ETV Bharat / entertainment

Sidharth Kiara Breakup Rumours : বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই রহস্যময় পোস্ট সিদ্ধার্থ-কিয়ারার - amid breakup rumours sidharth Kiara share cryptic posts

ব্রেকআপের গুঞ্জন যখন চরমে উঠেছে, তারই মাঝে ইনস্টাগ্রামে দু'টি রহস্য়ময় পোস্ট শেয়ার করেছেন কিয়ারা-সিদ্ধার্থ (Sidharth Malhotra Kiara Advani Breakup)৷

Sidharth Kiara Breakup Rumours
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই রহস্যময় পোস্ট সিদ্ধার্থ-কিয়ারার
author img

By

Published : Apr 25, 2022, 11:50 AM IST

মুম্বই, 25 এপ্রিল : বলি সেলেব কিয়ারা আদবানী এবং সিদ্ধার্থ মালহোত্রার ব্রেকআপ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই ৷ এরই মাঝে নিজের নিজের ইনস্টাগ্রামে দু'টি রহস্য়ময় পোস্ট শেয়ার করেছেন এই বলিজুটি (Sidharth Malhotra Kiara Advani Break Up) ৷ একদিকে সিদ্ধার্থ তাঁর ইনস্টায় ভাগ করে নিয়েছেন কাজের সূত্রে তুরস্ক ভ্রমণের দৃশ্য আর অন্যদিকে কিয়ারাকে দেখা গিয়েছে বোগেনভিলিয়ার বাগানে ফটোশ্য়ুটের বেশ কিছু ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিতে ৷

সিদ্ধার্থ ক্যাপশনে লিখেছেন, "রোদ ছাড়া একটি দিন, তুমি তো জানোই তা রাতের মত ।- স্টিভ মার্টিন"। আর ফুলের অপরূপ সৌন্দর্যের মধ্য়ে হারিয়ে যেতে কিয়ারা লিখেছেন, "হাসির বীজ বপন করুন, হাস্যময়তাকে বড় করে তুলুন আর ভালবাসার ফসল ফলান ৷" এই পোস্টের মাধ্যমে কি একে অপরকে কিছু বার্তা দিতে চাইলেন তাঁরা ৷ সূত্র অবশ্য বলছে, দু'জনে ডেটিং করাও বন্ধ করে দিয়েছেন ৷

যদিও সিদ্ধার্থ বা কিয়ারা কেউই সামনাসামনি নিজেদের সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি ৷ তবে 'শেরশাহ' ছবিতে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি সামনে আসার পর থেকেই বিটাউন জুড়ে গুঞ্জন শুরু হয় ৷ আর বর্তমানে তাঁদের বিচ্ছেদের খবরও যে ধাক্কা দিয়েছে অনুরাগীদের, এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন : ঋষি-পিহুর পরিবার সেরা, একনজরে প্রিয় চরিত্রগুলির পুরস্কারপ্রাপ্তির তালিকা

অভিনয়ের কথা বলতে গেলে দু'জনের হাতেই এখন রয়েছে একাধিক কাজ ৷ একদিকে যেমন সিদ্ধার্থের হাতে রয়েছে 'মিশন মজনু', 'যোধা' এবং 'থ্যাঙ্ক গড'-এর মত ছবিগুলি, তেমনই আবার রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এও কাজ করবেন তিনি ৷ আর অন্যদিকে কিয়ারার হাতে রয়েছে 'ভুল ভুলাইয়া 2', 'গোবিন্দ নাম মেরা' এবং 'জুগ জুগ জিয়ো'-এর মত ছবিগুলি ৷ যা বছরের শেষ দিকেই পর্দায় আসতে চলেছে ৷

মুম্বই, 25 এপ্রিল : বলি সেলেব কিয়ারা আদবানী এবং সিদ্ধার্থ মালহোত্রার ব্রেকআপ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই ৷ এরই মাঝে নিজের নিজের ইনস্টাগ্রামে দু'টি রহস্য়ময় পোস্ট শেয়ার করেছেন এই বলিজুটি (Sidharth Malhotra Kiara Advani Break Up) ৷ একদিকে সিদ্ধার্থ তাঁর ইনস্টায় ভাগ করে নিয়েছেন কাজের সূত্রে তুরস্ক ভ্রমণের দৃশ্য আর অন্যদিকে কিয়ারাকে দেখা গিয়েছে বোগেনভিলিয়ার বাগানে ফটোশ্য়ুটের বেশ কিছু ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিতে ৷

সিদ্ধার্থ ক্যাপশনে লিখেছেন, "রোদ ছাড়া একটি দিন, তুমি তো জানোই তা রাতের মত ।- স্টিভ মার্টিন"। আর ফুলের অপরূপ সৌন্দর্যের মধ্য়ে হারিয়ে যেতে কিয়ারা লিখেছেন, "হাসির বীজ বপন করুন, হাস্যময়তাকে বড় করে তুলুন আর ভালবাসার ফসল ফলান ৷" এই পোস্টের মাধ্যমে কি একে অপরকে কিছু বার্তা দিতে চাইলেন তাঁরা ৷ সূত্র অবশ্য বলছে, দু'জনে ডেটিং করাও বন্ধ করে দিয়েছেন ৷

যদিও সিদ্ধার্থ বা কিয়ারা কেউই সামনাসামনি নিজেদের সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি ৷ তবে 'শেরশাহ' ছবিতে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি সামনে আসার পর থেকেই বিটাউন জুড়ে গুঞ্জন শুরু হয় ৷ আর বর্তমানে তাঁদের বিচ্ছেদের খবরও যে ধাক্কা দিয়েছে অনুরাগীদের, এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন : ঋষি-পিহুর পরিবার সেরা, একনজরে প্রিয় চরিত্রগুলির পুরস্কারপ্রাপ্তির তালিকা

অভিনয়ের কথা বলতে গেলে দু'জনের হাতেই এখন রয়েছে একাধিক কাজ ৷ একদিকে যেমন সিদ্ধার্থের হাতে রয়েছে 'মিশন মজনু', 'যোধা' এবং 'থ্যাঙ্ক গড'-এর মত ছবিগুলি, তেমনই আবার রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এও কাজ করবেন তিনি ৷ আর অন্যদিকে কিয়ারার হাতে রয়েছে 'ভুল ভুলাইয়া 2', 'গোবিন্দ নাম মেরা' এবং 'জুগ জুগ জিয়ো'-এর মত ছবিগুলি ৷ যা বছরের শেষ দিকেই পর্দায় আসতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.