হায়দরাবাদ, 22 অগস্ট: গতবছরের একটি সুপারহিট সিনেমার নাম বলতে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই ঠোঁটের ডগায় যে নামটি উঠে আসবে তা হল 'পুষ্পা: দ্য রাইজ' ৷ পুষ্পার নামে পাগল আট থেকে আশি সকলেই ৷ এবার আসতে চলেছে রাশ্মিকা মান্দানা এবং আল্লু অর্জুন জুটি এই নতুন ছবির পরবর্তী অধ্যায় ৷ শুরু হয়ে গিয়েছে নতুন এই পর্বের শ্যুটিংও ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্যুটিং শুরুর আগের পুজোর কিছু ছবি (Pushpa 2 shoot begins)৷
টুইটারে আল্লু অর্জুন ফোকস নামের একটি ফ্যান ক্লাবের তরফে অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করা হয়েছে ৷ পুষ্পরাজের গল্পের এই পরবর্তী অধ্যায়টির নাম হতে চলেছে 'পুষ্পা: দ্য় রুল' (Pushpa 2 shoot commences with pooja)৷
অনুষ্ঠানের এই ছবিটি শেয়ার করে ফ্য়ান ক্লাবের এই অ্যাকাউন্ট থেকে লেখা হয় ," 'পুষ্পা: দ্য় রুল', পূজা অনুষ্ঠান শুরু হয়েছে । মিসিং পুষ্পরাজ #আল্লুঅর্জুন @আল্লুআর্জুন ।" এদিন ছবির পরিচালক এবং অন্যান্য সদস্যদের দেখা গিয়েছে একেবারে ট্র্যাডিশনাল পোশাকে ৷ আল্লু অর্জুনকে অবশ্য অনুষ্ঠানের ছবিতে দেখা যায়নি কারণ তিনি বর্তমানে বিগ অ্যাপলে ভারত দিবস উদযাপনের জন্য নিউইয়র্কে রয়েছেন (Allu Arjun Rashmika Mandanna pushpa 2) ৷
আরও পড়ুন: সিদ্ধার্থ কিয়ারার বিয়ে নিয়ে কি বড় ইঙ্গিত দিলেন শাহিদ
গতবছর 17 ডিসেম্বর মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত 'পুষ্পা: দ্য রাইজ' ছবিটি ৷ মৈথ্রি মুভির নির্মাতারা একটি অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করে এর আগেই জানিয়েছিলেন এই ছবির পরবর্তী অধ্যায়ের শ্যুটিং শুরু হতে চলেছে ৷ অবশেষে সোমবার শুরু হল সেই শ্যুটিং ৷ শ্রীবল্লীর চরিত্রে আরও একবার থাকছেন রাশ্মিকা মান্দানা ৷ দক্ষিণ ভারতের শেশাচলম বনের লাল চন্দন পাচারের গল্পই তুলে ধরবে এই ছবি ৷