ETV Bharat / entertainment

Allu Arjun Daughter Yoga Skills: মেয়ের আরহার যোগাভ্যাসে মুগ্ধ আল্লু অর্জুন - Allu on Arha Yoga skills

মেয়ের আল্লু আরহার যোগাভ্যাসে মুগ্ধ পুষ্পা স্টার আল্লু অর্জুন (Allu on Arha Yoga skills)৷ ছবি শেয়ার করলেন স্ত্রী স্নেহা ৷

Allu Arjun seemingly amazed by daughter Allu Arha
আল্লু আরহার যোগাভ্যাসের প্রশংসায় পুষ্পা স্টার আল্লু অর্জুন
author img

By

Published : Mar 21, 2023, 1:55 PM IST

হায়দরাবাদ, 21 মার্চ: পুষ্পা স্টার আল্লু অর্জুন মুগ্ধ হলেন মেয়ে আল্লু আরহার কর্মকাণ্ডে ৷ এমনিতেই ফ্য়ামিলি ম্য়ান হিসাবেই পরিচিত আল্লু ৷ তিনি তাঁর মেয়েকে নিয়েও মাঝেসাঝেই আসেন সোশাল মিডিয়ায় ৷ বাবা-মেয়ের বিভিন্ন ভিডিয়ো হয়ে ওঠে সোশাল মিডিয়ার হট টপিকও ৷ এবার সকলকে মুগ্ধ করল তাঁর যোগা স্কিল (Allu on Arha Yoga skills)৷

মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন আল্লুর স্ত্রী স্নেহা ৷ সেখানে দেখা গিয়েছে আরহা যোগাসন অভ্যাসে মত্ত আর তার পাশেই বসে রয়েছেন পর্দার পুষ্পাও ৷ অর্জুন তাঁর কন্য়ার যোগাভ্যাস লক্ষ করছেন ৷ কন্য়ার দক্ষতা যে তাঁকেও মুগ্ধ করেছে তা বলাই বাহুল্য ৷ ছবির সঙ্গে একটি 'গুড মর্নিং স্টিকার'ও শেয়ার করেছেন স্নেহা ৷

Allu Arjun seemingly amazed by daughter Allu Arha Yoga skills
মেয়ের যোগাভ্যাসে মুগ্ধ আল্লু অর্জুন

ছবিতে আল্লু অর্জুনের পরনে রয়েছে কালো টি-শার্ট আর কালো শর্টস আর অন্য়দিকে আরহার পরনে রয়েছে প্রিন্টেড পাজামা ৷ আল্লু প্রায়শই তাঁর পরিবারের সঙ্গে সোশাল মিডিয়ায় আসেন ৷ কয়েকদিন আগেই তাঁদের রাজস্থান ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন অভিনেতা ৷ অভিনেতার জন্মদিন আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই ৷ অনেকেই বলছেন এবারের জন্মদিনে তিনি বড় সারপ্রাইজ দিতে পারেন অনুরাগীরা ৷

আরও পড়ুন: মিসেস চ্য়াটার্জি থেকে মিশেল ম্য়াকনেলি... জন্মদিনে ফিরে দেখা পর্দার দাপুটে রানিকে

রিপোর্ট বলছে, জন্মদিনেই আসতে পারে 'পুষ্পা-2' ছবির টিজার ৷ এই প্রথম ঝলক সামনে নিয়ে আসার সম্ভাবনা কতখানি তা অবশ্য়ে বলে দেবে সময়ই ৷ তবে বলাই বাহুল্য 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির বিপুল সাফল্যের পর এবার শেখায়ত অর্থাৎ ফহাদ ফাসিলের সঙ্গে পুষ্পার লড়াই কেমন জমে তা দেখার জন্য় মুখিয়ে আছেন দর্শকরা ৷ অন্যদিকে শ্রীবল্লি অর্থাৎ রশ্মিকার সঙ্গে প্রেম জমে উঠেছে পুষ্পার ৷ তাই বিয়ের পর নতুন করে গল্প কোনদিকে মোড় নেয় তা নিয়েও আগ্রহ যথেষ্ট ৷ আল্লুর হাতে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে ৷ তিনি আগামীতে হাত ধরতে চলেছেন অর্জুন রেড্ডি ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ৷

