ETV Bharat / entertainment

Amitabh And Tiger Kicking Skills : টাইগার শ্রফের লাথি মারার দক্ষতা নকল করতে অনুশীলনে মগ্ন অমিতাভ, কিন্তু কেন ? - Amitabh And Tiger Kicking Skills

টাইগার শ্রফের অ্যাক্রোব্যাটিক স্কিল রীতিমত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় ৷ এবার তাঁকেও টেক্কা দিতে আসরে অমিতাভ (Amitabh Practices The Kicking Skills of Tiger)৷

Amitabh And Tiger Kicking Skills
টাইগার শ্রফের লাথি মারার দক্ষতা নকল করতে অনুশীলনে মগ্ন অমিতাভ, কিন্তু কেন ?
author img

By

Published : Apr 21, 2022, 1:18 PM IST

মুম্বই, 21 এপ্রিল : 15 বছরের দাম্পত্য জীবন পালন করে ফেললেন তাঁর পুত্র ও পুত্রবধু ৷ কিন্তু তিনি আজও একইরকম চিরসবুজ এবং চিরনবীন ৷ পর্দার মতো বাস্তবেও প্রতিদিন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অবিরাম প্রয়াস করতে থাকেন ৷ আর সেই জন্য়ই তিনি ইন্ডাস্ট্রির 'বিগ বি' ৷

সোশ্য়াল মিডিয়াতেই বরাবরই বেশ অ্যাকটিভ অমিতাভ বচ্চন ৷ আর এবার তিনি চ্যালেঞ্জ নিলেন উঠতি তারকা টাইগার শ্রফের সঙ্গে (Amitabh Practices The Kicking Skills of Tiger)৷ আসলে টাইগার শ্রফের কিক এবং অন্য়ান্য স্টান্ট সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে ভীষণই জনপ্রিয় ৷ শুধু তাই নয় এই অ্যাকশন হিরোর অ্যাক্রোব্যাটিক স্কিলও দেখার মত ৷ সব সময় নতুন কিছু করার জন্য় যে আজও মুখিয়ে থাকেন 'বিগ বি' ৷ আজ তারই প্রমাণ মিলল তাঁর সাম্প্রতিক ইনস্টা পোস্টে ৷ বৃহস্পতিবার সকালে তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করেছেন বলিউড শাহেনশা ৷ যেখানে দেখা যাচ্ছে, নানান ভঙ্গিমায় লাথি মারার অভ্যাস করছেন এই বর্ষীয়ান অভিনেতা ৷

আরও পডু়ন : 15তম বিবাহবার্ষিকীতে স্মৃতিমেদুর অভিষেক-ঐশ্বর্য

ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, "টাইগার শ্রফ যেভাবে ওই অত 'সংখ্যক' লাইক নিয়ে যান তাঁর ফ্লেক্সিবেল কিক এবিলিটির মাধ্যমে, তা দেখে আমি ভেবেছিলাম আমিও চেষ্টা করব ৷ যদি অল্প কিছু শতাংশ লাইকও পাওয়া যায় সেই আশায়।" প্রসঙ্গত বিগ বি-কে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ঝুন্ড' ছবিতে ৷ আর বর্তমানে 'প্রজেক্ট কে' ছবির জন্য দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে কাজ করছেন তিনি ৷

মুম্বই, 21 এপ্রিল : 15 বছরের দাম্পত্য জীবন পালন করে ফেললেন তাঁর পুত্র ও পুত্রবধু ৷ কিন্তু তিনি আজও একইরকম চিরসবুজ এবং চিরনবীন ৷ পর্দার মতো বাস্তবেও প্রতিদিন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অবিরাম প্রয়াস করতে থাকেন ৷ আর সেই জন্য়ই তিনি ইন্ডাস্ট্রির 'বিগ বি' ৷

সোশ্য়াল মিডিয়াতেই বরাবরই বেশ অ্যাকটিভ অমিতাভ বচ্চন ৷ আর এবার তিনি চ্যালেঞ্জ নিলেন উঠতি তারকা টাইগার শ্রফের সঙ্গে (Amitabh Practices The Kicking Skills of Tiger)৷ আসলে টাইগার শ্রফের কিক এবং অন্য়ান্য স্টান্ট সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মধ্যে ভীষণই জনপ্রিয় ৷ শুধু তাই নয় এই অ্যাকশন হিরোর অ্যাক্রোব্যাটিক স্কিলও দেখার মত ৷ সব সময় নতুন কিছু করার জন্য় যে আজও মুখিয়ে থাকেন 'বিগ বি' ৷ আজ তারই প্রমাণ মিলল তাঁর সাম্প্রতিক ইনস্টা পোস্টে ৷ বৃহস্পতিবার সকালে তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করেছেন বলিউড শাহেনশা ৷ যেখানে দেখা যাচ্ছে, নানান ভঙ্গিমায় লাথি মারার অভ্যাস করছেন এই বর্ষীয়ান অভিনেতা ৷

আরও পডু়ন : 15তম বিবাহবার্ষিকীতে স্মৃতিমেদুর অভিষেক-ঐশ্বর্য

ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, "টাইগার শ্রফ যেভাবে ওই অত 'সংখ্যক' লাইক নিয়ে যান তাঁর ফ্লেক্সিবেল কিক এবিলিটির মাধ্যমে, তা দেখে আমি ভেবেছিলাম আমিও চেষ্টা করব ৷ যদি অল্প কিছু শতাংশ লাইকও পাওয়া যায় সেই আশায়।" প্রসঙ্গত বিগ বি-কে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ঝুন্ড' ছবিতে ৷ আর বর্তমানে 'প্রজেক্ট কে' ছবির জন্য দীপিকা পাড়ুকোন এবং প্রভাসের সঙ্গে কাজ করছেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.