সেকশন 84'ও তাঁর হাতে রয়েছে ।
আরও পড়ুন: