হায়দরাবাদ, 17 অক্টোবর: পুষ্পার ভক্তদের জন্য সুখবর (Pushpa 2 Poster Shoot)৷ ছবির নির্মাতারা পুষ্পা- দ্য রুলের সর্বশেষ যে ছবিটি শেয়ার করেছেন, তা দেখে বোঝাই যায় যে এই ছবির কাজ চলছে পুরোদমে । পোস্টার শ্য়ুট দিয়ে অবশেষে পুষ্পা 2-এর (Allu Arjun shoots for Pushpa 2 poster) যাত্রা শুরু করেছেন দক্ষিণী স্টার অল্লু অর্জুন (Allu Arjun)৷
সম্প্রতি 2021 সালের ব্লকবাস্টারের সিক্যুয়েল পুষ্পা- দ্য রুলের জন্য মুহরত করেছেন নির্মাতারা ৷ সেই সময় সফরে থাকার কারণে ছবির পরিচালক সুকুমার ও অর্জুন সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ৷ সোমবার মাইথ্রি মুভি মেকার্স তাদের সোশ্যাল মিডিয়া পেজে এই ফিল্মের সেটের একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবিতে দেখা গিয়েছে যে, নিজের টিমকে গাইড করছেন সুকুমার ৷ তাঁর সঙ্গে রয়েছেন ফ্য়াশন ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর ৷ তাঁরা অল্লু অর্জুনকে নিয়ে পুষ্পা 2-এর (Pushpa the Rule Shoot Begins) পোস্টার শ্যুট করছেন ৷
ইনস্টাগ্রামে করা সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, পুষ্পা দ্য রুলের কাজ জোরকদমে চলছে ৷ আইকন স্টার অল্লু অর্জুন, পরিচালক, সেলিব্রিটি ফটোগ্রাফার, পোস্টার ডিজাইনার ও গোটা দল তাঁদের সেরাটা দিয়ে চেষ্টা করছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: ‘ঝুকেগা নহি’, কেকেআর ম্যাচে ম্যাকয়ের পুষ্পা সেলিব্রেশন
এই ছবি সীমান্ত পেরিয়ে বিদেশেও মুক্তি পাবে ৷ পুষ্পা 2-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ফাহাদ ফাসিলকে ৷ তিনি দুর্দান্ত একটি চরিত্রে অভিনয় করছেন ৷
2021 সালে পুষ্পা- দ্য রাইস মুক্তি পাওয়ার পর দেশজুড়ে শোরগোল ফেলে দেয় এই ছবি ৷ অল্লু অর্জুনের ম্যানারিজম মন কেড়ে নেয় দর্শকদের ৷ রাতারাতি জনপ্রিয় হয়ে যান অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷
প্রায় 200 কোটি টাকার বাজেটে নির্মিত এই ফিল্ম অতিমারির তৃতীয় তরঙ্গের পরে কয়েক মাস ধরে সবচেয়ে বড় উপার্জনকারী ছিল ৷ সেই ছবির সিক্যুয়েল পুষ্পা- দ্য রুল 2023 সালে মুক্তি পাবে বলে জানা গিয়েছে ৷