ETV Bharat / entertainment

Prayag Raj Dies: প্রয়াত 'অমর আকবর অ্যান্টনি'র কাহিনীকার প্রয়াগ রাজ, শোকবার্তা অমিতাভ-শাবানার - Writer Prayag Raj Died

ব্লকব্লাস্টার হিট ছবি 'অমর আকবর অ্যান্টনি', 'নসিব', 'কুলি'-র প্রখ্যাত স্ক্রিন রাইটার প্রয়াগ রাজ প্রয়াত হয়েছেন শনিবার ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, অনিল কাপুর, শাবানা আজমি ৷

Etv Bharat
প্রয়াত চিত্রনাট্যকার প্রয়াগ রাজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 5:31 PM IST

মুম্বই, 24 সেপ্টেম্বর: ফের বলিউডে শোকের ছায়া ৷ অমিতাভ বচ্চনের ব্লকব্লাস্টার হিট ছবি 'অমর আকবর অ্যান্টনি', 'নসিব', 'কুলি'-র প্রখ্যাত স্ক্রিন রাইটার প্রয়াগ রাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ শনিবার বান্দ্রায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে রবিবার জানিয়েছেন ছেলে আদিত্য রাজ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷ জনপ্রিয় চিত্রনাট্যকারের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন ৷

  • I'm truly saddened by the loss of the late Prayag Raj. Working with him on "Hifazat" was a privilege. May his soul rest in peace.🙏🏻 pic.twitter.com/Al4RP7poFb

    — Anil Kapoor (@AnilKapoor) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লেখেন, "গতকাল সন্ধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রির আর এক পিলারকে হারালাম আমরা ৷" অভিনেত্রী শাবানা আজমি লেখেন, "লেখক-পরিচালক-অভিনেতা প্রয়াগ রাজের মৃত্যুতে আমি শোকাহত ৷ পরিবারের প্রতি সমবেদনা রইল ৷" অভিনেতা অনিল কাপুর একটি ছবি শেয়ার করে লেখেন, "প্রয়াগ রাজজিকে হারিয়ে সত্যিই শোকাহত ৷ ওনার সঙ্গে হিফাজত ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছিল ৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

প্রয়াত চিত্রনাট্যকারের ছেলে আদিত্য রাজ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "তিনি শনিবার বিকেল 4টে নাহাগ শান্তিতে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ৷ বিগত 8-10 বছর ধরে তিনি নানা রোগে ভুগছিলেন ৷ হৃদরোগ ছাড়াও বয়সজনিত নানা সমস্যা দেখা দিয়েছিল বাবার ৷"

বলিউডে অন্যতম স্ক্রিন রাইটার হিসাবে পরিচিতি লাভ করেছিলেন প্রয়াগ রাজ ৷ তবে অমিতাভ বচ্চনের ছবি থেকে তিনি আরও বেশি জনপ্রিয়তা লাভ করেন ৷ তিনি বিগ বির 'নসিব', 'সুহাগ', 'কুলি' ও 'মর্দ' ছবির গল্প লিখেছিলেন ৷ প্রায় 100টির মতো ছবিতে কাজ করেছেন তিনি ৷ বেশ কিছু গানের কথাও লিখেছেন প্রখ্যাত এই শিল্পী ৷ এছাড়াও তিনি বচ্চন, রজনীকান্ত ও কমল হাসান অভিনীত 'গ্রেফতার' ছবির গল্পও লিখেছিলেন ৷

আরও পড়ুন: এক যুগ পর খুনের কিনার করতে হাজির প্রবীর রায়চৌধুরী, 'দশম অবতার'কে ঘিরে ঘণীভূত রহস্য

