ETV Bharat / entertainment

সম্পত্তিভাগ অমিতাভ-জয়ার, মেয়ে শ্বেতার তবে কি 'প্রতীক্ষা'র অবসান! - শ্বেতা নন্দাকে বাড়ি উপহার

Amitabh gifts bungalow Prateeksha to Shweta: শ্বেতার নামে নিজের সম্পত্তির একটা অংশ দান করলেন অমিতাভ-জয়া ৷ বচ্চন পরিবারের দ্বন্দ্ব কী প্রকাশ্যে?

Etv Bharat
'প্রতীক্ষা' বাংলো উপহার শ্বেতাকে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:53 AM IST

মুম্বই, 25 নভেম্বর: সম্পত্তি ভাগ করছেন অমিতাভ বচ্চন ? সম্প্রতি এমন গুঞ্জনই ঘুরে বেড়াচ্ছে বলিউড মহলে ৷ কারণও আছে তার যথেষ্ট ৷ বিগ বি'র তিনটি বাংলো আছে সকলেরই জানা, 'প্রতীক্ষা', 'জনক' ও 'জলসা' ৷ তার মধ্যে মেয়ে শ্বেতা নন্দাকে বাংলো 'প্রতীক্ষা' উপহার হিসাবে দিলেন অমিতাভ-জয়া ৷

জানা গিয়েছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতীক্ষার দাম দাঁড়িয়েছে 50.63 কোটি টাকা ৷ সেই বাড়িটিই এবার মেয়ের নামে লিখে দিলেন বাবা-মা ৷ জুহুতে বেশ পরিচিত এই বাড়িটি ৷ সম্পত্তি রেজিস্ট্রেশন ডেটা এগ্রিগেটর জ্যাপকি.কম থেকে পাওয়া নথি অনুসারে বাংলোটি শাহেনশা 9 নভেম্বর দানপত্র হিসাবে মেয়ে শ্বেতাকে লিখে দিয়েছেন ৷ দানপত্রের জন্য স্ট্যাপ ডিউটি দিতে হয়েছে 50.65 লাখ টাকা ৷

বিঠলনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাংলোটি 674 বর্গ মিটার এবং 890.47 বর্গ মিটার মিলিয়ে দুটি প্লট জুড়ে বিস্তৃত, যার মূল্য দাঁড়ায় 50.63 কোটি টাকারও বেশি। রেজিস্ট্রেশন ফি হিসাবে দুটি প্লটের জন্য অমিতাভকে দিতে হয়েছে 200 টাকা করে মোট 400 টাকা ৷ এর মধ্যে 890.47 বর্গ মিটার প্লটটি অমিতাভ-জয়া মিলিতভাবে কিনেছিলেন ৷ আর ছোট প্লটটি পরবর্তী সময়ে অমিতাভ আলাদা করে কিনেছিলেন ৷ তবে এখন পর্যন্ত এই বিষয়ে অমিতাভ ও জয়া বচ্চনের থেকে অফিসিয়ালি কোনও স্টেটমেন্ট আসেনি ৷

মূলত, 2007 সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়েছিল এই প্রতীক্ষাতেই ৷ বাকি অনুষ্ঠানগুলো হয়েছিল জলসা ও জনক-এ ৷ এর মধ্যে জলসাতে এখন পরিবার নিয়ে থাকেন অমিতাভ ৷ পাশাপাশি জনক বাংলোটি বেশি ব্যবহৃত হয় 81 বছর বয়সী বিগবির অফিস হিসাবে ৷ সূত্রের খবর, শাহেনশার বাবা হরিবংশরাই বচ্চন প্রতীক্ষা নামটি দিয়েছিলেন ৷ এমনকী, এই বাড়ি নিয়ে তিনি নাকি একটি কবিতাও রচনা করেছিলেন ৷ স্মৃতিবিজড়িত সেই বাড়ি এবার মেয়ে শ্বেতাকে দানপত্র করলেন বিগবি অমিতাভ বচ্চন ৷

আরও পড়ুন:

