ETV Bharat / entertainment

'মঞ্চে দারুণ সাবলীল', স্কুলের অনুষ্ঠানে আরাধ্যার পারফরম্যান্স দেখে গর্বিত অমিতাভ - ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল

Amitabh praises Aaradhya: বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তার নাতনি আরাধ্যার স্কুল পারফরম্যান্সের প্রশংসা করেছেন। গতকাল, বি-টাউনের বচ্চন পরিবার, শাহরুখ খান সহ অনেক সেলিব্রিটি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসে অংশ নিয়েছিলেন।

Amitabh praises Aaradhya
নাতনির প্রশংসায় অমিতাভ বচ্চন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 12:36 PM IST

মুম্বই, 17 ডিসেম্বর: নাতনির পারফরম্যান্স দেখে দারুণ খুশি বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্যর কন্যা আরাধ্যার পারফরম্যান্স মুগ্ধ করেছে ঠাকুরদা অমিতাভকে ৷ নাতনির প্রশংসায় পঞ্চমুখ বিগ বি ৷ আরাধ্যাকে দরাজ সার্টিফিকেট দিয়ে বিগ বি বলেছেন, মঞ্চে খুবই সাবলীল ছিল তাঁর নাতনি ৷

নাতনিকে নিয়ে তাঁর আনন্দের কথা ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রকাশ করেছেন বলিউডের শাহেনশা ৷ সেখানে তিনি লিখেছেন, "বংশধরের কৃতিত্বে গর্বিত এবং খুশি।" নিজের ব্লগে এ প্রসঙ্গে অমিতাভ লিখেছেন, "আমি শীঘ্রই আপনাদের সঙ্গে থাকব । আমি আরাধ্যার স্কুলে কনসার্ট এবং পারফরম্যান্স দেখতে ব্যস্ত । এটা আমাদের সকলের জন্য আনন্দের এবং গর্বের মুহূর্ত । মঞ্চে একেবারে সাবলীল ছোট্ট একজন । তবে এখন আর সে ছোট নয় ৷"

স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যা বচ্চনের পারফরম্যান্সের অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সেগুলির মধ্যে একটিতে, মিউজিক্যাল একটি নাটকে ইংরেজিতে সংলাপ বলতে দেখা যায় আরাধ্যাকে । আর সেই দারুণ মুহূর্তকে তখন ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে মা ঐশ্বর্যা রাইকে ৷

  • T 4860 - pride and joy at progeny achievements

    — Amitabh Bachchan (@SrBachchan) December 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক অনুষ্ঠানটি ছিল তারকা-খচিত ৷ সেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং কারিনা কাপুর খান-সহ বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে পারফর্ম করেন শাহরুখের ছোট ছেলে আব্রাম, অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা, কারিনার ছেলে তৈমুর এবং করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি । কচিকাঁচাদের পারফরম্যান্স উপস্থিত সবার মন জয় করে নেয় ।

কর্মক্ষেত্রে অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছে সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্ম 'গণপথ'-এ টাইগার শ্রফ এবং কৃতি স্যাননের সঙ্গে । প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে আসন্ন সাই-ফাই ফিল্ম 'কল্কি 2898 এডি'-তে দেখা যাবে বিগ বি-কে। এছাড়াও একটি কোর্টরুম ড্রামা ফিল্ম 'সেকশন 84'ও তাঁর হাতে রয়েছে ।

আরও পড়ুন:

  1. জলসায় অমিতাভকে রাখি পরিয়ে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব মমতা
  2. অ্যানুয়াল ডে ফাংশনে স্পটলাইট কাড়লেন আব্রাম-আরাধ্যা, 'দিওয়াঙ্গি' গানের তালে তাল মেলালেন বাদশা-অমিতাভ
  3. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

মুম্বই, 17 ডিসেম্বর: নাতনির পারফরম্যান্স দেখে দারুণ খুশি বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্যর কন্যা আরাধ্যার পারফরম্যান্স মুগ্ধ করেছে ঠাকুরদা অমিতাভকে ৷ নাতনির প্রশংসায় পঞ্চমুখ বিগ বি ৷ আরাধ্যাকে দরাজ সার্টিফিকেট দিয়ে বিগ বি বলেছেন, মঞ্চে খুবই সাবলীল ছিল তাঁর নাতনি ৷

নাতনিকে নিয়ে তাঁর আনন্দের কথা ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রকাশ করেছেন বলিউডের শাহেনশা ৷ সেখানে তিনি লিখেছেন, "বংশধরের কৃতিত্বে গর্বিত এবং খুশি।" নিজের ব্লগে এ প্রসঙ্গে অমিতাভ লিখেছেন, "আমি শীঘ্রই আপনাদের সঙ্গে থাকব । আমি আরাধ্যার স্কুলে কনসার্ট এবং পারফরম্যান্স দেখতে ব্যস্ত । এটা আমাদের সকলের জন্য আনন্দের এবং গর্বের মুহূর্ত । মঞ্চে একেবারে সাবলীল ছোট্ট একজন । তবে এখন আর সে ছোট নয় ৷"

স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যা বচ্চনের পারফরম্যান্সের অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সেগুলির মধ্যে একটিতে, মিউজিক্যাল একটি নাটকে ইংরেজিতে সংলাপ বলতে দেখা যায় আরাধ্যাকে । আর সেই দারুণ মুহূর্তকে তখন ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে মা ঐশ্বর্যা রাইকে ৷

  • T 4860 - pride and joy at progeny achievements

    — Amitabh Bachchan (@SrBachchan) December 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক অনুষ্ঠানটি ছিল তারকা-খচিত ৷ সেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং কারিনা কাপুর খান-সহ বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে পারফর্ম করেন শাহরুখের ছোট ছেলে আব্রাম, অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা, কারিনার ছেলে তৈমুর এবং করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি । কচিকাঁচাদের পারফরম্যান্স উপস্থিত সবার মন জয় করে নেয় ।

কর্মক্ষেত্রে অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছে সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্ম 'গণপথ'-এ টাইগার শ্রফ এবং কৃতি স্যাননের সঙ্গে । প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে আসন্ন সাই-ফাই ফিল্ম 'কল্কি 2898 এডি'-তে দেখা যাবে বিগ বি-কে। এছাড়াও একটি কোর্টরুম ড্রামা ফিল্ম 'সেকশন 84'ও তাঁর হাতে রয়েছে ।

আরও পড়ুন:

  1. জলসায় অমিতাভকে রাখি পরিয়ে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব মমতা
  2. অ্যানুয়াল ডে ফাংশনে স্পটলাইট কাড়লেন আব্রাম-আরাধ্যা, 'দিওয়াঙ্গি' গানের তালে তাল মেলালেন বাদশা-অমিতাভ
  3. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.