এছাড়াও রাজেশ খান্না অভিনীত 'রোটি', ধর্মেন্দ্র-জিতেন্দ্র অভিনীত 'ধরম বীর' ছবির চিত্রনাট্য লিখেছিলেন রাজ ৷ প্রয়াগ রাজের লেখা শেষ চিত্রনাট্য হল 'জমানত' ৷ ছবিটি পরিচালনা করেছিলেন প্রয়াত এস রামানাথন ৷ ছবিটি যদিও মুক্তি পায়নি ৷ চিত্রনাট্যকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে রবিবার সকালে দাদরের শিবাজি পার্ক শ্মশানে ৷ তাঁর শেষবেলায় সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা ৷ তাঁকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড ৷

মুম্বই, 24 সেপ্টেম্বর: ফের বলিউডে শোকের ছায়া ৷ অমিতাভ বচ্চনের ব্লকব্লাস্টার হিট ছবি 'অমর আকবর অ্যান্টনি', 'নসিব', 'কুলি'-র প্রখ্যাত স্ক্রিন রাইটার প্রয়াগ রাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ শনিবার বান্দ্রায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে রবিবার জানিয়েছেন ছেলে আদিত্য রাজ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷ জনপ্রিয় চিত্রনাট্যকারের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন ৷

  • I'm truly saddened by the loss of the late Prayag Raj. Working with him on "Hifazat" was a privilege. May his soul rest in peace.🙏🏻 pic.twitter.com/Al4RP7poFb

    — Anil Kapoor (@AnilKapoor) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি লেখেন, "গতকাল সন্ধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রির আর এক পিলারকে হারালাম আমরা ৷" অভিনেত্রী শাবানা আজমি লেখেন, "লেখক-পরিচালক-অভিনেতা প্রয়াগ রাজের মৃত্যুতে আমি শোকাহত ৷ পরিবারের প্রতি সমবেদনা রইল ৷" অভিনেতা অনিল কাপুর একটি ছবি শেয়ার করে লেখেন, "প্রয়াগ রাজজিকে হারিয়ে সত্যিই শোকাহত ৷ ওনার সঙ্গে হিফাজত ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছিল ৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

প্রয়াত চিত্রনাট্যকারের ছেলে আদিত্য রাজ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "তিনি শনিবার বিকেল 4টে নাহাগ শান্তিতে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ৷ বিগত 8-10 বছর ধরে তিনি নানা রোগে ভুগছিলেন ৷ হৃদরোগ ছাড়াও বয়সজনিত নানা সমস্যা দেখা দিয়েছিল বাবার ৷"

বলিউডে অন্যতম স্ক্রিন রাইটার হিসাবে পরিচিতি লাভ করেছিলেন প্রয়াগ রাজ ৷ তবে অমিতাভ বচ্চনের ছবি থেকে তিনি আরও বেশি জনপ্রিয়তা লাভ করেন ৷ তিনি বিগ বির 'নসিব', 'সুহাগ', 'কুলি' ও 'মর্দ' ছবির গল্প লিখেছিলেন ৷ প্রায় 100টির মতো ছবিতে কাজ করেছেন তিনি ৷ বেশ কিছু গানের কথাও লিখেছেন প্রখ্যাত এই শিল্পী ৷ এছাড়াও তিনি বচ্চন, রজনীকান্ত ও কমল হাসান অভিনীত 'গ্রেফতার' ছবির গল্পও লিখেছিলেন ৷

আরও পড়ুন: এক যুগ পর খুনের কিনার করতে হাজির প্রবীর রায়চৌধুরী, 'দশম অবতার'কে ঘিরে ঘণীভূত রহস্য

এছাড়াও রাজেশ খান্না অভিনীত 'রোটি', ধর্মেন্দ্র-জিতেন্দ্র অভিনীত 'ধরম বীর' ছবির চিত্রনাট্য লিখেছিলেন রাজ ৷ প্রয়াগ রাজের লেখা শেষ চিত্রনাট্য হল 'জমানত' ৷ ছবিটি পরিচালনা করেছিলেন প্রয়াত এস রামানাথন ৷ ছবিটি যদিও মুক্তি পায়নি ৷ চিত্রনাট্যকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে রবিবার সকালে দাদরের শিবাজি পার্ক শ্মশানে ৷ তাঁর শেষবেলায় সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা ৷ তাঁকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.