1. 'টাইগার 3' সাফল্যের পর ক্যাটরিনা বন্দনায় সলমন, অনুরাগীদের জানালেন কৃতজ্ঞতা

2. 'অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না'- সোশাল মিডিয়ায় কাদের উদ্দেশ্য করে এমন বললেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

3. সোহিনীর সঙ্গে দ্বিতীয় বসন্তে ছোটপর্দায় রাজদীপের প্রত্যাবর্তন


(পিটিআই)

মুম্বই, 25 নভেম্বর: সম্পত্তি ভাগ করছেন অমিতাভ বচ্চন ? সম্প্রতি এমন গুঞ্জনই ঘুরে বেড়াচ্ছে বলিউড মহলে ৷ কারণও আছে তার যথেষ্ট ৷ বিগ বি'র তিনটি বাংলো আছে সকলেরই জানা, 'প্রতীক্ষা', 'জনক' ও 'জলসা' ৷ তার মধ্যে মেয়ে শ্বেতা নন্দাকে বাংলো 'প্রতীক্ষা' উপহার হিসাবে দিলেন অমিতাভ-জয়া ৷

জানা গিয়েছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতীক্ষার দাম দাঁড়িয়েছে 50.63 কোটি টাকা ৷ সেই বাড়িটিই এবার মেয়ের নামে লিখে দিলেন বাবা-মা ৷ জুহুতে বেশ পরিচিত এই বাড়িটি ৷ সম্পত্তি রেজিস্ট্রেশন ডেটা এগ্রিগেটর জ্যাপকি.কম থেকে পাওয়া নথি অনুসারে বাংলোটি শাহেনশা 9 নভেম্বর দানপত্র হিসাবে মেয়ে শ্বেতাকে লিখে দিয়েছেন ৷ দানপত্রের জন্য স্ট্যাপ ডিউটি দিতে হয়েছে 50.65 লাখ টাকা ৷

বিঠলনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বাংলোটি 674 বর্গ মিটার এবং 890.47 বর্গ মিটার মিলিয়ে দুটি প্লট জুড়ে বিস্তৃত, যার মূল্য দাঁড়ায় 50.63 কোটি টাকারও বেশি। রেজিস্ট্রেশন ফি হিসাবে দুটি প্লটের জন্য অমিতাভকে দিতে হয়েছে 200 টাকা করে মোট 400 টাকা ৷ এর মধ্যে 890.47 বর্গ মিটার প্লটটি অমিতাভ-জয়া মিলিতভাবে কিনেছিলেন ৷ আর ছোট প্লটটি পরবর্তী সময়ে অমিতাভ আলাদা করে কিনেছিলেন ৷ তবে এখন পর্যন্ত এই বিষয়ে অমিতাভ ও জয়া বচ্চনের থেকে অফিসিয়ালি কোনও স্টেটমেন্ট আসেনি ৷

মূলত, 2007 সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়েছিল এই প্রতীক্ষাতেই ৷ বাকি অনুষ্ঠানগুলো হয়েছিল জলসা ও জনক-এ ৷ এর মধ্যে জলসাতে এখন পরিবার নিয়ে থাকেন অমিতাভ ৷ পাশাপাশি জনক বাংলোটি বেশি ব্যবহৃত হয় 81 বছর বয়সী বিগবির অফিস হিসাবে ৷ সূত্রের খবর, শাহেনশার বাবা হরিবংশরাই বচ্চন প্রতীক্ষা নামটি দিয়েছিলেন ৷ এমনকী, এই বাড়ি নিয়ে তিনি নাকি একটি কবিতাও রচনা করেছিলেন ৷ স্মৃতিবিজড়িত সেই বাড়ি এবার মেয়ে শ্বেতাকে দানপত্র করলেন বিগবি অমিতাভ বচ্চন ৷

আরও পড়ুন:

1. 'টাইগার 3' সাফল্যের পর ক্যাটরিনা বন্দনায় সলমন, অনুরাগীদের জানালেন কৃতজ্ঞতা

2. 'অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না'- সোশাল মিডিয়ায় কাদের উদ্দেশ্য করে এমন বললেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

3. সোহিনীর সঙ্গে দ্বিতীয় বসন্তে ছোটপর্দায় রাজদীপের প্রত্যাবর্তন


(পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.