হায়দরাবাদ, 30 অগস্ট: দক্ষিণী ছবির কথা বললে এককথায় যে কয়েকটি ছবির কথা মনে পড়ে তা হল 'বাহুবলী', 'আরআরআর' এবং 'পুষ্পা' ৷ এবার আসছে এই 'পুষ্পা' ছবিরই দ্বিতীয় পর্ব ৷ আল্লু অর্জুনের এই ছবির টিজার ইতিমধ্যেই সামনে এসেছে ৷ এখন ছবির ট্রেলার কবে আসবে তারই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ তবে তার আগে অনুরাগীদের একটি দারুণ উপহার দিলেন আল্লু অর্জুন ৷
বুধবার অনুরাগীদের জন্য একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা ৷ একটা গোটা দিন কীভাবে কাটে তাঁর তারই কিছুটা ঝলক তিনি সকলের জন্য় শেয়ার করলেন অভিনেতা ৷ সুকুমারের সঙ্গে কীভাবে কাজ করেন তিনি? কীভাবে হয় শুটিং ? কোথায় হচ্ছে শুটিং ? সমস্ত প্রশ্নেরই এদিন উত্তর দিলেন অভিনেতা ৷ তিনি আপাতত এই ছবির শুটিং করছেন রামোজি ফিল্ম সিটিতে ৷ সেখানে 'পুষ্পা: দ্য রুল' ছবির জন্য় কেমন সেট তৈরি করেছেন নির্মাতারা তারও ঝলক এদিন দেখালেন তিনি ৷
আল্লু জানালেন তাঁর দিনের শুরুটা হয় বাড়ির লনে যোগাভ্যাসের হাত ধরে ৷ এরপর ব্রেকফাস্ট ৷ আর তারপর গাড়িতে সোজা রামোজি ফিল্ম সিটি ৷ অভিনেতা সেটে পৌঁছতে না পৌঁছতেই তাঁর গাড়িকে স্বাগত জানাতে হাজির হয় ফ্যানেরা ৷ তাঁদের সঙ্গে হাত মেলানোর পর সোজা সেটে ঢুকে পড়েন অভিনেতা ৷ সেটে দেখা যায় চন্দনকাঠে বোঝাই একটি লড়াই এবং একটি গুদামের দৃশ্য় ৷
আরও পড়ুন: রাখির ছুটিতে দেখে নিন সেলুলয়েডে ভাই বোনের সম্পর্কের কিছু গল্প
সেটে সুকুমারের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতার কথাও জানান অভিনেতা ৷ তিনি জানান, প্রায় 20টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা দু'জনে ৷ আরও একবার তাঁদের জুটি সফল হবে বলেও আশাবাদী অভিনেতা ৷ আল্লু এদিন অকপটে এও স্বীকার করেন, "পুষ্পা আমার জীবনের সবচেয়ে বড় হিট ৷" এর আগে এরকম ছবি তিনি করেননি ৷ আর তাই ছবির পরবর্তী পর্ব নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি ৷