হায়দরাবাদ, 21 মার্চ: পুষ্পা স্টার আল্লু অর্জুন মুগ্ধ হলেন মেয়ে আল্লু আরহার কর্মকাণ্ডে ৷ এমনিতেই ফ্য়ামিলি ম্য়ান হিসাবেই পরিচিত আল্লু ৷ তিনি তাঁর মেয়েকে নিয়েও মাঝেসাঝেই আসেন সোশাল মিডিয়ায় ৷ বাবা-মেয়ের বিভিন্ন ভিডিয়ো হয়ে ওঠে সোশাল মিডিয়ার হট টপিকও ৷ এবার সকলকে মুগ্ধ করল তাঁর যোগা স্কিল (Allu on Arha Yoga skills)৷

মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন আল্লুর স্ত্রী স্নেহা ৷ সেখানে দেখা গিয়েছে আরহা যোগাসন অভ্যাসে মত্ত আর তার পাশেই বসে রয়েছেন পর্দার পুষ্পাও ৷ অর্জুন তাঁর কন্য়ার যোগাভ্যাস লক্ষ করছেন ৷ কন্য়ার দক্ষতা যে তাঁকেও মুগ্ধ করেছে তা বলাই বাহুল্য ৷ ছবির সঙ্গে একটি 'গুড মর্নিং স্টিকার'ও শেয়ার করেছেন স্নেহা ৷

Allu Arjun seemingly amazed by daughter Allu Arha Yoga skills
মেয়ের যোগাভ্যাসে মুগ্ধ আল্লু অর্জুন

ছবিতে আল্লু অর্জুনের পরনে রয়েছে কালো টি-শার্ট আর কালো শর্টস আর অন্য়দিকে আরহার পরনে রয়েছে প্রিন্টেড পাজামা ৷ আল্লু প্রায়শই তাঁর পরিবারের সঙ্গে সোশাল মিডিয়ায় আসেন ৷ কয়েকদিন আগেই তাঁদের রাজস্থান ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন অভিনেতা ৷ অভিনেতার জন্মদিন আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই ৷ অনেকেই বলছেন এবারের জন্মদিনে তিনি বড় সারপ্রাইজ দিতে পারেন অনুরাগীরা ৷

আরও পড়ুন: মিসেস চ্য়াটার্জি থেকে মিশেল ম্য়াকনেলি... জন্মদিনে ফিরে দেখা পর্দার দাপুটে রানিকে

রিপোর্ট বলছে, জন্মদিনেই আসতে পারে 'পুষ্পা-2' ছবির টিজার ৷ এই প্রথম ঝলক সামনে নিয়ে আসার সম্ভাবনা কতখানি তা অবশ্য়ে বলে দেবে সময়ই ৷ তবে বলাই বাহুল্য 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির বিপুল সাফল্যের পর এবার শেখায়ত অর্থাৎ ফহাদ ফাসিলের সঙ্গে পুষ্পার লড়াই কেমন জমে তা দেখার জন্য় মুখিয়ে আছেন দর্শকরা ৷ অন্যদিকে শ্রীবল্লি অর্থাৎ রশ্মিকার সঙ্গে প্রেম জমে উঠেছে পুষ্পার ৷ তাই বিয়ের পর নতুন করে গল্প কোনদিকে মোড় নেয় তা নিয়েও আগ্রহ যথেষ্ট ৷ আল্লুর হাতে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে ৷ তিনি আগামীতে হাত ধরতে চলেছেন অর্জুন রেড্ডি ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.